|
|
|
|
|
|
|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
ফুলের স্বাভাবিকতায় অলৌকিকের আলো
|
মৃণাল ঘোষ |
প্রবীণ শিল্পী মতিলাল চক্রবর্তী ঐতিহ্যগত দেশজ আঙ্গিকে ছবি আঁকছেন দীর্ঘদিন। জলরঙের সূক্ষ্ম প্রয়োগপদ্ধতিতে নিসর্গ ও ফুলের ছবিতে অত্যন্ত সংবেদনময় নিজস্ব এক রূপরীতি তৈরি করতে পেরেছেন তিনি। অ্যাকাডেমিতে সম্প্রতি অনুষ্ঠিত হল তাঁর নবম একক প্রদর্শনী। ফুলের ছবিগুলিতে তাঁর দক্ষতা ও মনন সবচেয়ে বেশি পরিস্ফুট। কাঞ্চন, করবী, জবা, রডোডেনড্রন ইত্যাদি ফুল স্বাভাবিকতায় আঁকা হলেও তাতে খেলাতে পেরেছেন অলৌকিকের আলো। কালি-কলমে আঁকা রবীন্দ্রনাথের মুখাবয়বটি ড্রয়িংয়ে তাঁর দক্ষতার পরিচয় বহন করে। |
|
|
প্রদর্শনী
চলছে
জি সি লাহা: শৈবাল দাস, সমীর ভট্টাচার্য প্রমুখ আজ শেষ।
বিড়লা অ্যাকাডেমি: অদিতি চক্রবর্তী, মদন লাল প্রমুখ কাল শেষ।
চিত্রকূট: ‘ফোটোগ্রাফি এক্সপোজড’ ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
কেমোল্ড:
সুদীপ বিশ্বাস, অভিজিৎ দে প্রমুখ ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। |
|
|
|
|
|