আইটিপিএ-র সভায় আসতে পারলেন না লিয়েন্ডার
কারাকে নিয়েই খেলতে চান সানিয়া
ত মরসুমে পাঁচজন ডাবলস পার্টনার বদলানোর পর জিম্বাবোয়ের কারা ব্ল্যাকেই হয়তো মন মজেছে সানিয়া মির্জার। যাঁর সঙ্গে জুটি বেঁধে এখন পর্যন্ত একটিও ম্যাচে হারেননি, সেই কারার সঙ্গেই আসন্ন মরসুমে জুটি বেঁধে খেলার ব্যাপারে বেশি আগ্রহী সানিয়া। শনিবার নিজেই জানালেন সে কথা। অস্ট্রেলিয়ান ওপেনে তাঁর সঙ্গেই কোর্টে নামার কথা ভারতীয় টেনিসের সেরা মহিলা তারকার।
পেশাদার সার্কিটে আরও বেশি দিন থাকার জন্য সানিয়া সিদ্ধান্ত নিয়েছেন, সিঙ্গলসে আর নয়, এ বার থেকে শুধু ডাবলসেই মন দেবেন। সঙ্গী বাছার ব্যাপারেও সে ভাবেই একটা সিদ্ধান্তে আসতে চান তিনি। শনিবার আইটিপিএ ডাবলস মাস্টার্সের আসরে এসে তিনি বলেন, “আমি আর কারা একসঙ্গে একটা ম্যাচও হারিনি। যে তিনটে টুর্নামেন্টে আমরা খেলেছি, তিনটেতেই চ্যাম্পিয়ন হয়েছি। কারা যথেষ্ট অভিজ্ঞ। সবচেয়ে বড় কথা ওর গ্র্যান্ড স্লাম জয়ের অভিজ্ঞতা রয়েছে। ওর কাছ থেকে অনেক কিছু শেখারও আছে। এই নতুন পার্টনারশিপ নিয়ে আমরা দু’জনেই বেশ আশাবাদী। আমরা তো হায়দরাবাদে একসঙ্গে প্র্যাকটিসও করলাম। মনে হয়, আমরা ঠিক পথেই এগোচ্ছি।”

আইটিপিএ-র সভায় মহেশ, জয়দীপদের সঙ্গে সানিয়া মির্জা। ছবি টুইটারের সৌজন্যে।
অস্ট্রেলিয়ান ওপেনে নামার আগে সানিয়া সিডনির টুর্নামেন্টে অংশ নেবেন। ওখানেই বছরের প্রথম গ্র্যান্ড স্লামের মূল প্রস্তুতি। বর্ষবরণের উৎসব শেষ করে আগামী বৃহস্পতিবার রাতেই অস্ট্রেলিয়া রওনা হচ্ছেন তিনি। মেলবোর্নে মিক্সড ডাবলসেও খেলবেন সানিয়া। রোমানিয়ার হোরিয়া টেকাওয়ের সঙ্গে জুটি বাঁধবেন এই ইভেন্টে। গত বছর পাঁচটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। বছরটা ভাল গিয়েছে বলে অবশ্য সেটাকেই আঁকড়ে ধরে থাকতে রাজি নন সানিয়া। বলেন, “প্রতি বছরই আমাদের লক্ষ্য থাকে আগের বছরের চেয়ে ভাল ফর্মে থাকব। নতুন মরসুম মানে টাটকা ভাবে শুরু করা। এ বারও সে ভাবেই শুরু করব।”
এ দিকে, আইটিপিএ-র সভার পর এ দিন সংস্থার অন্যতম ভাইস প্রেসিডেন্ট মহেশ ভূপতি জানান, সারা বছর ধরে সার্কিটে ভারতীয় প্লেয়ারদের জন্য ফিজিও ও ট্রেনার নিয়োগ করবেন তাঁরা। জুনিয়র প্লেয়ারদের নিয়মিত ‘মেন্টরিং’-এর উদ্যোগও নেওয়া হবে। এ দিনের সভায় সানিয়া ও ভূপতি ছাড়াও রোহন বোপান্না, সোমদেব দেববর্মন, পূরব রাজা, দিভিজ শরনরা ছিলেন। ছিলেন জয়দীপ মুখোপাধ্যায়ও। তবে অন্যতম ভাইস প্রেসিডেন্ট লিয়েন্ডার পেজ আসতে পারেননি। রবিবার খার জিমখানায় প্রদর্শনী ডাবলসে খেলবেন মহেশ, রোহন, দিভিজ ও সনম সিংহ। শনিবার রাতে নিলামে তাঁদের জুটি হিসেবে নিলেন খার জিমখানার চার সদস্য। সবচেয়ে বেশি দর রোহনের, ২১ হাজার টাকা। নিলাম থেকে উঠল এক লক্ষ ৪০ হাজার টাকা। এত কম কেন? সংস্থার প্রেসিডেন্ট জয়দীপ মুখোপাধ্যায় রাতে মুম্বই থেকে জানালেন, “মহেশ এ বারের ইভেন্টটা লো প্রোফাইলেই রাখতে চায়। সে জন্যই। পরের বছর থেকে হয়তো বড় করে করা হবে।”

পুরনো খবর:




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.