টুকরো খবর
দুই চালকল মালিক পুলিশি হেফাজতে
প্রতারণার অভিযোগ ধৃত মন্তেশ্বরের দুই চালকল মালিক-সহ আরও দু’জনকে সোমবার কালনা আদালতে তোলা হল। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৌরভ আদক ধৃতদের পাঁচ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। এ দিন সিআইডির একটি তিন সদস্যের প্রতিনিধিদল কালনায় যান। সিআইডি সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার তাদের একটি বিশেষ দল মন্তেশ্বরে গিয়ে ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করবে। সিআইডি জানিয়েছে, জেরার জন্য ওই দুই চালকল মালিক অভিজিত্‌ মণ্ডল ও অরিজিত্‌ মণ্ডলকে নিজেদের হেফাজতে নিতে চায় তারা। এর জন্য প্রাথমিক প্রস্তুতিও নেওয়া শুরু হয়ে গিয়েছে। ২০১২ সালের শেষ দিকে মন্তেশ্বরের জামনা পঞ্চায়েত এলাকার চাষিরা স্থানীয় সমবায় সমিতিতে সহায়ক মূল্য ধান বিক্রি করেন। কিন্তু টাকা পাননি অনেকে। স্থানীয় সুনন্দা চালকল টাকা না মেটানোতই এই সমস্যা বলে জানায় সমবায় সমিতি। অত্যাবশ্যকীয় পণ্য নিগমের তরফে দুই চালকল মালিকের নামে অভিযোগ করা হয়। পাঁচ মাস পলাতক থাকার পরে রবিবার খণ্ডঘোষ থেকে ওই দুই চালকল মালিক ও আরও দুই কর্মীকে গ্রেফতার করে পুলিশ।

উন্নয়ন চেয়ে অবরোধ চেলিডাঙায়
চলছে বিক্ষোভ।— নিজস্ব চিত্র।
এলাকা উন্নয়নের দাবিতে আসানসোলের চেলিডাঙা রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। সোমবার বিকালে প্রায় ঘণ্টাখানের অবরোধ করেন তাঁরা। পরে পুলিশ এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায় আশ্বাস দিয়ে অবরোধ উঠে যায়। বাসিন্দাদের অভিযোগ, আসানসোল পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই এলাকায় দীর্ঘদিন ধরে কাউন্সিলর নেই। রাস্তা, নিকাশির কাজও নিয়মিত হচ্ছে না। বর্ষাকালে বৃষ্টির ফলে সমস্যায় পড়েছেন এলাকার মানুষজন। ফলে দ্রুত সমাধান চেয়ে এ দিন অবরোধে নামেন তাঁরা।

এসএমএসে হুমকি নেতাকে
তৃণমূল যুবার এক নেতাকে মোবাইলে এসএমএস করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুর্গাপুরে। সংগঠনের দুর্গাপুর ১ ব্লক সভাপতি সব্যসাচী বন্দ্যোপাধ্যায় পুলিশের কাছে দায়ের করা অভিযোগে জানিয়েছেন, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ অচেনা নম্বর থেকে একজন তাঁকে মোবাইলে এসএমএস করে রাজনৈতিক কাজকর্ম থেকে বিরত থাকতে বলে। অন্যথায় প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করে হুমকি এসএমএসের নম্বরটি কার নামে আছে তা জানার চেষ্টা চলছে।

শ্রমিক বিক্ষোভ
কয়েক দফা দাবিতে সাঁকতোড়িয়ায় ইসিএলের সদর দফতর ঘেরাও করল আইএনটিইউসি অনুমোদিত কোলিয়ারি মজদুর ইউনিয়ন। সংগঠনের সাধারণ সম্পাদক চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, “কয়লা থাকা ভূগর্ভস্থ খনি বন্ধ না করা, অবসরের বয়স ৬২ করা, আবাসন ভাতা, ঠিকা কর্মীদের মৃত্যুর পর সন্তানের চাকরি-সহ নানা দাবিতে তাঁদের এই আন্দোলন।”

অস্ত্র-সহ ধৃত তিন
অস্ত্র-সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল কুলটি পুলিশ। রবিবার রাতে কুলটির ডিসেরগড় মাজাহার এলাকা থেকে তাদের ধরা হয়। কমিশনারেটের এডিসিপি (পশ্চিম) সুব্রত গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ধৃতদের থেকে দু’টি নাইন এমএম পিস্তল, একটি ওয়ান শটার ও ১৯ রাউন্ড তাজা কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের দু’জন ঝাড়খণ্ডের বাসিন্দা আর একজনের বাড়ি ডিসেরগড়ে। পুলিশের দাবি, জেরায় ধৃতেরা জানিয়েছে, কুলটি বরাকর সীমান্ত এলাকায় বড় ধরণের অপরাধ ঘটানোর উদ্দেশ্যে কয়েকদিন ধরেই এরা জড়ো হয়েছিল। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাদের ধরে।

মোটরবাইক চুরি, ধৃত
মোটরবাইক চুরির অভিযোগে এক দুষ্কৃতীকে ধরেছে সালানপুর থানার পুলিশ। রবিবার রাতে শেখ সানারুল নামে ওই দুষ্কৃতীকে ধরা হয়। সোমবার তাকে আসানসোল আদালতে তোলা হলে এসিজেএম চারদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, গত ১৪ অগস্ট রূপনারায়ণপুর বাজার এলাকা থেকে একটি মোটরবাইক চুরি হয়। সেই ঘটনাতেই সানারুল জড়িত বলে পুলিশের দাবি।

কোথায় কী
দুর্গাপুর

রাজীব গাঁধীর জন্মদিন। উইমেন্স কলেজের সামনে রোটারি। সকাল ৮টা।
দুর্গাপুর স্টীল সিটি রাজীব গাঁধী মেমোরিয়াল সোসাইটি।

ফুটবল প্রতিযোগিতার ফাইনাল। নবারুণ ক্লাবের মাঠ। বিকাল ৩টা।

আমন্ত্রন ফুটবল প্রতিযোগিতার। এবিএল মাঠ। বিকাল ৩টা।

রানিগঞ্জ

ফুটবল প্রতিযোগিতা। রাজবাড়ী মাঠ। বিকাল ৪টা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.