খেলার টুকরো খবর
 
জয়ী রামকৃষ্ণ
জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত আন্তঃস্কুল ও কোচিং সেন্টার ক্রিকেট প্রতিযোগিতায় রামকৃষ্ণ শ্যামসায়র ৩ উইকেটে ইস্ট ওয়েস্ট মডেল স্কুলকে হারায়। প্রথমে ব্যাট করে ইস্ট ওয়েস্ট ১৯.৪ ওভারে ১০৮ রান করে। দলের সোহম রায় করেন ৩১ রান করেন। পরে রামকৃষ্ণ ১৮.১ ওভারে সাত উইকেটে ১২১ রান করে। দলের সুমন দত্ত তিন ওভার বল করে ২৩ রানে চার উইকেট দখল করেন। এই অফস্পিনারের শেষ চার বলে চারটি উইকেট নেওয়ায় ইস্ট ওয়েস্টের ব্যাটিং বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়। ব্যাট হাতেও সুমনের অপরাজিত ৬২ দলকে জেতায়। এই জয়ের সুবাদে প্রতিযোগিতার সেমিফাইনালে পৌঁছল রামকৃষ্ণ। এ দিনের অন্য ম্যাচে বিনোদীমাধব সামন্ত কোচিং ক্লাব ৪১ রানে জাতীয় সঙ্ঘ কোচিং সেন্টারকে হারায়। প্রথমে বিনোদীমাধব ২০ ওভারে ১২৬ রান করে। দলের সুব্রত চক্রবর্তী করেন ৫২। বল হাতেও সফল তিনি। ৫ রানে তিন উইকেট নেন। পরে জাতীয় সঙ্ঘ ১৭.২ ওভারে ৮৫ রান করে। জাতীয়র কাব্য কোনার ২২ রানে ২ উইকেট দখল করে।

সেমিফাইনালে রাজ কলেজ
বর্ধমান বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ফুটবলের সেমিফাইনালে উঠল বর্ধমান রাজ কলেজ, বাঁকুড়া খ্রিস্টান কলেজ, পাঁচমুড়া কলেজ ও দুর্গাপুর গর্ভমেন্ট কলেজ। কোয়ার্টার ফাইনালে রাজ কলেজ টাইব্রেকারে ৫-৪ গোলে মেমারি কলেজকে, দুর্গাপুর গর্ভমেন্ট কলেজ ৩-০ গোলে বীরভূমের শম্ভূনাথ কলেজকে হারিয়ে সেমিফাইনালে ওঠে। গোল করেন সত্যজিৎ বাউড়ি ও সঞ্জিব বাউড়ি। পাঁচমুড়া কলেজ টাইব্রেকারে ৫-৪ গোলে হাটগোবিন্দপুরের বিএন দত্ত কলেজকে ও বাঁকুড়া খ্রিস্টান কলেজ ১-০ গোলে বীরভূমের অভেদানন্দ কলেজকে হারায়। গোল করেন দিনু দাস। সেমিফাইনাল দু’টি হবে ১৮ ডিসেম্বর। বেলা ১টায় পাঁচমুড়া খেলবে বাঁকুড়া খ্রিস্টান কলেজের বিরুদ্ধে, রাজ কলেজ খেলবে দুর্গাপুর গর্ভমেন্ট কলেজের বিরুদ্ধে। ফাইনাল হবে ২০ ডিসেম্বর।

ভলিবল লিগ শুরু
১৪টি দল নিয়ে শুরু হল দ্বিতীয় ডিভিশন ভলিবল লিগ। বর্ধমানের অরবিন্দ স্টেডিয়ামে অনাদি মালখণ্ডী স্মৃতি কোচিং সেন্টার ২৫-৪, ২৫-১২ পয়েন্টে হারায় বর্ধমান ফিজিক্যাল কালচারাল সেন্টারকে। সিএমএস মর্নিং রিক্রিয়েশন ক্লাব ১৪-২৫, ২৫-২৩ ও ২৫-২১ পয়েন্টে হারায় গুসকরা জোনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনকে। এছাড়া গলসি উদয়ন সঙ্ঘ ২৫-১২, ২৫-১৫ পয়েন্টে হারিয়েছে রাইপুুর ভলিবল ক্লাবকে। অন্যদিকে, তপন চৌধুরী স্মৃতি বাস্কেট বলে কল্যাণ স্মৃতি সঙ্ঘ ৪২-২৪ পয়েন্টে হারিয়েছে মিলনী ক্লাবকে। সেরা হয়েছেন অগ্নিমিত্র নাগ।

হারল মিলন সঙ্ঘ
আউশগ্রামের ভেদিয়া মিলন সঙ্ঘকে হারিয়ে ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল কাটোয়ার জাজিগ্রামের গোপীনাথ মুড়ি মিল। রবিবার বিকেলে মঙ্গলকোটের মাজিগ্রামে ওই প্রতিযোগিতার ফাইনাল হয়। গোপীনাথ মুড়ি মিল ৪-১ গোলে হারায় মিলন সঙ্ঘকে। গোপীনাথের হয়ে গোলগুলি করেন ইসমাইল ও প্রদীপ দুলে। পুরষ্কার তুলে দেন ফুটবলের ভারতের প্রাক্তন অধিনায়ক প্রদীপ চৌধুরী, জেলার সভাধিপতি প্রশান্ত দুলে।

জয়ী সেফেস্ট
ফাইভস্টার আরসির উদ্যোগে আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতার সোমবারের খেলায় জিতল সেফেস্ট ক্লাব। এইচসিএল (এইচএস) মাঠে তারা দোমহানি একাদশকে ৭৩ রানে হারায়। সেফেস্ট ৭ উইকেটে ১৬৭ রান করে। দোমহানি করে ৯৪।

জিতল সিএলডব্লু
মিহিরকুমার স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে মিহির স্মৃতি ফুটবল প্রতিযোগিতার সোমবারের খেলায় জিতল সিএলডব্লু। শ্রীলতা মাঠে তারা কলকাতার বিএনআরকে ৫-০ গোলে হারিয়ে দিয়েছে।

বার্ষিক ক্রীড়া
আজ, মঙ্গলবার দুর্গাপুরের অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান হবে সকাল ১০টা থেকে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.