ভাড়া বৃদ্ধি নয়, বিজ্ঞাপন দিয়ে আয় বাড়াক অটো
টোর ভাড়া না বাড়িয়ে বিকল্প রোজগারের চেষ্টা শুরু করল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। রোজগার বাড়াতে ট্যাক্সির মতোই এ বার অটোর ছাদে বিজ্ঞাপন দিতে চাইছে আইএনটিটিইউসি নেতৃত্ব। সরকারের কাছে এ ব্যাপারে প্রয়োজনীয় অনুমতিও চেয়েছেন তাঁরা। ভাড়া না বাড়িয়ে বিকল্প রোজগারের পথ তৈরি হলে তাতে আপত্তি নেই বিরোধী শ্রমিক সংগঠন সিটু-রও। কিন্তু এই প্রচেষ্টা কতটা সফল হবে, তা নিয়েই সন্দেহ প্রকাশ করেছে সিটু।
মঙ্গলবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে কলকাতা, শহরতলি ও সাতটি জেলার অটোচালকদের নিয়ে বৈঠক করেন তৃণমূলের শ্রমিক নেত্রী দোলা সেন। তাঁর দাবি, এ দিন অন্তত ছ’হাজার অটোচালক বৈঠকে উপস্থিত ছিলেন। ছিলেন সাতটি জেলার তৃণমূল অটো ইউনিয়নের প্রধান শুভাশিস চক্রবর্তী, মানা চক্রবর্তী, অরূপেশ ভট্টাচার্য, রামকৃষ্ণ পাল, সুনীল তরফদার এবং মেঘনাদ পোদ্দারও।
বৈঠকে তৃণমূলের শ্রমিক নেতৃত্ব অটোচালকদের কাছে দু’টি বার্তা পৌঁছে দেয়। (১) ভাড়া বাড়ানো চলবে না এবং (২) চার জনের বেশি যাত্রী তোলা যাবে না। অটোচালকেরা জানান, বারবার জ্বালানির মূল্য বাড়ায় অটো চালিয়ে আর সংসার খরচ উঠছে না। এমতাবস্থায় এই দু’টি শর্ত মানা সম্ভব নয়। তৃণমূল শ্রমিক নেতৃত্ব পরিস্থিতি সামাল দিতে বিকল্প রোজগারের আশ্বাস দেয়। দোলাদেবী বলেন, “অটোর ছাদে বিজ্ঞাপন লাগানোর প্রস্তাব দিয়েছি। বিষয়টি নিয়ে পরিবহণমন্ত্রী, পরিবহণ সচিব ও কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গেও বৈঠক করেছি। সরকারের পক্ষ থেকে এর অনুমোদনের আশ্বাস মিলেছে।”
অতীতে ভাড়া না বাড়ানোর বিকল্প হিসেবে বাস, ট্যাক্সিতেও বিজ্ঞাপনের ব্যবস্থার কথা ঘোষণা করেছিল সরকার। কিন্তু সেই প্রচেষ্টা তেমন সফল হয়নি। তার প্রধান কারণ, বিজ্ঞাপন দেওয়ার জায়গা খুব বড় নয়। তাই রোজগারও খুব বেশি নয় বলে মনে করছেন হোর্ডিং সংস্থার সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। হোর্ডিং ব্যবসায়ী কেষ্ট সাহা বলেন, “এই ধরনের প্রচেষ্টা লাভজনক হবে না বলেই মনে হয়। কারণ, অটোর মাথায় বিজ্ঞাপনের জন্য যত জায়গা মিলবে, তাতে রোজগার তেমন বাড়বে না। ভাড়া বাড়লে যে রোজগার হত, তা তো হবেই না।”
অতীতের উদাহরণ তুলেই সিটু নেতারা বলছেন, তাঁরা বিষয়টি নিয়ে খুব একটা আশাবাদী নন। সিটু-র অটো ইউনিয়নের নেতা বাবুন ঘোষের কথায়, “ভাড়া আমরাও বাড়াতে চাই না। সরকার রোজগারের ব্যবস্থা করলে, ভালই তো। কিন্তু এমন প্রস্তাব আগেও এসেছে। সাফল্য মেলেনি।”
কিছু রুটে এক টাকা বা দু’টাকা করে অটোভাড়া বাড়ানো হয়েছে, তার এ দিন ফের বিরোধিতা করেছেন দোলা সেন। তাঁর কথায়, “সরকার ভাড়া বাড়ানোর বিরোধী। আমরা সরকারের অবস্থানের সঙ্গে সহমত পোষণ করি। তাই কোনও রুটে অন্য কেউও ভাড়া বাড়ালে সংগঠিত ভাবে তার বিরোধিতা করব।”
এ দিনের সভায় অটোচালকদের তরফে এক হাজারেরও বেশি সমস্যার কথা লিখিত ভাবে তৃণমূল শ্রমিক নেতৃত্বের কাছে জমা দেওয়া হয়েছে। দোলা সেন বলেন, “ওই সব সমস্যার যাতে সমাধান হয়, তা দেখছি। পরিবহণ দফতরে যে দু’জনের কমিটি তৈরি হয়েছে, তাদের হাতে সেগুলি তুলে দেব।” জানুয়ারিতে তৃণমূল কংগ্রেসের ব্রিগেডের কর্মসূচি পালনের পরে যখন-তখন অটোর জ্বালানির দামবৃদ্ধি নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে তাঁরা তীব্র আন্দোলনে নামবেন বলে জানান দোলাদেবী। অটোর গ্যাসের দাম বাড়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে বিরোধী সিটু নেতৃত্বও। ২১ জানুয়ারি ঢাকুরিয়ায় একটি গ্যাস সংস্থার অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করবে সিটু।

পুরনো খবর:
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.