টুকরো খবর
বিলে নৌকা উল্টে বিপত্তি রঘুনাথগঞ্জে
হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ পড়ুয়ারা।— নিজস্ব চিত্র।
অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের ফলে উল্টে গেল নৌকা। মঙ্গলবার সাগরদিঘির কাবিলপুরের দামোদর বিলের এই ঘটনায় অসুস্থ হয়ে পড়েছে তিন ছাত্রী। মানোয়ারা খাতুন, কুলসুম খাতুন ও জেসমিন খাতুন নামে ওই তিনজনকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বেলা ১০টা নাগাদ উলাগ্রাম থেকে প্রায় শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি কাবিলপুরে যাচ্ছিল। যাত্রীদের মধ্যে ছিল কাবিলপুরের দু’টি স্কুলের প্রায় ৬০ জন পড়ুয়া। মাঝপথে নৌকা ফুটো হয়ে হঠাৎ জল ঢুকতে শুরু করে। যাত্রীরা আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি শুরু করলে ডুবে যায় নৌকাটি। যাত্রীরা সাঁতরে পাড়ে উঠলেও অসুস্থ হয়ে পড়েন অনেকেই। গ্রামের বাসিন্দা মোতাহার হোসেন বলেন, “গত পাঁচ বছর ধরে নৌকাটি সংস্কার না করার ফলে অনেক ফুটো রয়ে গিয়েছে। তা দিয়ে জল ঢুকেই এই বিপত্তি।” প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণেই এই দুর্ঘটনা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। নৌকার মাঝির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সে পলাতক।

পঞ্চায়েতে বোর্ড গড়তে জোটবদ্ধ বাম-ডান
ভোট মিটতেই স্থানীয় সমীকরণকে মাথায় রেখে জোট করছে রাজনৈতিক দলগুলি। পঞ্চায়েতের দখল নিতে রানাঘাট ১ নম্বর ব্লকের কালীনারায়ণপুর-পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতে জোট বাধল কংগ্রেস এবং তৃণমূল। পঞ্চায়েতের ২৪টি আসনের মধ্যে তৃণমূল ১০টি, কংগ্রেস ৫টি এবং সিপিএম পেয়েছিল ৯টি আসন। হবিবপুর গ্রাম পঞ্চায়েতে ১৬টি আসনের মধ্যে তৃণমূল ৭টি, কংগ্রেস ৪টি এবং সিপিএম ৫টি আসন পেয়েছিল। বোর্ড গড়তে এখানে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে সিপিএম। চাকদহ ব্লকের সরাটি গ্রাম পঞ্চায়েতে সিপিএমের সঙ্গে জোট করেছে পিডিএস সমর্থিত নির্দল। হরিণঘাটা ব্লকের বিরোহী ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে সিপিএম ও তৃণমূল জোট করেছে। সিপিএমের জেলা সম্পাদক সুমিত দে বলেন, “বিরোহীর ওই পঞ্চায়েত আসনটি সংখ্যালঘু মহিলার জন্য সংরক্ষিত। আমরা বেশি আসন পেলেও আমাদের সংখ্যালঘু মহিলা প্রতিনিধি জিততে পারেননি। তাই বাধ্য হয়ে তৃণমূলের ওই প্রার্থীকে সমর্থন জানিয়েছি।” জেলা তৃণমূলের চেয়ারম্যান নরেশচন্দ্র চাকী বলেন, “কোথাও কোথাও এমন জোট হয়েছে শুনেছি। কিন্তু যদি দেখা যায় এমন কাজ করা হয়েছে যাতে দলের ক্ষতি হয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে।” প্রদেশ কংগ্রেস সদস্য দুলাল পাত্র বলেন, “দল বিরোধী কিছু হলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।”

জমি বিবাদ ঘিরে সংঘর্ষ, মৃত ১
জমি বিবাদের জেরে দুই পক্ষের সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। মঙ্গলবার সকালে ডোমকলের বর্তনাবাদের এই ঘটনায় মৃত সিরাজুল মণ্ডল (২৬) গ্রামেরই বাসিন্দা। জখম হয়েছেন একজন। আক্তার মণ্ডল নামে ওই ব্যক্তি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। অনেক দিন ধরেই জমি নিয়ে আরেসতুল্লার সঙ্গে আক্তার মণ্ডলের বিবাদ চলছিল। মঙ্গলবারও তা নিয়ে ঝগড়া বাধে। আক্তার মণ্ডলের পরিবারের অভিযোগ, হঠাৎই আরেসতুল্লা, আক্তার মণ্ডলকে শাবল দিয়ে মারে। শুরু হয় বোমাবাজি। বোমার আঘাতে মৃত্যু হয় আরেসতুল্লার ভাইপো সিরাজুলের। ডোমকলের এসডিপিও দেবর্ষি দত্ত বলেন, “জমি বিবাদে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। গ্রেফতার হয়েছে আরও ৬ জন।”

গুলি করে খুন যুবক
গুলি করে এক যুবককে খুন করল দুষ্কৃতীরা। মৃত সাবলু সেখ (২৫) থানারপাড়ার গোপালনগরের বাসিন্দা। সোমবার রাতে লালনগর এলাকা থেকে ওই যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার ওই যুবকের স্ত্রী আটজনের বিরুদ্ধে একটি খুনের মামলা রুজু করেছেন। তবে অভিযুক্তরা পলাতক। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খাস জমির দখলকে কেন্দ্র করে সমাজ বিরোধীদের দুই পক্ষের গণ্ডগোলের কারণেই খুন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.