কলকাতা-সহ ৭ শহরে মহিলা ব্যাঙ্ক চালু ১৯শে
দেশের প্রথম প্রমিলা ব্যাঙ্ক চালু হচ্ছে আগামী ১৯ নভেম্বর, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর জন্মদিনে। কোনও ব্যাঙ্কের শাখা হিসাবে নয়, একটি পুরোদস্তুর নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কিং কোম্পানি হিসাবেই আত্মপ্রকাশ করছে এই ব্যাঙ্ক। পোশাকি নাম ‘ভারতীয় মহিলা ব্যাঙ্ক লিমিটেড’। প্রাথমিক মূলধন ১ হাজার কোটি টাকা। সদর দফতর হবে নয়াদিল্লিতে। সংস্থার প্রথম শাখাটির উদ্বোধন হবে মুম্বইয়ে। উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধী। হাজির থাকবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমও। মহিলা ব্যাঙ্ক স্থাপনে জুন মাসেই নীতিগত অনুমোদন দেয় রিজার্ভ ব্যাঙ্ক।
একই দিনে দেশ জুড়ে চালু হয়ে যাবে আরও ৬টি শাখা। অন্য যে-সব শহরে এই সব শাখা কাজ শুরু করছে, সেগুলির মধ্যে থাকছে: কলকাতা, চেন্নাই, আমদাবাদ, গুয়াহাটি। পরবর্তী পর্যায়ে মহিলা ব্যাঙ্ক চালু করা হবে আধা-শহর এবং গ্রামাঞ্চলেও। রিজার্ভ ব্যাঙ্ক সূত্র থেকে জানা গিয়েছে, ২০১৪ সালের মার্চ মাসের মধ্যেই সারা দেশে মহিলা ব্যাঙ্কের ২৫টি শাখা চালু করার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। চলতি সপ্তাহেই কেন্দ্র ভারতীয় মহিলা ব্যাঙ্কের চেয়ারপার্সন ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব দিয়েছে উষা অনন্তসুব্রহ্মণ্যমকে। এর আগে তিনি ছিলেন পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এগ্জিকিউটিভ ডিরেক্টর।
২০১৩-’১৪ সালের বাজেট পেশের সময়েই চিদম্বরম ঘোষণা করেছিলেন, দেশে চালু করা হবে মহিলা ব্যাঙ্ক। মহিলা ব্যাঙ্ক মানে কী? এই ব্যাঙ্কের চেয়ারপার্সন-সহ সিংহভাগ কর্মীই হবেন মহিলা। তবে ব্যাঙ্ক থেকে শুধু মহিলারাই যে পরিষেবা পাবেন, তা নয়। অন্যান্য বাণিজ্যিক ব্যাঙ্কের মতোই পুরুষ ও মহিলা সব গ্রাহককেই পরিষেবা দেবে মহিলা ব্যাঙ্ক। তবে অর্থমন্ত্রী বাজেটে উল্লেখ করেছিলেন, এই ব্যাঙ্ক বেশিরভাগ ঋণই দেবে মেয়েদের এবং মহিলা পরিচালিত ব্যবসায়। স্বনির্ভর গোষ্ঠী ও বিভিন্ন পেশার মেয়েদের ঋণ দেয়, এমন সংস্থাকেও গুরুত্ব দেবে ব্যাঙ্ক।
ব্যাঙ্কটির সদর দফতর দিল্লিতে হলেও সেটি মুম্বইয়ে উদ্বোধন করার কারণ, ডিসেম্বরে আসন্ন বিধানসভা ভোট উপলক্ষে সেখানে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের নির্দেশ মেনে বলবৎ হয়েছে আদর্শ আচরণবিধি।

পুরনো খবর:



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.