রফতানি বৃদ্ধির হার গত জানুয়ারিতে ছুঁয়েছে মাত্র ৩.৭৯%। ফলে রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ২৬৭০ কোটি ডলার। তবে আমদানিও এক ধাক্কায় ১৮.০৭% কমে হয়েছে ৩৬৬০ কোটি ডলার। বৈদেশিক বাণিজ্য ঘাটতি নেমে এসেছে ৯৯২ কোটি ডলারে। ২০১৩-র জানুয়ারিতে তা ছিল ১৮৯০ কোটি ডলার। মঙ্গলবার প্রকাশিত রফতানি বৃদ্ধির এই পরিসংখ্যানে বাণিজ্য ঘাটতি কমায় শিল্পমহল কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেও রফতানি তলানিতে এসে ঠেকায় তারা উদ্বেগ জানিয়েছে। বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত ডিরেক্টর জেনারেল অনুপ পূজারী জানান, সোনা-রুপো আমদানি ৭৭% কমার জেরেই কমেছে ঘাটতি।
|
বেআইনি ভাবে বাজার থেকে তোলা টাকা ফেরানোর মামলায় সহারা গোষ্ঠীর দাবি ছিল, তারা লগ্নিকারীদের নগদে ২২,৮৮৫ কোটি টাকা মিটিয়েছে। সেই সূত্র ধরেই মঙ্গলবার শীর্ষ আদালত প্রশ্ন তুলেছে, লগ্নিকারীদের ফেরত দিতে অত হাজার কোটি টাকা সহারা নগদে কী ভাবে তার শাখা সংস্থায় স্থানান্তরিত করল। যেখানে হস্তান্তরের অঙ্ক কয়েক লক্ষ পেরোলেই তা আর নগদে করা যায় না, চেক মারফত করতে হয়। সেবিকে এ সংক্রান্ত রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম জানতে বলেছে আদালত। এ দিন সেবি অভিযোগ করে, ফেরানো অর্থের উৎস দেখাতে ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দেয়নি সহারা।
|
গাড়ি শিল্পের হাল ফেরাতে ফের কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করল সিয়াম। গাড়ি শিল্পের এই সংগঠনের ডেপুটি ডিরেক্টর জেনারেল সুগত সেন জানান, জানুয়ারিতে গাড়ি বিক্রি গত বছরের থেকে ৭.৫৯% কমে হয়েছে ১,৬০,২৮৯।
|
ভোডাফোনের সঙ্গে কর বিতর্কে রফার প্রস্তাব প্রত্যাহারের সিদ্ধান্ত নিল কেন্দ্র। মূল ব্রিটিশ সংস্থা ভোডাফোন কেন্দ্রের দেওয়া শর্তে রফায় অনাগ্রহ দেখানোয় এই সিদ্ধান্ত। রফা হলে ভোডাফোনকে ২০ হাজার কোটি টাকা কর মেটাতে হত না।
|
টাটা স্টিল— তৃতীয় (অক্টোবর-ডিসেম্বর) ত্রৈমাসিকে দেশীয় ইস্পাত সংস্থাটি ৫০৩.২৪ কোটি টাকার মুনাফা করেছে। ২০১০ সালের একই সময়ে সংস্থার নিট লোকসান হয়েছিল ৭৬৩.০৬ কোটি। আলোচ্য সময়ে তাদের মোট আয় অবশ্য ১৪% বেড়ে দাঁড়িয়েছে ৩৬,৭৩৬ কোটি টাকায়।
ডঃ রেড্ডিজ— তৃতীয় ত্রৈমাসিকে ওষুধ সংস্থার সামগ্রিক নিট মুনাফা ৭০.২১% বেড়ে হয়েছে ৬১৮.৪২ কোটি টাকা। সামগ্রিক নিট বিক্রিও গত বছরের একই সময়ের ২,৮৬৫.১৬ কোটি থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩,৫৩৩.৭৬ কোটিতে।
ভেল— অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে রাষ্ট্রায়ত্ত ভেল-এর নিট মুনাফার পরিমাণ ৬৯৪.৮১ কোটি টাকা। চলতি অর্থবর্ষে ভেল-এর সঙ্গে ভারত হেভি প্লেটস অ্যান্ড ভেসেল্স-এর সংযুক্তির কারণে এই পরিসংখ্যান ২০১২-’১৩ অর্থবর্ষের সঙ্গে তুলনীয় নয়। ওই সময়ে নিট মুনাফা ছিল ১,১৮১.৮৫ কোটি। তৃতীয় ত্রৈমাসিকে নিট বিক্রিও দাঁড়িয়েছে ৮,৯১৯.৫৩ কোটিতে।
জেট এয়ারওয়েজ— তৃতীয় ত্রৈমাসিকে বিমান সংস্থাটির নিট ক্ষতির পরিমাণ ২৬৭.৮৯ কোটি টাকা। গত বছর এই সময়ে সংস্থাটির নিট মুনাফা হয়েছিল ৮৫ কোটি। ব্যবসা থেকে আয় অবশ্য ৪,২০৫.৭৭ কোটি থেকে বেড়ে হয়েছে ৪,৫৩৫.৮৭ কোটি টাকা। মূলত বিমান জ্বালানির চড়া দর এবং ডলারে টাকার দামের পতনের কারণেই সংস্থা ক্ষতির মুখে পড়েছে বলে দাবি জেট এয়ারের।
রিলায়্যান্স কমিউনিকেশন্স— অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে অনীল অম্বানীর রিলায়্যান্স কমিউনিকেশন্সের নিট মুনাফা ২.৭% বেড়ে হয়েছে ১০৮ কোটি টাকা। মোট আয়ও ২% বেড়ে দাঁড়িয়েছে ৫,৪০৩ কোটিতে। |