টুকরো খবর
মহিলা-ট্রেনের কিছু কামরা পুরুষদেরও
মহিলাদের জন্য বিশেষ ট্রেনগুলিতে তেমন যাত্রী না-হওয়ায় কয়েকটি কামরা মহিলাদের জন্য রেখে বাকি কামরাগুলিতে সর্বসাধারণের ভ্রমণের ব্যবস্থা করতে চাইছে রেল মন্ত্রক। অর্থাৎ ‘মহিলাদের জন্য বিশেষ ট্রেন’-এও উঠতে পারবেন পুরুষেরা। শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার পর্যন্ত টানা ডবল লাইনের উদ্বোধন করে রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী এ কথা জানান। তিনি বলেন, “লোকাল ট্রেনে যাত্রীর সংখ্যা দিন দিন বাড়ছে। কিন্তু লেডিজ স্পেশ্যালে সে-ভাবে যাত্রী হচ্ছে না। অনেক কামরা ফাঁকা পড়ে থাকছে। তাই এই সিদ্ধান্ত।” পরীক্ষামূলক ভাবে ইতিমধ্যেই কয়েকটি মহিলা ট্রেনে পুরুষদের ভ্রমণের ব্যবস্থা হয়েছে। ডায়মন্ড হারবার পর্যন্ত ডবল লাইন চালু হয়ে যাওয়ায় যাত্রীদের, বিশেষ করে ব্যবসায়ীদের খুব সুবিধা হবে বলে মন্ত্রী জানান। এই ডবল লাইন তৈরি করতে রেলের ১১৫ কোটিরও বেশি টাকা খরচ হয়েছে।

পৌষ উৎসব
চোখ জুড়োনো পরিবেশে পৌষ উৎসবের আবাহন। ছবি: সুদীপ আচার্য।
মাথার উপরে বিদ্যাসাগর সেতু। আর সামনে প্রিন্সেপ ঘাটের ঔপনিবেশিক স্মৃতিসৌধ। গঙ্গার ঘাটের এমন চোখ জুড়োনো পরিবেশেই উৎসবের আবাহন। উপলক্ষ, রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের আয়োজনে পৌষ উৎসব। রবি-সন্ধ্যায় শীতের ছোঁয়া মেখে সেখানেই গানে-গানে মজল শহর। সঙ্গে উপরি পাওনা, স্টলে পিঠেপুলি, মিষ্টি। প্রিন্সেপঘাট সংস্কারের পরে গঙ্গাতীরবর্তী এলাকাটি সাধারণের জন্য উপভোগ্য করে তুলতে বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গার ঘাট সৌন্দর্যায়নের এটাও অঙ্গ। উৎসব চলবে মঙ্গলবার পর্যন্ত।

গার্ডার বসল দ্রুত, চলল ট্রেন
দুর্ভোগ কমছে। গার্ডার বসানো শেষ হতেই শুরু ট্রেন চলাচল। ছবি: সুব্রত জানা।
নির্ধারিত সময়ের প্রায় চার ঘণ্টা আগেই বাগনান উড়ালপুলে গার্ডার বসানোর কাজ শেষ করে দিল দক্ষিণ-পূর্ব রেল। তাই রবিবার তিন ঘণ্টা আগেই ওই লাইনে ফের ট্রেন চলাচল শুরু হয়। রেল সূত্রের খবর, ১৪০ টনের দু’টি ক্রেন দিয়ে ৫৬ টনের সিমেন্টের তিনটি গার্ডারকে উপরে বসানো হয়েছে। এই কাজে ৫০০ কর্মী-অফিসার যুক্ত ছিলেন। গত সপ্তাহে রেল ঘোষণা করেছিল, এই কাজের জন্য শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত ১২ ঘণ্টারও বেশি ওভারহেড তারে বিদ্যুৎ বন্ধ থাকবে। চলবে না ট্রেন। রবিবার বেলা ১টার আগেই কাজ সম্পূর্ণ হওয়ায় যাত্রীদের দুর্ভোগ কমেছে। শীঘ্রই ওই উড়ালপুলে যান চলাচল শুরু হবে বলে রেল-কর্তৃপক্ষ জানান।

পুরনো খবর:

কমিশন গড়ল ফব, বিবাদ তবু তুঙ্গেই
দলত্যাগী নেতা সরল দেবকে ফিরিয়ে আনা এবং তাঁর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য নরেন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শাস্তির দাবি খতিয়ে দেখতে শেষ পর্যন্ত তিন সদস্যের কমিশন গড়ার সিদ্ধান্ত নিল ফরওয়ার্ড ব্লক। কিন্তু জিইয়ে থাকল বিতর্ক। সরলবাবুকে ফিরিয়ে আনার চেষ্টার বিরুদ্ধে যাঁরা সরব, তাঁদের মত গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হবে আশ্বাস দিয়েছেন ফ ব-র সাধারণ সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস। তবে পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তাতে আগামী ২৮ ডিসেম্বর দলের রাজ্য সম্পাদকমণ্ডলী ও রাজ্য কমিটির বৈঠক উত্তপ্ত হওয়ার সমূহ সম্ভাবনা।

পুরনো খবর:
চেয়ারম্যান নির্বাচন
রাজ্য বার কাউন্সিলে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন জলপাইগুড়ির আইনজীবী গৌতম দাস। শুক্রবার কাউন্সিলের দ্বিবার্ষিক কমিটি গঠনের সভায়। বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি। আইনজীবী সেল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গৌতমবাবু রাজ্য বার কাউন্সিলেরও সদস্য।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.