সিপিএমের ভোট বাতিল, বোর্ড দখল করল তৃণমূল

সিপিএমের এক সদস্যের ভোট বাতিল হওয়ায় পঞ্চায়েতের প্রধান পদ দখল করে নিল তৃণমূল। সোমবার বারাবনির পুচড়া পঞ্চায়েতের ঘটনা। সিপিএম অবশ্য রহস্যের ছায়া দেখছে এই ঘটনায়। তবে তৃণমূলের দাবি, প্রত্যাশা মতোই জয়ী হয়েছেন তাঁরা।
এই পঞ্চায়েতের প্রধান ও উপ-প্রধান নির্বাচন নিয়ে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা ছিল এলাকায়। সিপিএমের তরফে প্রশাসনের কাছে নির্বাচিত সদস্যদের মারধর করা হচ্ছে বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগও করা হয়। সোমবারও গণ্ডগোলের আশঙ্কায় পঞ্চায়েত কার্যালয়ে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। তবে বড় কোনও ঝামেলা হয়নি। এই পঞ্চায়েতের ১২টি আসনের মধ্যে ৬টি করে আসন পেয়েছিল তৃণমূল সিপিএম দু’দলই। ফলে প্রধান পদের দখল নিতে নানারকম কৌশল নিচ্ছিল তারা। এ দিন সকাল ১১টা নাগাদ ছয় সিপিএম সদস্য বিনা বাধায় পঞ্চায়েত কার্যালয়ে ঢোকেন। প্রায় সঙ্গেসঙ্গেই ঢোকেন তৃণমূলের সদস্যেরাও।
বোর্ড গঠনের পরে উচ্ছ্বাস।— নিজস্ব চিত্র।
ব্লকের এক আধিকারিকের উপস্থিতিতে প্রথমে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। তারপরেই তৃণমূলের তরফে দাবি ওঠে, গোপন বা্যলটের মাধ্যমে প্রধান ও উপপ্রধান নির্বাচন করতে হবে। আপত্তি করেনি সিপিএমও। দু’পক্ষ পছন্দের প্রধানের নাম প্রস্তাব করার পরে ভোটাভুটি শুরু হয়। ব্যালট খোলার পরে দেখা যায়, এক সিপিএম সদস্যের ভোট বাতিল হয়ে গিয়েছে। ফলে জিতে যান তৃণমূলের প্রধান। উপপ্রধান নির্বাচনে অবশ্য ফলাফল সমান হয়ে যায়। পরে লটারি করে তৃণমূল থেকেই উপপ্রধান নির্বাচিত হন।
ভোট বাতিলের ঘটনায় রীতিমতো হতচকিত সিপিএম নেতৃত্ব। দলের বারাবনি জোনাল কমিটির সম্পাদক অসীম বন্দ্যোপাধ্যায় বলেন, “এটা নিছকই ভুল বলে মনে হচ্ছে না। এর পিছনে কী রহস্য রয়েছে তা আমরা খুঁজে বের করব।” তবে তৃণমূলের দাবি, প্রত্যাশিত এই ফলের মূল কারিগর নির্বাচনী পর্যবেক্ষক পাপ্পু উপাধ্যায়। পাপ্পুবাবুকে প্রশ্ন করা হলে তিনি সরাসরি এক সিপিএম সদস্যের নাম উল্লেখ করে বলেন, “এই ঘটনার জন্য আমরা ওই সিপিএম সদস্যকে আগেই ঠিক করে রেখেছিলাম।” বারাবনি পঞ্চায়েতে এ দিন কংগ্রেসের সমর্থন নিয়ে প্রধান পদে জিতেছে তৃণমূল। উপপ্রধান হয়েছেন কংগ্রেসের। সালানপুর ব্লকের উত্তররামপুর-জিৎপুর পঞ্চায়েতেও এক কংগ্রেস সদস্যের সমর্থন নিয়ে প্রধান ও উপপ্রধান পদে জয়ী হয়েছে তৃণমূল। এ দিন এই পঞ্চায়েতে সিপিএমের চারজন ও কংগ্রেসের দু’জন নির্বাচিত সদস্যের কেউই বৈঠকে হাজির হননি। কাল্লা গ্রাম পঞ্চায়েতও দখল করেছে তৃণমূল। সেখানে সিপিএমের দু’জন সদস্য আসেননি, আর কংগ্রেসের দুই সদস্য শপথ গ্রহন করে ভোটাভুটিতে যোগ না দিয়ে বেরিয়ে যান। এথোড়া পঞ্চায়েতেও সিপিএমের দু’জন ও কংগ্রেসের দু’জন নির্বাচিত সদস্য বৈঠকে যোগ দেননি। যোগ দেন তৃণমূলের একজন সদস্য। ফলে কোরাম না হওয়ায় প্রধান নির্বাচনের বৈঠক বাতিল হয়ে যায়। আল্লাডি ও রূপনারায়ণপুর পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধান পদে নির্বাচিত হয়েছে কংগ্রেস।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.