প্রস্তাব এল: ছাত্রছাত্রীদের আর বায়োলজি ল্যাব-এ ব্যাঙ ব্যবচ্ছেদ করতে হবে না, ডিজিটাল ব্যাঙ চিরে তারা অ্যানাটমি বুঝবে। স্মার্ট-যুগে ব্যাঙের ‘অ্যাপ’ গজাবে না, সম্ভব? কিন্তু পণ্ডিতরা গোমড়া, বাস্তবে কেটেকুটে ব্যাঙাঙ্গ বোঝার নাকি বিকল্প নেই। আরে, ব্যাঙের দিকটা এঁরা ভেবেই দেখছেন না? শুধু মানুষরা ভাল ডাক্তার হবে (আদ্ধেকেই হতে পারবে না) বলে যুগে যুগে কোটি ব্যাঙ প্রাণ দেবে? এই ভেক-শত্তুরদের বদলে ডিজিটাল পণ্ডিত দিয়ে বায়োলজি পড়ালে হত না? |