মধ্যপ্রদেশে বিজেপির সাফল্যের
পোস্টারে বাংলার ঝকঝকে পথ
রাস্তাটি অচেনা লাগতেই খটকা লেগেছিল! প্রশ্ন জেগেছিল, এমন সড়ক তো মধ্যপ্রদেশে নেই! খোঁজ খোঁজ কোথাকার রাস্তা? দেখা গেল তার ঠিকানা পশ্চিমবঙ্গ! আর তাতেই শেষমেষ ফ্যাসাদে পড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান তথা বিজেপি নেতৃত্ব!
কী ভাবে?
মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন আসন্ন। তার আগে রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর বিশাল বিশাল পোস্টার লাগিয়েছেন বিজেপি নেতৃত্ব। যে পোস্টারের এক দিকে দিগন্ত বিস্তৃত সবুজ খেত, পাশে রাখা একটি ট্রাক্টর, অন্য দিকে বিটুমিনের চওড়া এক্সপ্রেসওয়ে। আর তার মাঝেই দাঁড়িয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। বিজ্ঞাপনের বার্তা এই, যে শিবরাজ সরকার মধ্যপ্রদেশে উন্নয়নের এই রকম জোয়ার এনেছেন। তাই তাঁকে আবার নির্বাচিত করুন।
কিন্তু কংগ্রেস ছাড়বে কেন? বরং কংগ্রেস নেতারা ওই বিজ্ঞাপনের পিছনে পড়ে গেলেন। খুঁজে বার করলেন, যে ঝকঝকে সড়কের বিজ্ঞাপন দিয়ে শিবরাজ কৃতিত্ব নিচ্ছেন, তা আসলে মধ্যপ্রদেশেই নেই। ওটি আদতে পশ্চিমবঙ্গের দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ছবি। শুধু কি তাই, গুগ্লে খোঁজ চালিয়ে যা বেরিয়ে এসেছে তা সুকুমার রায়ের হযবরল-র চেয়ে কম যায় না। গল্পের বেড়াল বানান বলেছিল, চন্দ্রবিন্দুর চ, বেড়ালের তালব্য শ, রুমালের মা হল চশমা। আর বিজেপি-র প্রচার-পোস্টারে দেশদেশান্তর এক হয়ে গিয়েছে ইন্টারনেটের ছবি কাটা-সাঁটা ও ফটোশপের কেরামতিতে। দিগন্ত বিস্তৃত সবুজ খেত এসেছে ইরান থেকে। ট্রাক্টর এসেছে মার্কিন মুলুকের কোনও খামার থেকে।
এই নির্বাচনী বিজ্ঞাপনের বিরুদ্ধে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে নালিশ করেছেন কংগ্রেস নেতৃত্ব। সেই সঙ্গে শিবরাজকে ‘ফেকু-টু’ (যিনি মিথ্যা বুলি আওড়ান) আখ্যা দিয়ে প্রচারে নেমে পড়েছেন কংগ্রেস নেতারা। এ ব্যাপারে শিবরাজকে কটাক্ষ করে দিগ্বিজয় সিংহ আজ এ-ও বলেন, “মিথ্যা কথা বলায় এখন নরেন্দ্র মোদীকে টেক্কা দিতে চাইছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী।”
স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে পড়েছেন বিজেপি নেতারা। ঘরোয়া মহলে তাঁরা বলছেন, আসলে যে বিজ্ঞাপন সংস্থাকে প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছিল, তারাই গোলমালটি করেছে। এতে শিবরাজের কোনও ত্রুটি নেই। তবে এ ব্যাপারে প্রশ্ন করা হলে রাজ্য বিজেপি-র মুখপাত্র হিতেশ বাজপেয়ী বলেন, “কংগ্রেস ভ্রান্ত প্রচার চালাচ্ছে। বিজ্ঞাপনের বার্তা এই যে, এমন উন্নয়ন মধ্যপ্রদেশে করে দেখাবেন শিবরাজ সিংহ।”
প্রসঙ্গত, রাজনৈতিক দল বা সরকারের বিজ্ঞাপন নিয়ে এ ধরনের গোলমাল এই প্রথম নয়। এর আগে বায়ুসেনার একটি বিজ্ঞাপন নিয়েও প্রবল হইচই হয়েছিল। বিজ্ঞাপন সংস্থা পাক বায়ুসেনার একটি ছবি লাগিয়ে দিয়েছিল বিজ্ঞাপনে। এ ব্যাপারে হইচই শুরু হলে সরকারের তরফে অবশ্য ভুল স্বীকার করে নেওয়া হয়। কিছু দিন আগে পশ্চিমবঙ্গ সরকারের একটি পোস্টারে আম আদমির ভিড়ে প্রয়াত নকশাল নেতার ছবি ছাপা হয়েছে বলে অভিযোগ উঠেছিল। রাজ্য সরকার অবশ্য তার সত্যতা স্বীকার করেনি।
ভোটের ময়দানে নেমে শিবরাজের পক্ষেও ভুল স্বীকার করাটা শক্ত। সেই সুযোগেই কংগ্রেস বিজেপি-র বিজ্ঞাপন নিয়ে কটাক্ষ করতেও ছাড়ছে না।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.