টুকরো খবর
গ্রেফতার তিন
ভুটানের এক নাগরিকে মারধর করে ৪ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগে তিন জনকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে বীরপাড়া এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৬ অগস্ট ভুটানের ফুন্টশেলিংয়ের এক কম্পিউটার ব্যবসায়ী যন্ত্রপাতি কেনার শিলিগুড়ি যাওয়ার জন্য ভারত-ভুটান সীমান্ত শহর জয়গাঁয় আসেন। সেখানে তিনি শিলিগুড়ি যাওয়ার গাড়ির খোঁজ শুরু করেন। পরে একটি ছোট গাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেন। গাড়িতে চালক ছাড়াও তিনজন ছিলেন। ৩১ নম্বর জাতীয় সড়কে মাদারিহাট জঙ্গলের কাছে আসতেই গাড়ির অন্য যাত্রীরা ভুটানের ওই নাগরিককে মারধর করে টাকা কেড়ে নেন বলে অভিযোগ। জয়গাঁ থানার ওসি পঙ্কজ থাপা বলেন, “সোমবার রাতে বীরপাড়া থেকে ধনকুমার তামাং, মিলন সুব্বা, সরোজ বিশ্বকর্মাকে গ্রেফতার করা হয়। আরও এক অভিযুক্ত পলাতক। তদন্ত চলছে।”

বারবিশায় সিআইডি
বাসে বোমা বিস্ফোরণের তদন্ত করতে আজ বুধবার কুমারগ্রামের বারোবিশায় আসছে সিআইডির বিশেষজ্ঞদের দল। ঠিক কী ধরনের বিস্ফোরক দিয়ে বোমাটি ফাটানো হয়েছে, তা খতিয়ে দেখবে প্রতিনিধি দল। এরই পাশাপাশি, ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল বারোবিশায় আসছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে। গত রবিবার দুপুরে ডুয়াসের্র কুমারগ্রামের বারোবিশা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অসমের চিরাং জেলার দাদগিরি থেকে জয়গাঁগামী একটি যাত্রিবাহী বাসে বোমা ফাটে। তাতে ৫ জন জখম হন। বিস্ফোরণে ছাদের খানিকটা উড়ে যায়। জলপাইগুড়ির জেলা পুলিশ সুপার অমিত জাগালভি এই দিন বলেন, “তদন্তে সিআইডি এবং ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে।” বারোবিশা ব্যবসায়ী সমিতির সম্পাদক কার্তিক সাহা এই দিন বলেছেন, “বার বার বারোবিশা এলাকায় নাশকতামূলক কাজকর্ম হওয়ায় সাধারণ বাসিন্দা থেকে ব্যবসায়ী সকলেই আতঙ্কিত।”

পার্কিং ব্যবস্থা ও ওয়েব্রিজের উদ্বোধন
শিলিগুড়ির অদূরে ফুলবাড়িতে ভারত-বাংলাদেশ সীমান্তে ল্যান্ড কাস্টমস স্টেশনে ‘পার্কিং’ এবং ‘ওয়েব্রিজ’ ব্যবস্থার উদ্বোধন হল। মঙ্গলবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান গৌতম দেব তা উদ্বোধন করেন।
ফুলবাড়িতে ভারত-বাংলাদেশ সীমান্তে সীমা শুল্ক দফতরের পার্কিং ও
ওয়েব্রিজ উদ্বোধনে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। ছবি বিশ্বরূপ বসাক।
পার্কিং ব্যবস্থা ও ওয়েব্রিজ উদ্বোধনের ফলে ভারত-বাংলাদেশের সীমান্ত বাণিজ্যের সুবিধা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সেই সঙ্গে খুব শীঘ্রই ফুলবাড়িতে অভিবাসন দফতর চালু করার ব্যপারে রাজ্য ও কেন্দ্র সরকারের সঙ্গে কথা বলবেন বলেও জানান মন্ত্রী। ছিলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার, এসজেডিএ-র সদস্যদের অনেকেই।

দার্জিলিঙে উদ্ধার দিল্লির কিশোরী
দিল্লি থেকে অপহৃতা কিশোরীকে দার্জিলিঙের যৌনপল্লী থেকে উদ্ধার করল দিল্লি পুলিশ। কিন্তু, সে খবর জানেই না দার্জিলিং জেলা পুলিশ। দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার পি করুণাকরন জানিয়েছেন, নবম শ্রেণির ওই ছাত্রীকে গত অক্টোবর মাসে দিল্লি থেকে তার এক পুরুষ বন্ধু অপহরণ করে এলাকায় আটকে রেখে গণধর্ষণ করে। পরে নুরজহান নামে এক মহিলা তাকে আট লক্ষ টাকায় কিনে দার্জিলিঙে পাঠায়। ২ অগস্ট বাড়িতে ফোন করতে পেরেছিল কিশোরী। ৬ অগস্ট দার্জিলিঙে আসে দিল্লি পুলিশের একটি দল। ৯ অগস্ট ওই কিশোরীকে উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হয়েছে পরিবারের কাছে।

ছিনতাইয়ে গ্রেফতার ৩
ভুটানের নাগরিকে মারধর করে ৪ লক্ষ টাকা ছিনতাইয়ে তিন জনকে গ্রেফতার করল পুলিশ। সোমবার বীরপাড়া এলাকা থেকে অভিযুক্তদের ধরা হয়। ১৬ অগস্ট ফুন্টশেলিংয়ের এক কম্পিউটার ব্যবসায়ী শিলিগুড়ি যাওয়ার জয়গাঁ আসেন। সেখানে তিনি শিলিগুড়ি যাওয়ার গাড়ি চড়েন। ৩১ নম্বর জাতীয় সড়কের মাদারিহাটে যাত্রী সেজে থাকা দুষ্কৃতীরা তাঁকে মারধর করে টাকা কেড়ে নেন।

মহার্ঘ্য ভাতার দাবি
মর্হাঘ্য ভাতা-সহ ১১ দফা দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি পাঠালেন কনফেডারেশন অব স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ-এর দার্জিলিং জেলার সদস্যরা। মহকুমাশাসকের মাধ্যমে মঙ্গলবার তাঁরা তা পাঠান। সংগঠনের সম্পাদক রণজিত্‌ কুমার গুহ বলেন, “চতুর্থ শ্রেণির কর্মীদের পদোন্নতি, চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণের দাবি জানানো হয়।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.