টুকরো খবর
দশ কোটির দল গড়ছে টালিগঞ্জ
টালিগঞ্জের জন্য এগিয়ে এল টালিগঞ্জ! বাংলার ফুটবল ইতিহাসে সম্ভবত প্রথমবার টলিউডের কোনও প্রযোজক সংস্থা এগিয়ে এল ফুটবল টিম গড়তে। প্রথম ডিভিশন থেকে অপরাজিত হয়ে প্রিমিয়ার লিগে ওঠা টালিগঞ্জ অগ্রগামী দলকে স্পনসর করবে ভেঙ্কটেশ ফিল্মস। ইস্টবেঙ্গল-মোহনবাগানের সঙ্গে পাল্লা দিতে দশ কোটি টাকা খরচ করে এ বার টিম গড়বে টালিগঞ্জ। শনিবার রাতে ক্লাবের মাঠে এক অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় রঘু নন্দীর চ্যাম্পিয়ন টিমকে। হৈমন্তী শুক্ল থেকে রশিদ খান, রঞ্জিত মল্লিক থেকে সন্ধ্যা রায়, সুব্রত ভট্টাচার্য থেকে সুরজিৎ সেনগুপ্ত সবাই উপস্থিত ছিলেন। এঁরা সবাই টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বাসিন্দা। সেখানেই ভেঙ্কটেশ ফিল্মসের কর্ণধার শ্রীকান্ত মোহতা স্পনসর হওয়ার কথা ঘোষণা করেন। টালিগঞ্জ ক্লাবের প্রেসিডেন্ট রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস বললেন, “আমরা টালিগঞ্জকে আবার জায়ান্ট কিলার হিসাবে ময়দানে তুলে ধরতে চাই।”

হতাশ করলেন সূর্যশেখর
স্রেই আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার দাবায় নাটকীয় ভাবে শেষ হাসি হাসলেন আর্মেনিয়ার সামভেল তার শাহকিয়ান। শনিবার কলকাতার টাউন হল-এ রাশিয়ার মিখাইল মোজারভের সঙ্গে পয়েন্ট (সাড়ে সাত) সমান-সমান হলে শাহকিয়ান খেতাব জেতেন টাইব্রেকে। দিব্যেন্দু বড়ুয়া দাবা অ্যাকাডেমি ও অলস্পোর্ট ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্ট থেকে এ বার তিন জন জিএম ও তিন জন আইএম নর্ম পেলেন। চ্যাম্পিয়ন সামভেলকে দেওয়া হল নগদ ২ লাখ টাকা। এ দিকে শেষ দিনটাও খারাপ গেল শীর্ষ বাছাই সুর্যশেখর গঙ্গোপাধ্যায়ের। তাঁকে হারিয়ে জিএম নর্ম নিশ্চিত করলেন মুরলী কার্তিকেয়ন। সূর্য শেষ পর্যন্ত পান ৩০ নম্বর স্থান। টুর্নামেন্টের সেরা আবিষ্কার টাইগ্রান প্রেত্রোশিয়ান শেষদিন চমকে দিয়েছেন জর্জিয়ার গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে যা তাঁকে দিল জিএম নর্ম আর দীপ সেনগুপ্ত শেষ রাউন্ডে হারালেন প্রবীন থিপসেকে। এ দিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র, অভিনেত্রী রাইমা সেন, ক্রিকেটার দীপ দাশগুপ্ত প্রমুখ বিশিষ্টরা।

টোলগের ভবিষ্যৎ ঝুলে থাকল
টোলগে ওজবে এখন মহমেডানের গলার কাঁটা! সাদা-কালো কর্তারা তাঁকে না পারছেন ফেলতে, না গিলতে। শনিবার যেমন, সভাপতি সুলতান আহমেদের সঙ্গে টোলগে নিয়ে দীর্ঘ আলোচনায় বসেও কর্তারা সিদ্ধান্ত নিতে পারলেন না। সুলতান আহমেদ বলেন, “টোলগেকে নিয়ে সোমবার সিদ্ধান্ত নেব।” অস্ট্রেলীয় স্ট্রাইকারের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। অথচ তাঁকে এখনও শো-কজ করেনি ক্লাব। মাঠ-সচিব কামরুদ্দিন শুধু বললেন, “নো ওয়ার্ক, নো পে। ও আসছে, যাচ্ছে। না খেললে আবার বেতন কীসের?’’এ দিকে বেঙ্গালুরু ম্যাচের রেফারিং নিয়ে ফেডারেশনকে চিঠি দিচ্ছে মহমেডান। সুলতান আহমেদ নিজে প্রফুল্ল পটেলের সঙ্গে কথা বলে জরিমানার অঙ্ক কমানোর আবেদন জানাবেন। গোয়ায় অবশ্য চার্চিল ম্যাচের আগে ফুরফুরে আজিজের ছেলেরা। এক বিদেশি পেনকে নিয়েই রণকৌশল সাজাচ্ছেন কোচ। কল্যাণীতে আবার ইউনাইটেড স্পোর্টসের কোচ এলকো সাতোরি পুণে এফসি বধের ছক কষছেন। এরিক, হাসান, বেলো তিন বিদেশির চোট রয়েছে। যদিও টিম সূত্রের খবর, আজ রবিবার চার বিদেশি থাকছে প্রথম একাদশে।

ভারতের হার
জুনিয়র বিশ্বকাপ হকিতে শেষ ম্যাচেও জয়ের মুখ দেখতে পেল না ভারত। নবম-দশম স্থান দখলের লড়াইয়ে পেনাল্টি শুট আউটে ভারত ২-৪ হারে পাকিস্তানের কাছে। নির্ধারিত সময়ে ফল ছিল ১-১। ভারতের ইমরান খান আর সতবীর সিংহ ব্যর্থ হওয়ায় শ্যুট আউটের স্কোর দাঁড়ায় ১-৩।

বিপজ্জনক বাইশ গজ
পিচ খেলার অযোগ্য। বিদর্ভ ক্রিকেটারদের এই অভিযোগে এ দিন প্রায় আধ ঘণ্টা বন্ধ থাকল দিল্লি বনাম বিদর্ভ রঞ্জি ট্রফির ম্যাচ। রোশনারা ক্লাবের সবুজ উইকেটে শুরুতেই নিজের প্রথম ছ’ওভারে আশিস নেহরা ছ’উইকেট নেওয়ায় বিদর্ভ ৪০-৭ হয়ে যায়। এই সময় দিল্লির পেসার পরবিন্দর আওয়ানার বল লাফিয়ে উঠে কাঁধে লাগলে আহত হন বিদর্ভের অমল জুঙ্গাদে। অধিনায়ক সলভ শ্রীবাস্তবের নেতৃত্বে তীব্র প্রতিবাদ শুরু করে বিদর্ভ টিম। ম্যাচ রেফারি সঞ্জয় পাটিল দুই আম্পায়ার এবং দুই অধিনায়কের সঙ্গে আলোচনা করে খেলা থামিয়ে পিচ-এ নতুন করে রোলিং করান। সকাল সাড়ে দশটা থেকে এগারোটা খেলা বন্ধ থাকে। এর পর খেলা শুরু হলে বিদর্ভের ইনিংস শেষ হয়ে যায় ৮৮ রানে। নেহরা নেন ১৬ রানে ৬ উইকেট। জবাবে দিনের শেষে দিল্লি ৯৬-২। গম্ভীর ফিরে গিয়েছেন ৪৯ রান করে। মিডল অর্ডারে বীরেন্দ্র সহবাগ এখন কেমন ব্যাট করেন, রবিবার সবার নজর থাকবে সে দিকেই।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.