টুকরো খবর
মোনা লিসাকে খোঁজার কাজ এগোল এক ধাপ
মোনা লিসার রহস্য উদ্ধারে আরও এক ধাপ এগোনোর দাবি করলেন গবেষকরা। লিওনার্দো দা ভিঞ্চির মোনা লিসা ছবির মোনা লিসা আসলে কে, তা জানতে গবেষণা হয়েছে দশকের পর দশক ধরে। তৎকালীন ফ্লোরেন্সের মসলিন ব্যবসায়ী ফ্রান্সিসকো ডেল জিওকন্ডোর স্ত্রী লিসা জেরারদিনি-ই মোনা লিসার অনুপ্রেরণা বলে মনে করেন গবেষকদের একাংশ। সম্প্রতি ফ্লোরেন্সের একটি কনভেন্টের নীচ থেকে তিনটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। তার মধ্যে একটি লিসার বলে ধারণা গবেষকদের। রবিবার ফ্রান্সিসকোর পারিবারিক সমাধিস্থলের উপরের মেঝেতে একটি গর্ত খুঁড়েছেন তাঁরা। ওই গর্ত দিয়ে জেরারদিনি পরিবারের সদস্যের হাড় থেকে ডিএনএ সংগ্রহ করতে চান তাঁরা। সেই ডিএনএ মিলিয়ে দেখা হবে কনভেন্টের নীচ থেকে পাওয়া কঙ্কালের ডিএনএ-র সঙ্গে। যদি মিলে যায় তবে মোনা লিসার সন্ধান সহজ হবে বলে দাবি গবেষকদের।

পুরনো খবর:
পাথরের ঘায়ে ছাত্রীর মৃত্যু চট্টগ্রামে
চলন্ত ট্রেনে দুষ্কৃতীর ছোড়া পাথরে মৃত্যু হল এক স্নাতকোত্তর ছাত্রীর। পুলিশ জানিয়েছে, মৃতের নাম প্রীতি দাস। শনিবার রাতে ঘটনাটি ঘটে চট্টগ্রামের ভাটিয়ারি এলাকায়। ঢাকাগামী তূর্ণা নিশিথা এক্সপ্রেসে স্বামীর সঙ্গে ঢাকায় ফিরছিলেন প্রীতি। চট্টগ্রাম স্টেশন ছাড়ার কিছু ক্ষণের মধ্যেই ভাটিয়ারি ব্রিজ পার হওয়ার সময় ট্রেনের ওই কামরা লক্ষ্য করে ঢিল ছুড়তে থাকে দুষ্কৃতীরা। একটি প্রীতির মাথায় এসে লাগে। অজ্ঞান হয়ে যান তিনি। এর পর প্রীতিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

দৃষ্টিহীনের বাড়ি
দৃষ্টিহীন। কিন্তু তাতেও কোনও ভাবেই দমে যেতে রাজি নন টেক্সাসের বাসিন্দা টমাস গ্রাহাম। তিনি নিজেই তাঁর পরিবারের জন্য তিনটি শোওয়ার ঘর-সহ বাড়ি তৈরি করতে চান। এপ্রিলে সেই কাজ শুরুও করে দিয়েছেন। গ্রাহামের বক্তব্য, “পরিবারের জন্য বাড়ি তৈরি করার ইচ্ছে আমার বহু দিনের। আগে ক্যাবিনেটের মতো কিছু ছোট ছোট জিনিস তৈরি করেছি। এ বার হাত দিয়েছি বাড়ি তৈরিতে।” গ্রাহামকে সাহায্য করতে এগিয়ে এসেছেন স্থানীয় বাসিন্দারাও। বড়দিনের উৎসব নতুন বাড়িতেই পালন করতে চায় গ্রাহাম পরিবার।

মঙ্গলে বাস
মঙ্গলে পাড়ির কল্পনা যে আর খুব অসম্ভব নয়, তা জানা গিয়েছে কয়েক বছর আগেই। কিন্তু ২০২২ সালের মধ্যেই মঙ্গল গ্রহকে পৃথিবীর ‘উপনিবেশ’ বানিয়ে ফেলার কয়েক কোটি টাকার প্রকল্প সফল করার জন্য জোর কদমে শুরু হয়ে গিয়েছে পরীক্ষা। পরীক্ষার মূল বিষয়, লাল গ্রহের আবহাওয়া কতটা মনুষ্য বসবাসের উপযুক্ত। কিন্তু এই পরীক্ষা শেষ না হলেও, এক লক্ষেরও বেশি মানুষ ইতিমধ্যেই আবেদন জানিয়েছেন মঙ্গলে গিয়ে সেখানেই থেকে যাওয়ার জন্য। ভারতীয় হিসেবে, এই মঙ্গল অভিযানের খরচ ৩৬ হাজার কোটি টাকারও বেশি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.