চালু হল ভোজ্য তেল কারখানা
শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে যাওয়া হলদিয়ার দুর্গাচকের ভোজ্য তেলের কারখানায় একদিনের কর্মবিরতির পর মঙ্গলবার ফের উৎপাদন শুরু হল। মহার্ঘ ভাতা, প্রভিডেন্ট ফান্ড-সহ একধিক দাবিতে সোমবার ওই কারখানায় বিক্ষোভ দেখান শ্রমিকরা। তাঁদের আশঙ্কা ছিল, ঠিকাদার সংস্থার নাম বদল হলে তাঁরা গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেতে সমস্যায় পড়তে পারেন। ফলে আশঙ্কায় ভুগছিলেন তারা। মঙ্গলবার কর্তৃপক্ষের আশ্বাসে কারখানায় ফের চালু হয় কাজ।
ঠিকা-শ্রমিকদের অভিযোগ ছিল, তৃণমূল শ্রমিক সংগঠনের কার্যকরী সভাপতি ও সম্পাদকের সঙ্গে আঁতাত করে ঠিকাদার সংস্থাগুলি নাম বদল করেছে। সেই ক্ষোভে সোমবার সংগঠনের কার্যকরী সভাপতি হারুণ রসিদ ও সম্পাদক আসমদ আলিকে মারধর করে শ্রমিকেরা। উত্তাল হয় পরিস্থিতি। উত্তেজন্য তৈরি হয় কারখানা চত্ত্বরে। স্থায়ী শ্রমিক দিয়ে কোনওভাবে উৎপাদনের কাজ চললেও লোডিং ও প্যাকেজিং বিভাগের কাজ বন্ধ হয়ে যায়। ফলে অচলাবস্থা তৈরি হয়। মঙ্গলবার সকাল সাড়ে ন’টা পর্যন্ত কারখানার কাজ বন্ধ করে বিক্ষোভ অব্যাহত ছিল।
পরে কারখানা কর্তৃপক্ষ আজ, বুধবার তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বৈঠকের আশ্বাস দিলে ফের চালু হয় কাজ। আন্দোলনে যোগ দেওয়া বাপন প্রামাণিক, বিশ্বজিত মাজিদের কথায়, “আপাতত কারখানার উৎপাদনের কথা ভেবে বিক্ষোভ স্থগিত রেখেছি। সমাধান না হলে ফের আন্দোলন করব।” তবে, কারখানার ম্যানেজার (এইচআর) নরোত্তম শুক্লার দাবি, “ঠিকা সংস্থা নাম পরিবর্তন করলেও কোনও সমস্যা হবে না। আশা করি আজকের বৈঠকে সব সমস্যা মিটবে।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.