টুকরো খবর
শহরে ৪-জি
পুরসভার অনুমতি নিয়ে খুব শীঘ্রই শহরে ফোর-জি টেলিকম প্রকল্পের কেব্ল বসানোর কাজ শুরু করবে ভারতী এয়ারটেলও। বুধবার পুর-প্রশাসনের সঙ্গে বৈঠকে তা জানান সংস্থার সিইও (পূর্বাঞ্চল) প্রশান্ত দাসশর্মা। বুধবার বৈঠক শেষে পুরসভার মেয়র পারিষদ (ইঞ্জিনিয়রিং) অতীন ঘোষ বলেন, “এয়ারটেলকে চুক্তির খসড়া দেওয়া হয়েছে। ওরা দেখে জানাবে।” প্রশান্তবাবু বলেন, “ওপেন কাটিং পদ্ধতিতে আগেই ফোর-জি বসানোর কাজ শুরু করেছি। এ বার এইচডিডি (হরাইজন্টাল ডিরেকশনাল ড্রিলিং) এবং মাইক্রো ট্রেঞ্চিং পদ্ধতিতে তা বসাতে পুরসভার অনুমতি নিতে হবে।” তিনি জানান, ৫০০-১০০০ কিমি কেব্ল বসানো হবে। পুরসভার শর্ত পর্যালোচনা করতে সময় নিয়েছি। প্রশান্তবাবু জানান, এ বছরের মধ্যেই তাঁরা কেব্ল বসানোর কাজ শেষ করবেন।

পুরনো খবর:

হাজার কোটি ঢালবে ইমামি
রাজ্যে সিমেন্ট কারখানা ও হাসপাতাল গড়তে আগামী কয়েক বছরে এক হাজার কোটি টাকা লগ্নি করবে কলকাতার ইমামি গোষ্ঠী। এর মধ্যে অবশ্য হাসপাতাল প্রকল্পটিতে লগ্নির কথা আগেই জানিয়েছিল তারা। আমরি-কাণ্ডের জেরে ইমামি গোষ্ঠীর রাজ্য ছেড়ে চলে যাওয়ার জল্পনার প্রসঙ্গও ওঠে বুধবার ইমামির বার্ষিক সভার পরে। এক প্রশ্নের জবাবে ইমামির অন্যতম ডিরেক্টর আদিত্য অগ্রবাল বলেন, “আমরা কলকাতার মানুষ। এই শহর ছেড়ে যাওয়ার প্রশ্ন ওঠে না। বরং আগামী দু’তিন বছরে এ রাজ্যে প্রায় এক হাজার কোটি টাকা লগ্নি করব। রাজারহাটে আধুনিক হাসপাতাল গড়তে ৫০০ কোটি টাকা লগ্নি করবে ইমামি গোষ্ঠী। আদিত্যবাবু জানান, বছর দুয়েক আগে সেখানে তাঁদের জমি দিয়েছিল রাজ্য। তবে হাসপাতালটি পুরোপুরি গড়ে উঠতে তিন-চার বছর লাগবে। অন্য দিকে, ৫০০ কোটি টাকা লগ্নি করে একটি সিমেন্ট কারখানাও গড়তে চান তাঁরা। এ জন্য বাঁকুড়া, পুরুলিয়ায় জমির খোঁজ চলছে।

কেজি বেসিন নিয়ে
ফের কৃষ্ণা গোদাবরী অববাহিকার (কেজি-ডি৬ বেসিন) গ্যাস ক্ষেত্রে নির্ধারিত মাত্রার চেয়ে উৎপাদন কম হওয়ায় মুকেশ অম্বানীর রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে বাড়তি শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করল পেট্রোপণ্য নিয়ন্ত্রক ডিরেক্টরেট জেনারেল অফ হাইড্রোকার্বন্স। ২০১২-’১৩-র খরচ তোলার জন্য ৭৯.২ কোটি ডলার তুলতে নিষেধাজ্ঞা জারির প্রস্তাব রেখেছে তারা। ওই সময়ে দিনে ২.৮ কোটি ঘন মিটার প্রাকৃতিক গ্যাস তোলা হয়েছে। হওয়ার কথা ৮ কোটি ঘন মিটার। এ জন্য পরিকল্পনা ও তার প্রয়োগের অভাবকেই দায়ী করেছে ডিরেক্টরেট। এই অর্থবর্ষে উত্তোলন আরও কমে হয়েছে ১.৪ কোটি ঘন মিটার।

পুরনো খবর:

চটকল পুনরুজ্জীবনে
পশ্চিমবঙ্গের বন্ধ চটকল পুনরুজ্জীবন এবং পাটের সহায়ক মূল্য বৃদ্ধির দাবি কেন্দ্রের কাছে জানাতে ১১ অগস্ট দিল্লি যাচ্ছেন সাংসদ সৌগত রায় ও রাজ্য বিধানসভায় তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক শোভন চট্টোপাধ্যায়। বুধবার মহাকরণে শোভনবাবু বলেন, “সম্প্রতি কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী এস কে রাও কলকাতায় আসেন। তিনি এ বিষয়ে আলোচনার জন্য দিল্লি যাওয়ার প্রস্তাব দেন।” শোভনবাবু আরও জানান, ২০০৮-এ এনজেএমসি-র ৪টি মিল সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে চাঙ্গার প্রস্তাব দেওয়া হয়েছিল। এর দু’টি বন্ধ। দু’টি কোনও মতে চলছে। এনটিসি-র দু’টি মিল চাঙ্গা করারও প্রস্তাব দেবেন তাঁরা।

নতুন নিয়োগ
• শ্রীবর্ধন গোয়েনকা ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট হয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.