টুকরো খবর
পূর্বে জেলা আদালতে নতুন এজলাস
পূর্ব মেদিনীপুর জেলা আদালতের সিভিল জজ সিনিয়র ডিভিশনের (সেকেন্ড কোর্ট-তমলুক) একটি নতুন এজলাসের উদ্বোধন হল। বুধবার তমলুক শহরে জেলা আদালত চত্বরে ওই এজলাসের উদ্বোধন করেন জেলা ও দায়রা বিচারক মধুমতি মিত্র। অনুষ্ঠানে ছিলেন জেলা ও মহকুমা আদালতের বিচারক ও আইনজীবীরা। জেলা আদালত সূত্রে জানা গিয়েছে, জেলা আদালতে সিভিল জজ সিনিয়র ডিভিশনের (ফার্স্ট কোর্ট) একটি এজলাস ছিল। কিন্তু, জেলা আদালতে দায়ের হওয়া বিভিন্ন মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্য আইনজীবীদের তরফে সিভিল জজ সিনিয়র ডিভিশনের আরও একটি এজলাস চালুর দাবি ছিল। সম্প্রতি তার অনুমোদন মেলে। সিভিল জজ সিনিয়র ডিভিশনের ওই নতুন আদালতের বিচারক হিসেবে নিযুক্ত হয়েছেন রিম্পা রায়। তিনি জেলা আদালতের সিভিল জজ জুনিয়র ডিভিশন (থার্ড কোর্ট) পদে ছিলেন। আইনজীবীরা জানিয়েছেন, এই এজলাস চালুর ফলে বিভিন্ন মামলার দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে সুবিধা হবে।

পুজোয় বচসা, মৃত্যু যুবকের
কালী পুজো উপলক্ষে দু’পক্ষের সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম রণজিৎ দাস (২১)। রণজিতের বাড়ি চন্দ্রকোনা রোডের নবকলা গ্রামের দাসপাড়ায়। আহত হয়েছে দু’পক্ষের ছ’জন। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ফি বছরই শ্রাবণ মাসে নবকলা এলাকায় ঘটা করে কালী পুজো হয়। সেই মতো মঙ্গলবার রাতে পুজো দেখতে নবকলা, ডাবচা, উপর ডাবচা-সহ এলাকার মানুষ ভিড় করেন। রাতের বেলা পুজো চলার সময় হঠাৎই দু’পক্ষের বচসা শুরু হয়। পরে তা হাতাহাতিতে পৌঁছয়। মারধরে রণজিৎ দাস এবং তাঁর জামাইবাবু গুরুদাস দাস গুরুতর জখম হন। দু’জনকেই মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। বুধবার বিকালে আহত রণজিতের মৃত্যু হয়। এই খবর ছড়িয়ে পড়তেই চন্দ্রকোনা রোড এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। দোষীদের ধরার দাবিতে বুধবার সন্ধ্যায় ডাবচায় ঘাটাল-চন্দ্রকোনা রোড সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোষীদের ধরার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

চুরির ঘটনায় গ্রেফতার ৩
পুরনো একটি চুরির ঘটনায় তিন জনকে গ্রেফতার করল পুলিশ। গত ২২ জুলাই চন্দ্রকোনা শহরের নয়গঞ্জে কৃষি দফতরের প্রাক্তন কর্মী কান্তি দত্তের বাড়িতে চড়াও হয়েছিল আট-দশ জনের একদল দুষ্কৃতী। বাড়িতে কেউ ছিলেন না। দুষ্কৃতীরা দরজা ভেঙে ভিতরে ঢুকে বেশ কয়েকভরি সোনার গয়না এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে চম্পট দেয়। কান্তিবাবুর অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ। মঙ্গলবার রাতে চন্দ্রকোনা থানার পুলিশ চন্দ্রকোনা রোড থেকে নিত্যানন্দ পাল এবং শান্তনু ঘোষকে গ্রেফতার করে। পরে ধৃতদের জেরা করে চন্দ্রকোনা রোড থেকেই অসিত দাস নামে এক সোনা ব্যবসায়ীকেও গ্রেফতার করা হয়। অসিতবাবু চোরেদের থেকে বেশ কিছু সোনার গয়না কিনেছিলেন। বুধবার ধৃতদের ঘাটাল মহকুমা আদালতে তোলা হলে বিচারক নিত্যানন্দ ও শান্তনুকে ৪ দিনের পুলিশি হেফাজত এবং অসিত দাসকে ১৪ দিনের জেল হাজতে পাঠান।

কিশোরী অপহরণ
বাড়ি থেকে নিখোঁজ হয়েছে পিসতুতো-মামতো সম্পর্কিত দুই বোন। মঙ্গলবার মহিষাদল থানা এলাকার নাটশাল-১ গ্রাম পঞ্চায়েতের বলরামচকে ঘটনাটি ঘটে। তাঁদের ফুঁসলিয়ে ‘অপহরণ’ করা হয়েছে বলে গ্রামেরই দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে দুই কিশোরীর পরিবার। অভিযুক্ত শেখ জিয়াউল হক ও শেখ মনিরুলের খোঁজ মেলেনি। বুধবার সকালে তাদের দু’জন বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করছে পুলিশ।

ল্যান্ডমাইন উদ্ধার
ল্যান্ডমাইন উদ্ধার করল যৌথবাহিনী। বুধবার দুপুরে শালবনি থানা এলাকার বাবুইবাসার জঙ্গল থেকে দু’টি ল্যান্ডমাইন উদ্ধার হয়। গোপন সূত্রে খবর পেয়ে যৌথ বাহিনী ওই এলাকায় তল্লাশি চালায়। দেখা যায় জঙ্গলের মধ্যে মাটির নীচে এক সঙ্গে দু’টি ল্যাণ্ডমাইন পোঁতা রয়েছে। পুলিশ জানিয়েছে, স্টিলের একটি পাত্রে ১৪ কেজি বিস্ফোরক ও অন্য পাত্রে ১০ কেজি বিস্ফোরক ছিল। এক সঙ্গে দু’টি মাইনে বিস্ফোরণ হলে বড় ধরনের নাশকতা ঘটতে পারত। বিস্ফোরণের সক্রিয়তা বৃদ্ধির লক্ষ্যেই এক সঙ্গে ২টি মাইন পোঁতা হয়েছিল বলে মনে করা হচ্ছে। বড় ধরনের নাশকতা ঘটানোর লক্ষ্যে মাওবাদীরাই এই কাজ করেছে বলে পুলিশ জানিয়েছে।

ইফতারে বস্ত্র বিলি
বস্ত্র বিলি হল ইফতার পার্টিতে। সোমবার বিকালে দাসপুর থানার নাড়াজোল মসজিদ কমিটির উদ্যোগে একটি ইফতার পার্টি হয় নাড়াজোল বাজারে। কমিটির পক্ষে মতিন আনসারি জানান, ২৩০০ দুঃস্থ মানুষকে বস্ত্র বিতরণ করা হয়েছে। স্থানীয় কিছু স্কুল পড়ুয়াকে বইপত্রও দেওয়া হয়। এদিকে বুধবার ঘাটাল মহকুমা প্রশাসনের উদ্যোগেও মহকুমাশাসকের দফতরে ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল।

কর্মীদের অবস্থান
দ্রুত বকেয়া ডিএ দেওয়া, শূন্যপদে কর্মী নিয়োগ-সহ বেশ কিছু দাবিতে বুধবার মেদিনীপুর শহরে অবস্থান কর্মসূচি করল রাজ্য কো- অর্ডিনেশন কমিটির পশ্চিম মেদিনীপুর জেলা শাখা। এ দিন গাঁধী মূর্তির পাদদেশে এই কর্মসূচিতে দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত অবস্থান চলে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.