টুকরো খবর
খোরজুনা ধর্ষণ কাণ্ডের প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ হল না
খোরজুনা ধর্ষণ কাণ্ডের অভিযুক্তের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের প্রথম দিনেই থমকে গেল সাক্ষ্য গ্রহণ পর্ব। সোমবার কান্দি মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের ফার্স্ট ফাস্ট ট্রাক কোর্টে চিন্ময় চট্টোপাধ্যায়ের এজলাসে বিচার চলছিল। সেই সময় অভিযুক্ত পক্ষের আইনজীবী সফিউর রহমান অন্য কোনও আদালতে সাক্ষ্য গ্রহণের দাবি জানান। বিচারক ওই আইনজীবীকে উপযুক্ত নথি দেখানোর জন্য একদিন সময় দিয়েছেন। তা না দেখাতে পারলে ফের আজ, মঙ্গলবার ওই আদালতেই সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন তিনি। আইনজীবী সফিউর রহমান বলেন, “আমার মক্কেল প্রকাশ দাসকে যে দিনই আদালতে তোলা হচ্ছে সেই দিনই ফাঁসির দাবি তুলে আদালত চত্বরে বিক্ষোভ দেখাচ্ছেন বাসিন্দারা। এতে সুস্থভাবে সাক্ষ্য গ্রহণ নেওয়া যায় না। তাই অন্য আদালতে সাক্ষ্য গ্রহণের দাবি জানিয়েছি। অবশ্য সরকার পক্ষের আইনজীবী সুনীল চক্রবর্তী অভিযুক্ত পক্ষের আইনজীবীর বক্তব্যের বিরোধিতা করেন। এ দিন আদালতে হাজির ছিলেন ওই মহিলার স্বামীও। তিনি বলেন, “আমরা হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছি। আমরা চাই মামলাটির দ্রুত নিষ্পত্তি হোক এবং অভিযুক্তের শাস্তি হোক।” চলতি বছরের জুন মাসে বড়ঞার খোরজুনা গ্রামের এক মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। পুলিশ তদন্তে নেমে ওই মহিলার প্রতিবেশী প্রকাশ দাস নামে এক যুবককে গ্রেফতার করে। তারপর থেকেই গ্রামের বাসিন্দারা ওই ব্যক্তির শাস্তির দাবিতে মিছিল করার পাশাপাশি জেলার পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে বিক্ষোভ দেখায়। দোষীর শাস্তির দাবিতে ওই গ্রামের বাসিন্দারা প্রতিবাদী মঞ্চ গঠন করে আন্দোলনেও নেমেছেন।

পুরনো খবর:

বোমার আঘাতে জখম ছাত্রনেতা
কলেজে নবীন বরণের আগের দিন রাতে বোমার আঘাতে গুরুতর জখম হলেন তৃণমূল ছাত্র পরিষদের এক নেতা। রবিবার রাতের এই ঘটনায় জখম মনোজ সরকার শান্তিপুর কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। শান্তিপুরের সড়াগড় এলাকার এই বাসিন্দা সংগঠনের শহর সভাপতিও। প্রথমে তাঁকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অয়ন দত্ত বলেন, “সোমবার শান্তিপুর কলেজে নবীন বরণ। তাই কলেজের কাজ সেরে একটু রাতেই বাড়ি ফিরছিলেন মনোজ। সেই সময়ই তাঁকে বোমা মারে এসএফআই সমর্থকরা। অভিযোগ অস্বীকার করে এসএফআই-এর জেলা সভাপতি কৌশিক দত্ত বলেন, “ নবীন বরণের টাকার ভাগ নিয়ে ওদের নিজেদের মধ্যে গণ্ডগোল চলছে। বিরোধী পক্ষের উপর হামলার জন্য বোমা বানানোর সময়ই এই ঘটনা।” তবে এই ঘটনার জেরে নবীন বরণ অনুষ্ঠান বাতিল করেছেন কলেজ কর্তৃপক্ষ। কলেজের অধ্যক্ষ চয়ন ভট্টাচার্য বলেন, “আমাদের কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্র গুরুতর অসুস্থ। তাই অনুষ্ঠান বাতিল করা হয়েছে।”

স্বামীকে খুন, যাবজ্জীবন
স্বামীকে খুনের ঘটনায় সোমবার এক মহিলাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন কৃষ্ণনগর জেলা আদালতের ফার্স্ট ট্রাক কোর্ট চতুর্থ আদালতের বিচারক রাজীব সাহা। সরকার পক্ষের আইনজীবী মঙ্গলময় মুখোপাধ্যয় বলেন, “রুতফা বিবি নাকাশিপাড়ার বাসিন্দা। আমিন শেখ নামে এক প্রতিবেশীর সঙ্গে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। বিষয়টি জেনে গিয়েছিলেন মহিলার স্বামী জয়নাল শেখ। ২০০১ সালের ৪ এপ্রিল বিকেলে জয়নালকে ধুবুলিয়ার নপাড়াতে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে গুলি করে খুন করে ওই মহিলা ও তার প্রেমিক। দু’দিন পর তাঁর দেহ উদ্ধার করা হয় পাশের ছঘড়িয়া বিল থেকে। জয়নালের পরিবারের সদস্যরা রুতফা বিবি ও তার প্রেমিক-সহ পাঁচজনের নামে অভিযোগ দায়ের করেন।

পেট্রোল পাম্পে ডাকাতি রানাঘাটে
পেট্রোল পাম্পে হানা দিয়ে কয়েক হাজার নগদ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। রবিবার রাতে নদিয়ার গয়েশপুর চেকপোস্ট এলাকার ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এ দিন রাত দেড়টা নাগাদ চারজন দুষ্কৃতী পেট্রোল পাম্পে হানা দেয়। সেই সময় সেখানে ছিলেন একজন নিরাপত্তা কর্মী-সহ তিনজন। দরজা খুলতে দেরি করায় গুলিও চালানো হয়। পেট্রোল পাম্পের ম্যানেজার সোমনাথ তালুকদার বলেন, দুষ্কৃতীদের মুখে কালো কাপড় বাঁধা ছিল। কল্যাণীর এসডিপিও চন্দ্রশেখর বর্ধন বলেন, “তদন্ত শুরু হয়েছে।”

বাসের ধাক্কায় মৃত্যু
বাসের ধাক্কায় মৃত্যু হল অজ্ঞাতপরিচয় এক সাইকেলআরোহীর। সোমবার সকালে কৃষ্ণনগরে ঘুর্ণির হালদার পাড়ার মোড়ে কৃষ্ণনগর থেকে করিমপুরগামী একটি বেসরকারি বাস ওই সাইকেলআরোহীকে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান ওই ব্যক্তি। ঘটনার জেরে এলাকার মানুষ গাড়ি ভাঙচুর করে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জয় কংগ্রেসের
ভাঙনের মাঝেও স্কুল নির্বাচনে জয় ধরে রাখল কংগ্রেস। রবিবার ডোমকলের ষষ্ঠিতলা জুনিয়র হাইস্কুলের ৫টি আসনের সবক’টিতে জয়ী হলেন কংগ্রেস সমর্থকরা। ডোমকলের ব্লক কংগ্রেস সভানেত্রী শাওনী সিংহরায় বলেন, “তৃণমূল চক্রান্ত করলেও মানুষ নির্বাচনের মধ্য দিয়ে বুঝিয়ে দিচ্ছেন এখানে তাদের জায়গা নেই। গত সপ্তাহে আমরা কামুড়দেয়ার বালিকা বিদ্যালয়েও জিতেছি।”

ছাত্র সংঘর্ষ
নির্বাচনের ঘণ্টা বাজতেই সংঘর্ষ বাধল করিমপুর পান্নাদেবী কলেজে। সোমবার দুপুরে ছাত্রপরিষদ ও তৃণমূল ছাত্রপরিষদের সমর্থকদের সংঘর্ষে জখম হলেন ২জন। পুলিশ জানিয়েছে, কলেজ চত্তরে একটি মিছিলকে ঘিরে এদিন গণ্ডগোলের সূত্রপাত। তবে সন্ধ্যা পর্যন্ত উভয় পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেনি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.