টুকরো খবর
তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার দূর সম্পর্কের এক দাদুর বিরুদ্ধে। বুধবার দুপুর নাগাদ বর্ধমান জেলা কৃষি খামারের কাছে ঘটনাটি ঘটে। শিশুটিকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওই রাতেই বর্ধমান থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন শিশুটির মা। তবে পুলিশ সঙ্গেসঙ্গে ঘটনাস্থলে গেলেও অভিযুক্ত বছর পঞ্চান্নর বিকাশ মুর্মূকে ধরা যায়নি। শিশুটির মায়ের অভিযোগ, দুপুরে মেয়েকে নিয়ে ঘরেই ছিলেন তিনি। হঠাৎ তাঁর মামাশ্বশুর, বিকাশ মুর্মূ বাড়িতে এসে শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যান। শিশুটি আগেও বেশ কয়েকবার ওই বাড়িতে গিয়েছে বলে তিনি তেমন আপত্তি করেননি। এর কিছুক্ষণ পরেই বিকাশের বাড়ি থেকে মেয়ের চিৎকার শুনতে পান বলে তাঁর দাবি। তিনি দ্রুত সেখানে গিয়ে দেখেন, বিকাশ শিশুটিকে চুপ করানোর চেষ্টা করছে। কিছু বুঝতে না পেরে তিনি মেয়েকে বাড়ি নিয়ে আসেন। কিন্তু মেয়ের শরীর ক্রমেই খারাপ হওয়ায় তিনি তাকে হাসপাতালে নিয়ে যান। শিশুটির মায়ের দাবি, পরীক্ষা করে চিকিৎসকেরা জানান, শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। মেয়েকে হাসপাতালে রেখেই তিনি ও তাঁর স্বামী বর্ধমান থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশও হাসপাতালে গিয়ে এ ব্যাপারে নিঃসন্দেহ হয়ে অভিযুক্তকে গ্রেফতার করতে যায়। কিন্তু ততক্ষণে বিকাশ পালিয়েছে। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, শিশুটিকে নিয়ে তার মা হাসপাতালে যেতেই এলাকা ছেড়ে পালায় বিকাশ।

আলুর দাম বেঁধে দিতে নজরদারি
কার্তিক লড়াই ও রাসের প্রাক্কালে আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে নড়েচড়ে বসল কাটোয়া মহকুমা প্রশাসন। বৃহস্পতিবার শহরের প্রতিটি বাজারে পাইকারি আলু ১১ টাকা ও খুচরো বাজারে ১৩ টাকা কেজি দরে আলু বিক্রির নির্দেশ দিয়ে প্রচার চালানো হয়। প্রশাসন সূত্রে খবর, সরকার খুচরো বাজারে ১৩ টাকা প্রতি কিলোগ্রাম দরে আলু বিক্রির নির্দেশ দিলেও কাটোয়া বিভিন্ন বাজারে ব্যবসায়ীরা সেই নির্দেশ মানেননি বলে অভিযোগ উঠেছে। প্রশাসন এর আগে বিভিন্ন বাজারে হানা দিলেও কোনও সুরাহা হয়নি। খুচরো বাজারে ১৫ থেকে ১৮ টাকা প্রতি কিলোগ্রাম দরেই ঘোরাঘুরি করেছে আলুর দাম। তবে খুচরো ব্যবসায়ীদের দাবি, আড়দতার বা মহাজনদের কাছ থেকে প্রতি প্যাকেট ৭২০ থেকে ৭৬০ টাকা দরে আলু কিনতে হচ্ছে তাঁদের। ফলে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন তাঁরা। তাঁদের দাবি, মূল সমস্যা তৈরি হচ্ছে হিমঘরে। সেখান থেকে আলু কম দামে বিক্রি হলে, খুচরো বাজারেও দাম ঠিক থাকবে। অভিযোগ খতিয়ে দেখতে আজ, শুক্রবার হিমঘর থেকে খুচরো বাজারে সবেই অভিযান চালানো হবে বলে মহকুমা প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

ট্রেন থেকে পড়ে মৃত্যু যুবকের
ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে এক যুবকের। তাঁর নাম সাদ্দাম হোসেন মণ্ডল (১৮)। বাড়ি আউশগ্রাম থানার সাঁতলা গ্রামে। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার মায়ের সঙ্গে বর্ধমানের দুবরাজদিঘিতে এক আত্মীয়ের বাড়িতে এসেছিলেন সাদ্দাম। বিকেলে আপ শিয়ালদা-রামপুরহাট লোকালে বাড়ি ফিরছিলেন। ট্রেন ভেদিয়া স্টেশনে ঢোকার আগে মা-ছেলে কামরার গেটে এসে দাঁড়াতেই হাত ফস্কে সাদ্দাম রেললাইনে পড়ে যান। ওই লাইন দিয়েই তখন ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বর্ধমানের দিকে যাচ্ছিল। তার তলায় পড়ে যান সাদ্দাম। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। রাতেই রেলপুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভেদিয়া ও পিচকুড়ির ঢালের মাঝে পড়ে থাকা ওই যুবকের দেহ উদ্ধার করে।

কার্তিক পুজোয় বিশেষ ট্রেন
এই প্রথম কার্তিক পুজো উপলক্ষে বিশেষ ট্রেন দিচ্ছে রেল কর্তৃপক্ষ। শনিবার থেকে সোমবার পর্যন্ত এক জোড়া ট্রেন চলবে। ব্যান্ডেল থেকে ট্রেনটি বিকেল ৪.৪৫-এ ছাড়বে। কাটোয়া থেকে ছাড়বে রাত ৮.১৮ নাগাদ। রেল সূত্রে জানা গিয়েছে, কাটোয়ার কংগ্রেস বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় রেলের কাছে চিঠি দিয়ে কাটোয়ার কার্তিক পুজো ও দাঁইহাটের রাস উৎসবের জন্য বিশেষ ট্রেন চালানোর দাবি জানিয়েছিলেন। বৃহস্পতিবার রবীন্দ্রনাথবাবু বলেন, “রেল কর্তা চিঠি দিয়ে ট্রেন চালানো হবে বলে জানিয়েছেন।”

দুর্ঘটনায় মৃত্যু
ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক ব্যবসায়ীর। তাঁর নাম বিশ্বেশ্বর কর্মকার (৫৭)। বাড়ি শাঁখারিপুকুরের দীপ্তিবাগে। পুলিশ জানায়, বুধবার বিকেলে তিনি সাইকেলে চড়ে পলেমপুরে দোকানে যাচ্ছিলেন। পথে তেলিপুকুরের কাছে নিয়ন্ত্রণ হারানো একটি মিনি ট্রাকের সঙ্গে তাঁর ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মারা যান তিনি।

বন্ধ বাস
বেআইনি অটোর রমরমায় যাত্রী কমে যাচ্ছে মিনিবাসের, এমন অভিযোগ এনে বরাকর থেকে ডিসেরগড় পর্যন্ত মিনিবাস চলাচল বন্ধ করে দিয়েছেন বাস মালিকেরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.