টুকরো খবর
সিরিয়ায় সেনা হানা, ২৮ শিশু-সহ হত ৭৬

১৬ ডিসেম্বর
বিদ্রোহীদের উপর ফের আক্রমণ শানাল সিরিয়ার সেনা। আসাদ বাহিনীর হানায় এ বার প্রাণ গেল বহু শিশুরও। আগেও সিরীয় সেনার আক্রমণের লক্ষ্য হয়েছে নিরীহ শিশুরা। রবিবার উত্তর সিরিয়ার আলেপ্পো শহরে ব্যাপক বোমা ফেলে প্রেসিডেন্ট বাসার-আল-আসাদের অনুগত সেনা বাহিনী। তাতে মৃত্যু হয়েছে অন্তত ৭৬ জনের। ব্রিটেনের এক মানবাধিকার সংক্রান্ত পর্যবেক্ষক সংস্থার হিসেব অনুযায়ী, নিহতদের মধ্যে ২৮ জন শিশু রয়েছে। গত এক বছরের রক্তাক্ত যুদ্ধে বারবারই ক্ষত-বিক্ষত হয়েছে আলেপ্পো। কিন্তু এই হামলা সে সব কিছুকে পিছনে ফেলে দিয়েছে বলেই দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। তাঁরা জানাচ্ছেন, রবিবার আসাদ-বাহিনী বড় বড় পিপের মধ্যে বিস্ফোরক ঢুকিয়ে হেলিকপ্টারের মাধ্যমে তা নীচে ফেলেছে। আর তাতে ক্ষয়ক্ষতির পরিমাণও হয়েছে ব্যাপক। সিরীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রবিবারের হামলায় বাদ পড়েনি স্কুলও। এত শিশুর মৃত্যু তারই পরিণাম। এই অবস্থায় আগামী মাসে সুইৎজারল্যান্ডে শান্তি আলোচনায় বসতে চলেছেন প্রেসিডেন্ট আসাদ। আমেরিকা, রাশিয়ার সরকারের সঙ্গে সেখানে থাকবেন রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধিরাও। কিন্তু আসাদ বাহিনী এই ভাবে আক্রমণ শানাতে থাকলে আদৌ সিরিয়ায় শান্তি ফেরে কি না, তা দেখার অপেক্ষায় এখন গোটা বিশ্ব।

বোমার খবর পেয়ে খালি হল হার্ভার্ড
বোমাতঙ্কে খালি করা হল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। সোমবার সকালে হার্ভার্ড ইউনিভার্সিটির পুলিশ বিভাগে একটি অসমর্থিত সূত্রের মাধ্যমে হঠাৎই খবর আসে, বিজ্ঞান বিভাগ-সহ বিশ্ববিদ্যালয়ের চারটি বিল্ডিংয়ে বোমা বিস্ফোরণের সম্ভাবনা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল সোমবারই। বাতিল হয়ে যায় পরীক্ষা। খবরটি যাচাই করার আগেই, কোনও ঝুঁকি না নিয়ে যুদ্ধকালীন তৎপরতায় বিশ্ববিদ্যালয় খালি করে দেওয়ার নির্দেশ দেন কর্তৃপক্ষ। হার্ভার্ডের তরফে বিষয়টি টুইট করার সঙ্গে সঙ্গেই খবর ছড়িয়ে পড়ে দ্রুত। এর পর হার্ভার্ড ইউনিভার্সিটির পুলিশ বিভাগ ও কেমব্রিজ পুলিশের যৌথ উদ্যোগে তল্লাশি চালানো হয়। কিন্তু কোনও বিস্ফোরকের চিহ্ন মেলেনি বিশ্ববিদ্যালয় চত্বরে। কর্তৃপক্ষের তরফে ফের টুইট করে জানানো হয়, পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। প্রাথমিক তদন্তে অনুমান, নিছক মজা করার জন্যই কেউ এ রকম খবর দিয়েছিল পুলিশকে।

চাঁদ থেকে ছবি পাঠাল চিনের চন্দ্রযান ইউতু
চাঁদের পিঠ থেকে প্রথম ছবি তুলে পাঠাল চিনের চন্দ্রযান ইউতু। ১লা ডিসেম্বর উৎক্ষেপণ করার পর ডিসেম্বরের ১৪ তারিখ, অর্থাৎ গত শনিবার চাঁদে পৌঁছয় ১৪০ কিলোগ্রাম ওজনের, ছ’চাকার ইউতু। ইউতু শব্দের অর্থ, চাঁদের খরগোশ। রবিবার এ-দিক সে-দিক ঘুরে একাধিক রঙিন ছবি তুলেছে সেই খরগোশ। সেই ছবি পৃথিবীতে পাঠাতেও ভুল হয়নি। ছবি দেখার পরেই বেজিং মহাকাশ কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়, চিনের চন্দ্রাভিযান সফল হয়েছে। ২০২০ সালের মধ্যে চাঁদের মাটিতে একটি গবেষণা কেন্দ্র বানিয়ে তাতে মানুষ পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে বলেও জানিয়েছে বেজিং।

দেশ জুড়ে হামলা, নিহত অন্তত ২৯
ইরাক জুড়ে আত্মঘাতী জঙ্গি হানায় নিহত অন্তত ২৯। পুলিশ জানিয়েছে, সোমবার সকালে বাগদাদ থেকে ২৫০ কিলোমিটার উত্তরে বেইজি শহরের থানার সামনে একটি গাড়িতে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় এক জঙ্গি। নিহত হন আট জন পুলিশকর্মী। আহত ৫ জন। বেলা বাড়লে পশ্চিম বাগদাদের বাইয়া, সালহিয়া, সাদরিয়া, আল-নাহাদা ইত্যাদি একাধিক জায়গায় ঘটে বিস্ফোরণ। নিহত হন আরও ২১ জন। হামলায় সন্দেহের তির আল-কায়দার দিকে। চলতি মাসে ইরাকের জঙ্গি হানায় অন্তত ২৫৩ জন নিহত হলেন।

নিহত ১৬
পুলিশ-জঙ্গি সংঘর্ষে নিহত অন্তত ১৬। রবিবার রাতে চিনের শিনজিয়াং প্রদেশের ঘটনা। পুলিশ জানিয়েছে, শিনজিয়াংয়ের উইঘুর জঙ্গি-গোষ্ঠীর দাপট ক্রমেই বাড়ছে। রবিবার রাতে বিস্ফোরক নিয়ে পুলিশের উপর হামলা চালায় তারা। দু’জন পুলিশকর্মী নিহত হন। পাল্টা আক্রমণে নিহত অন্তত ১৪ জঙ্গি।

ঝগড়ায় ছুরি
একটি ভিডিও গেম নিয়ে ঝগড়ায় মেতেছিল দুই কিশোর। হঠাৎই ছুরি বার করে বসে তাদের মধ্যে এক জন। আর তাতেই আহত হয় বছর বারোর অপর কিশোর। চিকিৎসার পরে সুস্থ হয়েছে সে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.