ধর্মগুরু দলাই লামার সঙ্গে বারাক ওবামার বৈঠক ঘিরে চিন এবং আমেরিকার মধ্যে কূটনৈতিক টানাপোড়েন অটুট থাকল। শনিবার চিনের উপ-বিদেশমন্ত্রী ঝ্যাং ইয়েসুই ডেকে পাঠালেন সে দেশের মার্কিন দূতাবাসের কূটনীতিক ড্যানিয়েল ক্রিটেনব্রিককে। ঝ্যাং ইয়েসুই স্পষ্ট ভাষায় জানালেন, এই বৈঠককে তাঁরা সুনজরে দেখছেন না। এর ফলে চিনের সঙ্গে আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে। বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ পেয়ে শুক্রবার আমেরিকায় এসেছেন দলাই লামা। হোয়াইট হাউসে তাঁর সঙ্গে বারাক ওবামার বৈঠক ঘিরে আগে থেকেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল বেজিং।
|
পুরনো বিদ্বেষ পিছনে ফেলে এ বছর গ্রীষ্মে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এমনকী একটি বাণিজ্য চুক্তিতে যাওয়ারও চিন্তাভাবনা রয়েছে দু’পক্ষের। কিন্তু ইউক্রেনের রাজনৈতিক পরিস্থিতি এ বার মস্কো-ওয়াশিংটনের চুক্তির পথে বাধা হয়ে উঠতে পারে। গত বছর স্নোডেনকে আশ্রয় দেওয়া নিয়ে রাশিয়া সফর বাতিল করেন ওবামা। শেষ কয়েক মাসে সে বরফ খানিক গলেছে। সাক্ষাতের কথাও চলছে। শুক্রবার ওবামা প্রায় এক ঘণ্টা ফোনে কথা বলেন পুতিনের সঙ্গে। মূলত ইউক্রেন নিয়ে। সূত্রের খবর, গঠনমূলক কথাই হয়েছে। তবু ধন্দে কূটনীতিকরা।
|
বারাক ওবামার দেশে নিষিদ্ধ হল ভারতীয় বিড়ি। ২০০৯ সাল থেকে একটি ভারতীয় সংস্থা আমেরিকায় বিড়ি আমদানির কাজ করছিল। এখন থেকে আমেরিকায় সেই বিড়ি বিক্রি নিষিদ্ধ হয়ে গেল। মার্কিন প্রশাসন সূত্রে খবর, এই নিষেধাজ্ঞা পরও যদি কোনও সংস্থা আমেরিকায় বিড়ি বিক্রি করে তা হলে সেই সংস্থার বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা করা হবে। মার্কিন বাজারে এখন যে বিড়ি মজুত আছে তা শীঘ্রই বাজেয়াপ্ত করা হবে। ২০১১ সালের সমীক্ষায় দেখা গিয়েছে, স্কুলের ছাত্র-ছাত্রীরা অনেকেই বিড়ির নেশা করে। |