টুকরো খবর
দাদা তৃণমূলে, ভাই কংগ্রেসে

শহর কংগ্রেস সভাপতি সৌমেন খান বারও দলের প্রার্থী হয়েছেন। সৌমেনবাবু প্রাক্তন কাউন্সিলর। আর তাঁর দাদা হিমাদ্রি খান তৃণমূলের প্রার্থী হলেন। হিমাদ্রিবাবু মঙ্গলবারই মনোনয়ন জমা দেন। ২০ অক্টোবর প্রার্থী তালিকা প্রকাশ করেছিল তৃণমূল। তবে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়নি। ১৫ এবং ২২ নম্বর ওয়ার্ডে প্রার্থী নিয়ে ধোঁয়াশা ছিল। এর মধ্যে ২২ নম্বর ওয়ার্ডটি গতবার তৃণমূলের দখলেই ছিল। বিদায়ী কাউন্সিলর রাধারানি বেরা বারও তৃণমূল প্রার্থী হচ্ছেন। ১৫ নম্বর ওয়ার্ডে প্রার্থী হবেন হিমাদ্রি খান। জানা গিয়েছে, জেলা থেকে যে তালিকা গিয়েছিল, তাতে হিমাদ্রিবাবুর নাম ছিল না। তৃণমূলের এক শীর্ষ নেতার নির্দেশে তালিকায় তাঁর নাম আসে। সোমবার ১৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন সৌমেনবাবু। ১৫ নম্বর ওয়ার্ডের এক পাশেই রয়েছে ১৮ নম্বর ওয়ার্ড। হিমাদ্রিবাবু বলছিলেন, “তাতে কী? একই পরিবারের দু’জন কি আলাদা দল করতে পারেন না?” একই বক্তব্য সৌমেনবাবুর।

মনোনয়ন জমা পড়ল ১৪৮টি
মেদিনীপুর পুরসভা নির্বাচনে সব মিলিয়ে ১৪৮টি মনোনয়ন জমা পড়ল। মঙ্গলবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। আজ, বুধবার মনোনয়নপত্র পরীক্ষা হবে। শুক্রবার প্রত্যাহারের দিন। মেদিনীপুর শহরে ২৫টি ওয়ার্ড রয়েছে। তৃণমূল ২৫টি ওয়ার্ডেই প্রার্থী দিয়েছে। বামফ্রন্টের প্রার্থী রয়েছে ২৪টি ওয়ার্ডে। বিজেপির প্রার্থী রয়েছে ১৪টি ওয়ার্ডে। তা ছাড়া সব ওয়ার্ডেই এক বা একাধিক নির্দল প্রার্থী রয়েছেন। মঙ্গলবার মনোনয়ন দাখিল করেন প্রাক্তন পুরপ্রধান নাজিম আহমেদ। তিনি ১১ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন। জানা গিয়েছে, এ বার বেশ কয়েক জন প্রার্থী দু’টি করে মনোনয়ন দাখিল করেছেন। যদি একটি মনোনয়ন বাতিল হয়, তা হলেও প্রার্থীপদ যাবে না, এই ভেবে। সব মিলিয়ে শুক্রবারই স্পষ্ট হবে, শহরের ২৫টি ওয়ার্ডে ঠিক কত জন প্রার্থী পুরভোটের লড়াইয়ে থাকছেন।

বাস চালানোর দাবিতে মদনের কাছে মানস
মেদিনীপুর থেকে মোহাড় হয়ে সবং রুটে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস চলাচল প্রায় সাড়ে ৪ মাস ধরে বন্ধ। ফের সেই বাস চালানোর দাবি জানালেন সবংয়ের কংগ্রেস বিধায়ক বিধায়ক মানস ভুঁইয়া। মঙ্গলবার পরিবহণ মন্ত্রী মদন মিত্রের কাছে এই দাবি জানান তিনি। মানসবাবু বলেন, “হঠাত্‌ করে কেন ওই বাস বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা বুঝতে পারছি না। বাসটি তুলে নেওয়ায় এলাকার মানুষকে চূড়ান্ত সমস্যায় পড়তে হয়েছে।” বাসটি দিনে দু’বার সবং যেত। সকালে মেদিনীপুর থেকে রওনা দিত। দুপুরের মধ্যে সবং থেকে মেদিনীপুরেও পৌঁছে যেত। দুপুরে ফের সবংয়ের দিকে রওনা দিত। সবং থেকে বিকেলে ছাড়ত। সন্ধের মধ্যে মেদিনীপুর ফিরত। ফলে মেদিনীপুর, সবং, ডেবরার বিস্তীর্ণ এলাকার মানুষের যাতায়াতে সুবিধে হত। মানসবাবু বলেন, “মন্ত্রীকে সমস্যার কথা জানিয়েছে। তিনি ফের বাসটি চালু করার আশ্বাসও দিয়েছেন।”

পরিদর্শনে পর্যবেক্ষক
শহরের বুথ পরিদর্শন করলেন মেদিনীপুরের নির্বাচনী পর্যবেক্ষক বিদ্যুত্ভট্টাচার্য। মঙ্গলবার সকাল থেকে তিনি বিভিন্ন বুথে গিয়ে সমস্ত দিক খতিয়ে দেখেন। আগামী ২২ নভেম্বর মেদিনীপুর পুরসভা নির্বাচন। পুরভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবারই মেদিনীপুরে আসেন বিদ্যুত্বাবু। তিনি কারিগরি শিক্ষা দফতরের যুগ্ম সচিব। মেদিনীপুরের নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন। ওই দিন সন্ধ্যায় মহকুমাশাসক (সদর ) অমিতাভ দত্তর সঙ্গে বৈঠকও করেন। মঙ্গলবার সকাল থেকে শহরের বিভিন্ন এলাকার বেশ কয়েক’টি বুথ পরিদর্শন করেন তিনি।

ছাত্রদের দাবি

নিয়মিত ক্লাস চালু রাখা, সব ট্রেডে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করা -সহ বেশ কয়েক’টি দাবিতে মঙ্গলবার মেদিনীপুর আইটিআই কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দিল তৃণমূল ছাত্র পরিষদের আইটিআই ইউনিট। নেতৃত্বে ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের শহর সভাপতি শৈবাল পাত্র। শহর সভাপতি বলেন, “নির্দিষ্ট কিছু দাবিতে এই কর্মসূচি। আশা করব, তা খতিয়ে দেখে কর্তৃপক্ষ পদক্ষেপ করবেন।”

লরির ধাক্কায় মৃত্যু
লরির ধাক্কায় মৃত্যু হয়েছে সাইকেল আরোহী এক প্রৌঢ়ের। মৃতের নাম শঙ্কর খামরি(৪২)। বাড়ি গোপীবল্লভপুরের পারুলিয়ায়। মঙ্গলবার সকালে বেলিয়াবেড়ার তপসিয়া স্বাস্থ্যকেন্দ্র চকের কাছে দুর্ঘটনাটি ঘটে।

ছত্রধরের জেলবদল
জনগণের কমিটির নেতা ছত্রধর মাহাতো-সহ মাওবাদী মামলায় বিচারাধীন সাত বন্দিকে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে সরিয়ে দেওয়া হল। কারা দফতর সূত্রে জানা গিয়েছে, বন্দিদের নিরাপত্তার কারণেই এই সিদ্ধান্ত। রাজ্য সরকারের নির্দেশে মঙ্গলবার রাতে ছত্রধরকে আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠানো হয়। বাকিদের ছড়িয়ে-ছিটিয়ে বিভিন্ন সংশোধনাগারে পাঠানো হয়েছে। এআইজি (কারা) কল্যাণ প্রামাণিক বলেন, “মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে ৭ জনকে স্থানান্তর করা হয়েছে। এটা প্রশাসনিক ব্যাপার।” জেল সূত্রে খবর, ৭ জনই রাজনৈতিক বন্দি এবং ইউএপিএ ধারায় অভিযুক্ত। ছত্রধর ছাড়া বাকিরা হলেন সুদীপ চোংদার, রাজা সরখেল, প্রসূন চট্টোপাধ্যায়, প্রশান্ত পাত্র, ধৃতিরঞ্জন মাহাতো ও সুখশান্তি বাস্কে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.