টুকরো খবর
কংগ্রেসে গোষ্ঠীদ্বন্দ্ব
নিজের স্বার্থসিদ্ধির জন্যই কোচবিহার পুরসভার কংগ্রেস চেয়ারম্যান তথা দলের প্রাক্তন জেলা সভাপতি বীরেন কুন্ডু তৃণমূলে যেতে চাইছেন বলে অভিযোগ তুলল কংগ্রেসেরই এক গোষ্ঠী। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে কোচবিহার জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিত্‌ দে ভৌমিক ওই অভিযোগ তুলেছেন। যদিও বীরেনবাবু সরকারিভাবে এখনও কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেননি। তিনি তৃণমূলে যোগ দেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। সোমবার রাতে দলবদলের ব্যাপারে সিদ্ধান্ত নিতে অনুগামীদের নিয়ে তিনি বৈঠক করেন। জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক অভিজিত্‌ বাবু বলেন, “বীরেনবাবু পুরসভার বিরুদ্ধে আগে ওঠা বিভিন্ন অনিয়ম ও ব্যাক্তিগত সম্পত্তিরক্ষার কথা ভেবে তৃণমূলে যেতে চাইছেন। এর পিছনে নীতি বা রাজনীতি নেই।” বীরেনবাবু বলেছেন, “আমি বেআইনি কাজ করে থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। তাছাড়া আমি তো এখনও কংগ্রেস ছাড়িনি। আমার পারিবারিক ব্যবসা আছে। তৃণমূলে গেলে এলাকার উন্নয়নের স্বার্থের কথা ভেবেই যাব।” এর পরেই বীরেনবাবুর কটাক্ষ, “যাঁরা আজ নানা কথা বলছেন, পঞ্চায়েত ভোটে তাঁদের এলাকায় দল কী ফল করেছে তা দেখা গিয়েছে।” পুরসভার মোট আসন ২০। গত পুর নির্বাচনে কংগ্রেস ৮ , তৃণমূল ৩ ও বামেরা ৯ আসন জেতে। তৃণমূলের সঙ্গে জোট করে পুরবোর্ড দখল করে কংগ্রেস। বীরেনবাবু চেয়ারম্যান হন। পঞ্চায়েতে কংগ্রেসের ফল ও পুরবোর্ড টিকিয়ে রাখার জন্যই বীরেনবাবুর অনুগামীরা তৃণমূলে যোগ দেওয়ার পক্ষপাতী।

ডালখোলায় ভোট-প্রস্তুতি
পঞ্চায়েত ভোট শেষ হতে ডালখোলা পুরভোটের প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। ১০ অগস্ট ডালখোলার ভোটের তালিকা প্রকাশ করা হচ্ছে। ইতিমধ্যে ডালখোলা পুরসভার দায়িত্ব গ্রহণ করেছেন ইসলামপুরের মহকুমা শাসক সমনজিত্‌ সেনগুপ্ত। ডালখোলা পুর এলাকায় ওয়ার্ড সংখ্যা ছিল ১৪। বেড়ে হয়েছে ১৬টি। মহকুমাশাসক বলেন, “পুরবোর্ডের সময়সীমা শেষ হওয়ায় বোর্ড ভেঙে দেওয়া হয়।” গত ভোটে ডালখোলা পুরসভা ছিল কংগ্রেসের দখলে। কংগ্রেস ৯টি ও সিপিএম ৫টি আসন পায়। তবে এবার পুরসভা ভোটে ১৬ আসনেই ত্রিমুখী লড়াই হতে চলেছে বলে রাজনৈতিক দলগুলির সূত্রে জানা গিয়েছে। কংগ্রেসের বক্তব্য, ১৬টি আসনেই প্রার্থী দেবে দল। কংগ্রেস নেতা তথা ডালখোলা পুরসভার সদ্য বিদায়ী পুর চেয়ারম্যান সুভাষ গোস্বামী বলেন, “এবার এলাকা ভাগ হয়ে ১৬টি আসন হয়েছে। সবেতেই প্রার্থী দেওয়া হবে।” ডালখোলার সিপিএম জোনাল কমিটির সদস্য সুরজিত্‌ কর্মকার এবং তৃণমূলের ডালখোলা টাউন সভাপতি স্বদেশ সরকার এ দিন প্রতিটি আসনে প্রার্থী দেওয়ার কথা জানিয়েছেন।

অবরোধ করে বিক্ষোভ
দু’সপ্তাহ ধরে ট্রান্সফরমার বিকল হয়ে থাকলেও মেরামতির উদ্যোগ হয়নি বলে অভিযোগ করে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন কুমারগঞ্জের রাধানগরের বাসিন্দারা। তাঁরা জানান, ট্রান্সফরমার বিকল থাকায় দু’সপ্তাহ ধরেই গ্রামে বিদ্যুৎ নেই। এলাকার মোহনা গ্রামপঞ্চায়েতের তৃণমূলের বিজয়ী সদস্য বুদ্ধদেব কর্মকার অভিযোগ করে বলেন, “গরমের সময়ে বিদ্যুতহীন হয়ে থাকায় এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। প্রচন্ড গরমের কারণে অসুস্থ হয়ে গ্রামের বাসিন্দা ৭২ বছরের কুমুদ রায় এবং ৪৮ বছর বয়সী মালিনী চৌধুরীর নামে এক মহিলার মৃত্যু হয়েছে। এলাকায় জলসেচও বন্ধ।”একাধিকবার আর্জি জানিয়েও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।” রাজ্য বিদ্যুত বণ্টন সংস্থার সহকারী বাস্তুকার দীপ্তেন দত্ত বলেন, “বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।”

নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার যুবক
কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে অভিযুক্ত যুবককে ধরে পুলিশের হাতে দিল গ্রামবাসীরা। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানার বরকইল এলাকার ঘটনাটি ঘটেছে। ধৃতের নাম সাজাহার মণ্ডল। পুলিশ জানায়, স্থানীয় এক অষ্টম শ্রেণির ছাত্রী খেতে কাজ করা তাঁর বাবা ও মায়ের কাছে দুপুরের খাবার পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিল। সে সময়ে পড়শি এক যুবক তাকে পাশের একটি পাট খেতে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। কিশোরীর চিত্‌কার শুনে আশেপাশের খেতে কাজ করা গ্রামবাসীরা যুবককে ধরে পুলিশে খবর দেয়। যুবকের নামে ধর্ষণের চেষ্টার মামলা করেছে পুলিশ।

পথ দুর্ঘটনায় কিশোর মৃত গোয়ালপোখরে
মঙ্গলবার বিকেলে ট্রাকের ধাক্কায় এক বালকের মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল গোয়ালপোখরের পাঞ্জিপাড়ায়। এদিন ৩১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মহম্মদ জাকাতুল্লা (১৪)। সাইকেল করে হাটে যাওয়ার পথে রায়গঞ্জ অভিমুখী এক ট্রাক ওই বালককে ধাক্কা মারলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ক্ষুদ্ধ বাসিন্দারা ট্রাকের চালককে মারধর করে। পুলিশ পৌঁছে জনতার থেকে ট্রাক চালককে উদ্ধার করতে গেলে পুলিশ কর্মীদের সঙ্গেও ধস্তাধস্তি হয়। এর পরে জাতীয় সড়কে প্রায় ১ ঘন্টা অবরোধ করে রাখে বাসিন্দারা।

গুদামে আগুন
কুমারগ্রাম ব্লকের পূর্ব নারারথলি গ্রামে এক ব্যবসায়ীর পাটের গুদাম আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। মঙ্গলবার দুপুরে এই ঘটনাটি ঘটে। দমকল কেন্দ্রে খবর দেওয়া হলেও দমকল কর্মীরা আসার আগেই গ্রামবাসীরা আগুন নিভিয়ে ফেলেন। ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।

পুনর্গণনার দাবি
জলপাইগুড়ি জেলা আদালতে জেলা পরিষদ ও কিছু গ্রাম পঞ্চায়েতের আসনের ভোটের ফল পুনর্গণনার দাবি জানাতে চলছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার এই কথা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য স্তরের নেতা জহর মজুমদার।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.