বিনোদন ‘চক দে’র চেয়ে
‘চেন্নাই’ বানানো কঠিন: শাহরুখ
নিজের ছোটবেলার শহর দিল্লিতে তিনি।
টানা দু’মাসের ‘কী হয়, কী হয়’ উৎকণ্ঠা আর চোখে-মুখে নেই। নিজেই স্বীকার করছেন সিগারেটটাও কম খেয়েছেন রোববার বিকেল থেকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, বক্স অফিসে এত টাকা কামানোর পর সেটা কী ভাবে খরচ করবেন তা-ও ভেবে ফেলেছেন কিং খান। “টাকা আমাকে আর সে ভাবে এক্সাইট করে না। ২২ বছরে ৫৫টা ছবিতে কাজ করার পর, সেটা হওয়ার কথাও নয়। ‘চেন্নাই এক্সপ্রেস’ থেকে যে টাকা আসবে সেটা দিয়ে ছোট বাজেটের কয়েকটা ‘মিনিংফুল’ সিনেমা বানাব এ বার,” মঙ্গলবার দুপুরে দিল্লির ক্রাউন প্লাজা হোটেলে বসে বলছিলেন শাহরুখ খান।
‘মিনিংফুল’ সিনেমা বানাতে চান ঠিকই। কিন্তু এটা মোটেই মানতে চান না যে, ‘চেন্নাই এক্সপ্রেস’ ‘মিনিংফুল’ সিনেমা নয়। সমালোচকরা কিন্তু কেউই ‘চেন্নাই’-কে ভাল ছবি বলেননি। কিন্তু শাহরুখের নিজস্ব যুক্তি বলছে, “দেখুন, আমি যথেষ্ট পড়াশোনা করি। আমি জানি পৃথিবীতে কী হচ্ছে। এত কিছু জেনেই বলছি, ‘চেন্নাই এক্সপ্রেস’য়ের মতো সিনেমা বানানোই সবচেয়ে শক্ত। ‘চক দে ইন্ডিয়া’ বানানো সহজ।” প্রথম সপ্তাহান্তে ১০০ কোটি কামানোর পর সোমবারেও ‘চেন্নাই এক্সপ্রেস’-এর অশ্বমেধের ঘোড়া থামেনি। সোমবার শুধু ভারতেই ১৩ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি।
কিন্তু এ রকম একটা ছবি যে সমালোচকদের মনঃপূত হয়নি, তাতে অবাকও নন এসআরকে। “আরে, বড্ড বেশি সমালোচক আমাদের দেশে। সমালোচনা লেখার আগেই উডি অ্যালেন বা পেদ্রো আলমাদোভরের ছবির সঙ্গে কী ভাবে তুলনা করা যায়, তাই নিয়ে চিন্তা করে। ‘চেন্নাই এক্সপ্রেস’ যে আলমাদোভরের সিনেমা নয়, সেটা আমার থেকে ভাল আর কে জানে?”
নিজের পরিচিত ঢঙে ব্ল্যাক কফি আর সিগারেট খেতে খেতে কেকেআর মালিক বলে চলেন, “আমাদের এখানকার সমালোচকরা ভাবে, শুধু ইংরেজি সিনেমার ডিভিডি দেখলেই ভাল সমালোচনা করা যায়। ওরা জানে না, ভারতে বিদেশি সিনেমার যে কোনও ডিভিডি প্রথম পৌঁছয় আমার বাড়িতে। আমার হলিউডের বন্ধুরা আমার জন্য পাঠায়। উডি অ্যালেন বা আলমাদোভর আমি ওদের থেকে কম বুঝি না।” বক্স অফিসের মুকুট ফেরত পেয়ে কিং খান যে আবার তাঁর পুরনো মেজাজে, মঙ্গলবারের দিল্লি ছিল তারই ‘ফার্স্ট লুক’।
সমালোচকদের পাশাপাশি সংবাদমাধ্যমকেও হালকা সমালোচনা করতে ছাড়েননি শাহরুখ। “দু’টো জিনিসে আমি বিরক্ত। যে ভাবে মিডিয়াতে বলা হল, আমি আমার সন্তানের লিঙ্গ নির্ধারণ করাতে চেয়েছি, সেটা সম্পূর্ণ ভুল। আর দ্বিতীয়টা হল, ইফতার পার্টিতে সলমনকে নিশ্চয়ই ‘হাগ’ করেছি আমি। কিন্তু তার মানে এই নয় যে, আমি ‘করণ অর্জুন ২’তে অভিনয় করব!” বলেই চোখ টিপলেন শাহরুখ।
বরং সিক্যুয়েল করলে ‘ডন ৩’ করতেই আগ্রহী ডন-২। ‘ডন ফ্র্যানচাইজিটা আমার ভীষণ ভাল লাগে। এটাই বোধহয় পৃথিবীর একমাত্র ফ্র্যানচাইজি যেখানে বাজে একটা লোক যা কিছু করতে পারে। আর তাতে দর্শক আপত্তি করে না,” হেসে বলেন শাহরুখ। তাঁর কথা থেকে স্পষ্ট, শাহরুখ ‘চেন্নাই এক্সপ্রেস’কে পিছনে ফেলে এখন সামনের ‘স্টেশন’য়ের দিকে তাকাতে চান। “চেন্নাই এক্সপ্রেস’, রেকর্ড ওপেনিং সবটাই আজকে অতীত। পরের মাসে ফারহা খানের নতুন ছবি ‘হ্যাপি নিউ ইয়ার’য়ের শু্যটিং শুরু করছি।” তার মধ্যেও যে কলকাতার জন্য মন কাঁদছে, সেটাও বললেন স্পষ্ট করেই। “পশ্চিমবঙ্গের মানুষের যে ‘চেন্নাই এক্সপ্রেস’ এত ভাল লেগেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। খুব তাড়াতাড়ি যাব কলকাতায়। শেষ বার বড্ড তাড়াহুড়ো হয়ে গিয়েছিল। এ বার আর একটু সময় নিয়ে আসব।”

পুরনো খবর:

রবীন্দ্রসঙ্গীত সম্মেলন
রবীন্দ্রসঙ্গীত সম্মেলনের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পটনায়। ১৬ অগস্ট থেকে তিনদিন রাজধানীর রবীন্দ্র ভবনে চলবে ওই অনুষ্ঠান। আয়োজক রবীন্দ্র পরিষদের তরফে পার্থ মিত্র জানান, প্রবাসী বাঙালিদের চাহিদার কথা মনে রেখে আরও বেশি শিল্পীকে সম্মেলনে নিয়ে আসা হচ্ছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.