পরিকাঠামো ছাড়া চালু ‘আই-ব্যাঙ্ক’
স্বাস্থ্য দফতর আনুষ্ঠানিক ভাবে আই ব্যাঙ্ক চালু করলেও পরিকাঠামোর অভাবে সেটির কাজই শুরু করতে পারছেন না রায়গঞ্জ জেলা হাসপাতাল কর্তৃপক্ষ। দুই বছর বন্ধ থাকার পর গত রবিবার জেলা হাসপাতাল চত্বরের আইব্যাঙ্কটি উদ্বোধন করেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রাসবিহারী দত্ত।
অভিযোগ, পরিকাঠামোর অভাবে কোনও কাজ শুরু করতে পারছেন না হাসপাতাল কর্তৃপক্ষ। পরিকাঠামোর কাজ শেষ না করে কেনও তড়িঘড়ি সেটি চালু করা হল তা নিয়েই প্রশ্ন উঠেছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রাসবিহারীবাবু বলেন, “আইব্যাঙ্কটি রাজ্য স্বাস্থ্য দফতর অধিগ্রহণ করেছে। বিভিন্ন সরকারি বরাদ্দ যাতে ঘুরে না যায় তারজন্য পরিকাঠামোর কাজ শেষ না করেই বাধ্য হয়ে আইব্যাঙ্কটি চালু করা হয়েছে। আগামী একমাসের মধ্যে আই ব্যাঙ্কের পরিকাঠামো তৈরির কাজ শেষ করার চেষ্টা চলছে।”
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্য স্বাস্থ্য দফতরের প্রায় ২০ লক্ষ টাকা বরাদ্দে তৈরি আই ব্যাঙ্কটি। ২০০৮ সালের ১৬ মার্চ চালু হয়। একটি স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালনার দায়িত্ব পায়। আড়াই বছর আই ব্যাঙ্কটি চলার পর চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও অস্ত্রোপচারের যন্ত্রাংশের অভাবে ২০১১ সালের ১৩ সেপ্টেম্বর সেটি বন্ধ হয়ে যায়। আই ব্যাঙ্কটি চালু থাকাকালীন মরণোত্তর চোখদানে অঙ্গীকারবদ্ধ মৃত ছয় জন ব্যক্তির কর্নিয়া প্রতিস্থাপন করে ছয়জন দৃষ্টিহীন ব্যক্তির দৃষ্টি ফেরানো সম্ভব হয়। গত দু’বছর ধরে আই ব্যাঙ্কটি বন্ধ থাকায় জেলার আবেদনকারী ৭৩ দৃষ্টিহীন বাসিন্দার কর্ণিয়া প্রতিস্থাপন করে দৃষ্টি ফেরাতে পারেননি আই ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এর পাশাপাশি, মরণোত্তর চোখ দানে জেলা জুড়ে প্রচারের কাজও থমকে।
রায়গঞ্জ জেলা হাসপাতালে তরুণ দেবনাথের তোলা ছবি।
আই ব্যাঙ্কের আই ডোনেশন কাউন্সিলর দেবু মুখোপাধ্যায় জানান, প্রায় দুবছর আইব্যাঙ্কটি বন্ধ থাকায় কর্নিয়া সংরক্ষণের যন্ত্র, ওষুধ, রাসায়নিক ও চোখের নমুনা রাখার ফ্রিজ বিকল হয়ে গিয়েছে। চিকিৎসা ও অস্ত্রোপচারের বিভিন্ন যন্ত্র ও ধাতব যন্ত্রপাতিও বিকল হয়েছে। বর্তমানে আই ব্যাঙ্কে দুজন নিরাপত্তারক্ষী-সহ তিন কর্মী আছেন। তিন চিকিৎসককে আইব্যাঙ্কের দায়িত্ব দেওয়া হলেও দুজন চতুর্থ শ্রেণির কর্মী ও একজন নিরাপত্তারক্ষীর পদ ফাঁকা। হাসপাতাল সূত্রের খবর, আইব্যাঙ্কের যন্ত্রপাতি হায়দরাবাদ থেকে আনতে হবে। সেইকারণে, অন্তত একমাসের আগে আই ব্যাঙ্কের কাজকর্ম শুরু করা সম্ভব হবে না বলে মনে করছেন একাংশ।
বামপন্থী চিকিৎসকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব হেল্থ সার্ভিস ডক্টরস্-এর জেলা সম্পাদক দেবব্রত রায় বলেন, “দ্রুত যাতে পরিকাঠামোর উন্নয়ন করে কাজ শুরু করা যায় জেলা স্বাস্থ্য দফতরের কাছে সেই দাবিও জানিয়েছি।” তৃণমূল প্রভাবিত সংগঠন প্রোগ্রেসিভ ডক্টর অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি সোমনাথ চট্টোপাধ্যায় জানান, সংগঠনের তরফে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে দ্রুত আই ব্যাঙ্কের পরিকাঠামো তৈরির কাজ শেষ করার দাবি জানানো হয়েছে।
তবে কনফেডারেশন অব স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজের জেলা সম্পাদক সুযশ মুখোপাধ্যায় বলেন, “রাজ্য সরকার রাজনৈতিক ফায়দা তুলতেই পরিকাঠামো তৈরির কাজ শেষ না করে আই ব্যাঙ্কটি চালু করেছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.