টুকরো খবর
মূল ভবন বেচে দিচ্ছে ওয়াশিংটন পোস্ট
বিক্রি হয়ে যাচ্ছে আমেরিকার অন্যতম জনপ্রিয় সংবাদপত্র ওয়াশিংটন পোস্টের মূল ভবন। রাজধানী ওয়াশিংটন ডিসি-তে, হোয়াইট হাউস থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত তাদের ঐতিহাসিক ওই ভবনটি থেকেই এক সময়ে বিশ্বে সাড়া ফেলে দেওয়া ওয়াটারগেট কেলেঙ্কারির পর্দা ফাঁস করেছিলেন দুই সাংবাদিক, কার্ল বার্নস্টাইন ও বব উডওয়ার্ড। যার জেরে তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন-কে ইস্তফা দিতে হয়। এমনই বহু খবর প্রকাশ্যে আনার পীঠস্থান সেই ভবন মার্চের মধ্যেই বিক্রি হচ্ছে ১৫ কোটি ৯০ লক্ষ ডলারে। বর্তমানে জেফ বেজোস-এর মালিকানাধীন ওয়াশিংটন পোস্ট অবশ্য নতুন সদর দফতর খুঁজে না-পাওয়া পর্যন্ত এখান থেকেই কাজ চালাবে। তবে ভাড়াটিয়া হিসেবে।

পাক কৃষি-দল রাজ্যে
পশ্চিমবঙ্গে এই প্রথম পা রাখল পাকিস্তানের কৃষি প্রতিনিধিদল। বণিকসভা ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স আয়োজিত ৩ দিনের অ্যাগ্রো-প্রোটেক ২০১৩ সম্মেলনে যোগ দিতে এসেছেন ১২ জন। দলের তরফে ফারহাদ আব্বাস জানান, মূলত সব্জি ও ধানের ফলন উন্নত করার উপায় জানতেই তাঁরা এসেছেন। বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী মলয় ঘটক, কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায় ও মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ।

ইউনিয়নের স্বীকৃতি
গাডের্নরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স সংস্থায় কর্তৃপক্ষের সঙ্গে একক ভাবে চুক্তি করার স্বীকৃতি পেল জিআরএসই ওয়ার্কমেন্স ইউনিয়ন। বুধবার নির্বাচন হয়। প্রায় ২৫০০ কর্মীর মধ্যে ৫৪% সমর্থন পায় তারা। পরাজিত হয় তৃণমূল ট্রেড ইউনিয়ন, ইনটাক, সিটু। তাঁদের কোনও রাজনৈতিক দলের সঙ্গে গাঁটছড়া বাঁধা নেই বলে দাবি ওয়ার্কমেন্স ইউনিয়নের সভাপতি কমল তিওয়ারির। তিনি জানান, এ নিয়ে টানা ৬ বার জিতলেন তাঁরা। তাঁদের কর্মসূচির শীর্ষে দীর্ঘ মেয়াদি বেতন চুক্তি। পুরনোটির মেয়াদ ফুরিয়েছে ২০১১-এ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.