জব্বর জাড়
 
 
ছবি: সুমিত্র বসাক।
 
শীতের ভালমন্দ


শীত মানে কি ঠোঁট ফাটা আর
চান না করার ইচ্ছে?
শীত কি কেবল সকাল বিকাল
ছোট্ট করেই দিচ্ছে?

তাই যদি হয় বিদেশ থেকে
আসছে কেন পক্ষী?
ভ্রমণ-পাগল লোকরা কেন
নিচ্ছে চলার ঝক্কি?

আসলে শীত গরম কমায়
বৃষ্টিও দেয় কমিয়ে,
ঝলমলে রোদ মেলায়, খেলায়
আসর বসায় জমিয়ে।

ঘাসের বনে শিশির জমে
নাচে শালিখ ময়না,
তাই তো শীতের বিপক্ষে কেউ
বিশেষ কথা কয় না।
 
শীতের পরিচয়
নদীর জলে উঠছে ধোঁয়া
জয়নগরে সাজছে মোয়া
খেজুর গাছে ঝরছে রস
ক্রিকেট খেলায় হচ্ছে টস
কমলালেবু ছাইছে বাজার
মরশুমি ফুল ফুটছে হাজার
গন্ধে মাতায় নলেন গুড়
হিমেল হাওয়া ফুরফুর
পিঠেপুলি স্বাদে ভরা
এ সময়ই তো হবে গড়া
মিঠে কড়া দুষ্টু রোদ
ছুঁয়ে দেবে স্বস্তি বোধ
কারণটা যে আর কিছু নয়
দিচ্ছে শীত তার পরিচয়।
শীতকালটা


ছায়ার এখন মন্দা বাজার,
রোদের বাজার সবজি,
রোদ-নদীতে ডোবাই শরীর,
ঠান্ডা হাঁটু-কব্জি।

ছায়ায় ঢাকা পথগুলোতে
না হাঁটলেই স্বস্তি,
আইসক্রিমের কমতি কদর,
চা-কফিতেই মস্তি।

তবে কিনা, পিঠে পুলি
নলেন গুড়ের গন্ধ,
এ সব মিলে শীতকালটা
লাগে না খুব মন্দ।
 
শীতের মজা


শীতের মজা চোখ ঢুলঢুল কমলালেবুর কোয়া
শীতের মজা মাঠে ক্রিকেট লেপের ভেতর শোয়া।

শীতের মজা গরম জামা খেজুর বসের গন্ধ
শীতের মজা চড়ুইভাতি শিশির পড়ার ছন্দ।

শীতের মজা পালং কপি শীতের পিঠে পুলি
শীতের মজা আগুনের ওম উড়ন্ত বকগুলি।

শীতের মজা ফুলের বাহার সার্কাস হইচই
শীতের মজা দুব্বো ঘাসে ছড়িয়ে থাকা খই।
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.