টুকরো খবর
মাঠে মিলল নববধূ ও কিশোরের দেহ
বিয়ের পর অষ্টমঙ্গলায় বাপের বাড়ি এসে প্রেমিকের সঙ্গে আত্মঘাতী হল এক তরুণী। সোমবার রাতে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার উসিদপুরের এই ঘটনায় আত্মঘাতী ওই যুগলের নাম জবা মাজি (১৯) এবং সুব্রত কর্মকার (১৬)। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, গত ১ অগস্ট জবার সঙ্গে বিয়ে হয়েছিল বর্ধমানের পূর্বস্থলীর বাসিন্দা সনাতন মাজির সঙ্গে। অষ্টমঙ্গলায় বাপের বাড়ি এসে রাতে কাকার বাড়িতে শুতে গিয়েছিলেন নব দম্পতি। রাতে ঘুম ভেঙে সনাতনবাবু জবাকে দেখতে না পেয়ে শুরু হয় খোঁজ। পরে গ্রামের ভিতর এক মাঠ থেকে দু’জনের দেহ উদ্ধার করা হয়। পাশে পড়ে ছিল ঠাণ্ডা পানীয়ের বোতল। পুলিশের অনুমান, কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন ওই দু’জন। সনাতনবাবু বলেন, “সুব্রতর সঙ্গে জবার বন্ধুত্বের সম্পর্ক ছিল। কিন্তু জবা ওর থেকে বয়সে বড় হওয়ায় আমরা কখনও সন্দেহ করিনি।” আইসি অলোকরঞ্জন মুন্সি বলেন, “প্রাথমিক তদন্তে অনুমান দু’জনের মধ্যে প্রণয় সম্পর্ক ছিল। কিন্তু পারিবারিক কারণে জবার বিয়ে হয়ে গিয়েছিল। আর তার জেরেই আত্মহত্যা।”

পুকুরে বিষ দেওয়ার অভিযোগ
ভোট পর্ব মিটলেও মিটছে না ভোটকে ঘিরে অব্যাহত গ্রাম্য বিবাদ। সোমবার রাতে জলঙ্গির পাকুড়দেয়াড় এলাকায় এক ব্যক্তির পুকুরে বিষ দেওয়ার অভিযোগ উঠেছে। ফলে মারা গিয়েছে, লক্ষাধিক টাকার মাছ। তাছাড়া এক ব্যক্তির জমির ফসল কেটে নেওয়ারও অভিযোগ উঠেছে। পুকুরের মালিক ইসাক আলি সরকার বলেন, “আমি তৃণমূলের সমর্থক। তাই সমাজবিরোধীরা নানাভাবে হুমকি দিত। কিন্তু পুকুরে বিষ দেবে ভাবিনি।” একই অভিযোগ কুপিলার বাবলু মণ্ডলের। তিনি বলেন, “জমির অনেক ফসল নষ্ট করে দিয়েছে কংগ্রেসের কয়েকজন দুষ্কৃতী। পুলিশকে জানিয়েও কোনও ফল হয়নি।” যদিও অভিযোগ অস্বকীর করে ব্লক কংগ্রেস সভানেত্রী শাওনি সিংহ রায় বলেন, “গ্রামে পারিবারিক বিবাদের জেরে কিছু ঘটনা ঘটতে পারে। এ সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।” ডোমকলের এসডিপিও দেবর্ষি দত্ত বলেন, “আমাদের কাছে এখনও পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”

দেহ উদ্ধার
নিজের জমানো টাকা কাঁচি দিয়ে কেটে আত্মঘাতী হলেন এক প্রৌঢ়। মঙ্গলবার কৃষ্ণনগরের ভাতজংলা এলাকার এই ঘটনায় মৃতের নাম অনিল বিশ্বাস (৬৫)। প্রতিবেশীরা তাঁকে সকালে ডেকে সাড়া না পেয়ে পুলিশে জানায়। পরে পুলিশ এসে অনিলবাবুর ঝুলন্ত দেহ উদ্ধার করে। মৃতদেহের পাশ থেকে পাওয়া গিয়েছে একটি সুইসাইড নোট। তাতে লেখা রয়েছে, জমানো টাকা দেওয়ার জন্য অনিলবাবুর উপর চাপ দিতেন পরিবারের কয়েকজন সদস্য। আর তার জেরেই এই আত্মহত্যা। ঘটনায় পুলিশ ওই ব্যক্তির ছেলে মধু বিশ্বাসকে আটক করেছে। অন্য দিকে, হোটেল থেকে এক মহিলার দেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার সকালে কৃষ্ণনগরের নেদেরপাড়া মোড়ের হোটেল থেকে উদ্ধার করা ওই মহিলার নাম মহুয়া বিবি (৩০)। তিনি তেহট্টের চিৎপুর এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, সোমবার কৃষ্ণনগরে ডাক্তার দেখাতে এসেছিলেন ওই মহিলা। সঙ্গে ছিলেন তাঁর স্বামী সফিক শেখ। হোটেলের কর্মীরা ডাকতে গিয়ে দেখেন ওই মহিলার দেহ ঘরে পড়ে রয়েছে।

জলসঙ্কট বেলডাঙায়
গত রবিবার থেকে জলসঙ্কটে ভুগছে বেলডাঙা পুরসভা। এলাকাবাসীদের অভিযোগ, অন্য সময় জল সরবরাহে অসুবিধা হলে পুরসভা বিকল্প ব্যবস্থা করে দেয়। কিন্তু এবার সেই ব্যবস্থা না হওয়ায় সমস্যায় পড়েছেন বাসিন্দারা। পুরসভার অবশ্য বক্তব্য, জল তোলার মোটর হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ার জন্যই এই পরিস্থিতি। তবে দ্রুত পরিষেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে মঙ্গলবার রাত পর্যন্ত এলাকায় জল সরবরাহ হয়নি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.