মাঝ আকাশে খোঁজ, বিমান চালাতে পারেন কি কেউ
মাঝ-আকাশে প্রথম ঘোষণাটি শুনেই চিন্তায় পড়েছিলেন যাত্রীরা। দ্বিতীয় ঘোষণায় হতভম্ব হয়ে যান তাঁরা। ছড়ায় আতঙ্কও। ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানটি তখন আইওয়ার দেস ময়নেস থেকে ডেনভারের পথে। মাটি থেকে তিরিশ হাজার ফুট উঁচুতে। ককপিট থেকে প্রশ্ন এল, “আপনাদের মধ্যে কোনও চিকিত্‌সক আছেন?” ঘোষণা শুনেই ককপিটের দিকে দৌড়ন পেশায় নার্স লিন্ডা আলওয়েস।
কিন্তু কেন এমন ঘোষণা? যাত্রীদের মধ্যে গুঞ্জন। কার কী হল! এর পরেই তা জানালেন বিমানকর্মী। চালকই আচমকা অসুস্থ হয়ে পড়েছেন। ঘটনাটি দিন পনেরো আগে ঘটলেও গত কালই প্রকাশ্যে এসেছে। নার্স ককপিটে যাওয়ার পরেও যাত্রীরা বুঝতে পারছেন না, কী চলছে ভিতরে। উদ্বেগের আরও কিছু মুহূর্ত পার করে তাঁরা শুনতে পেলেন দ্বিতীয় ঘোষণাটি। যা শুনে হাড় হিম হয়ে যায় অনেক যাত্রীরই।
লাউডস্পিকারে এ বার তাঁদের উদ্দেশে প্রশ্ন: “কেউ কি বিমান চালাতে পারেন?”
কী ঘটেছিল সে দিন? জানিয়েছেন সেই নার্সই। ওড়ার ২০ মিনিটের মধ্যেই নাটকের শুরু। বর্ষশেষের ছুটি কাটাতে ক্যালিফোর্নিয়ার ক্যামারিলোর বাসিন্দা লিন্ডা সপরিবার ওই বিমানে বাড়ি ফিরছিলেন। ডেনভার হয়ে যাওয়ার কথা ছিল তাঁর। বিমানে প্রথম ঘোষণাটি শুনে এক মুহূর্ত দেরি করেননি কয়েক দশকের অভিজ্ঞতাসম্পন্ন নার্স লিন্ডা। তাঁর বক্তব্য, “ককপিটে ঢুকে দেখলাম পাইলট ঝুঁকে পড়ে রয়েছেন নিজের আসনে। বিড় বিড় করে অসংলগ্ন কথা বলছেন। কিন্তু ওঠার ক্ষমতা নেই।” ইনটেনসিভ কেয়ার পরিষেবা লিন্ডার নখদর্পণে। তিনি বুঝতে পারেন, পাইলটের হৃদ্‌স্পন্দন স্বাভাবিক নয়। তার পরেই বোঝেন, সম্ভবত মাথায় রক্ত জমাট বেঁধে গিয়েছে নয়তো হৃদ্‌রোগে আক্রান্ত বিমানচালক।
বিমানে ছিলেন আরও এক জন নার্স, অ্যামি সোরেনসন। তিনিও এগিয়ে আসেন। আরও কয়েক জন যাত্রীও সাহায্য করেন ককপিট থেকে পাইলটকে বার করে আনতে। এর পরে হৃদ্‌স্পন্দন স্বাভাবিক করার চেষ্টা শুরু হয়। বিমানের দায়িত্ব নেন সহকারী চালক। লিন্ডার মাথায় শুধু একটা চিন্তা পাক খাচ্ছিল। ঠিকমতো নামা যাবে তো? তাই এক ফাঁকে মহিলা বিমানকর্মীর কাছে জানতে চান, “আপনারা তো জানেন কী ভাবে অবতরণ করতে হবে?” ওই কর্মী তাঁকে অভয় দেন। লিন্ডার কথায়, “আর চিন্তা রইল না। আমি পাইলটকে সুস্থ করার কাজে মন দিলাম।” কিন্তু তখনই দ্বিতীয় ঘোষণায় ভুল ভাঙে লিন্ডার। তাঁদের উদ্বেগে রেখেই শেষ পর্যন্ত অবশ্য নির্বিঘ্নে বিমান নামান সহ-চালক। তবে ডেনভারে নয়। নামতে হয় নেব্রাস্কার ওমাহার বিমানবন্দরে। টারম্যাকে তত ক্ষণে প্রধান চালকের চিকিত্‌সার জন্য পৌঁছে গিয়েছেন চিকিত্‌সক দল। ওমাহায় যাত্রীদের রাতে থাকার বন্দোবস্ত করা হয়। পর দিন ডেনভার যাওয়ার বিমানে পাঠানো হয় তাঁদের।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.