তৃণমূল পরিচালিত রাজ্য সরকার জঙ্গলমহলের এক লক্ষ ৩৪ হাজার একর অসেচ জমিকে সেচ সেবিত করেছে বলে দাবি করলেন রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। শনিবার বাঁকুড়ার ওন্দার কৃষ্ণনগরে কয়েকটি সেচ প্রকল্পের শিলান্যাস করতে এসেছিলেন তিনি। মন্ত্রী বলেন, “এই কয়েক বছরেই আমরা জঙ্গলমহলের এক লক্ষ ৩৪ হাজার একর জমি সেচের আওতায় এনে নতুন করে চাষবাসের উপযোগী করে তুলেছি।” । এ দিন তিনি বাঁকুড়ার ১২টি ব্লকের বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেন। মন্ত্রী জানান, মোট ১৭ কোটি টাকার এই প্রকল্পে ১২টি ব্লকের ৮ হাজার একর জমি নতুন করে সেচের জল পাবে।
|
মার্চ মাসের মধ্যে রাজ্যের ২৮ লক্ষ কৃষককে কিষান ক্রেডিট কার্ড দেওয়া হবে বলে জানালেন কৃষি মন্ত্রী মলয় ঘটক। শনিবার বাঁকুড়ায় এক অনুষ্ঠানে এসে মলয়বাবু দাবি করেন, “ইতিমধ্যেই ২৪ লক্ষ কৃষককে কিষান ক্রেডিট কাড দেওয়া হয়েছে। মার্চের মধ্যে ২৮ লক্ষ কৃষক এই কার্ড পেয়ে যাবেন।”
|
পুরুলিয়ায় উদ্ধার হল হলদিয়ার দ্বাদশ শ্রেণির এক ছাত্রী। শনিবার দুপুরে ওই কিশোরী পুলিশের কাছে দাবি করে, হলদিয়ার মদনপুরে তার বাড়ি। পারিবারিক সমস্যায় সে বাড়ি ছেড়ে পুরুলিয়ায় চলে আসে। বিকেলে তাকে একটি হোমে পাঠানো হয়। তার পরিচয় সম্পর্কে খোঁজ চলছে। |