টুকরো খবর
নজর বেহাল ইসলামপুরে
শহরে নজরদারির জন্য ক্লোজড সার্কিট ক্যামেরা, পথবাতি ও আধুনিক ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থা করেছিল উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। কিন্তু এর এক বছর হতেই অচল হয়ে রয়েছে ক্লোজড সার্কিট ক্যামেরা। এতে ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের মধ্যে। বাসিন্দাদের অভিযোগ, ক্যামেরা দিয়ে নজরদারি চালু হতে শহরের অনেকটাই অপরাধ কমে যায়। তাই ক্যামেরাগুলি বিকল হতেই তা বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইসলামপুরের বিধায়ক রাজ্যের জনশিক্ষা ও গ্রন্থাগার মন্ত্রী আবদুল করিম চৌধুরী বলেন, “শহরে ক্লোজ সার্কিট ক্যামেরা নষ্টের কথা কেউ জানায়নি। খোঁজ নিচ্ছি।” ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল অগ্রবাল বলেন, “পুরোটাই দেখার কথা উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের। এটি উত্তরবঙ্গ উন্নয়ন দফতরকে জানাব।” প্রশাসনিক সূত্রের খবর, মহকুমা প্রশাসন বিষয়টি নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সঙ্গে কথা বলেছে। মহকুমাশাসক সমনজিৎ সেনগুপ্ত বলেন, “বিষয়টি উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে লিখিত জানিয়েছি। সেখান থেকে কর্মীরা এসে দেখেও গিয়েছেন। দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেছি।” শহরের ছয়টি গুরুত্বপূর্ণ এলাকায় ক্যামেরাগুলি বসানো হয়। ইসলামপুর থানা এবং বাস স্ট্যান্ড এলাকা থেকে তার নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে। মাস দুই আগে সেগুলি বন্ধ হয়ে যায়।

ট্রাকে ধাক্কায় মৃত তিন জন
রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা লেগে বাইক আরোহী এক পরিবারের ৩ জনের মৃত্যু হল। রবিবার রাতে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানার খাঁপুর এলাকায় রাজ্য সড়কের ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, বাইকের চালক সঞ্জীব মোহন্ত (৩১) ও ছেলে দীপ মোহন্ত’র (৪) ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে বালুরঘাট হাসপাতালে মারা যান সঞ্জীব বাবুর স্ত্রী শীলাদেবী (২৫)। মৃতরা হিলি হাসপাতালপাড়া এলাকার বাসিন্দা। হাসপাতাল সূত্রের খবর, শীলাদেবী অন্তঃসত্ত্বা ছিলেন। পুলিশ জেনেছে, সামনের ট্রাকের জোরাল আলোয় চোখ ধাঁধিয়ে বাইক চালক সঞ্জীববাবু নিয়ন্ত্রণ হারিয়ে পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পিছনে ধাক্কা মারেন। বালুরঘাট আইসি মনোজ চক্রবর্তী জানান, পেশায় মুদি দোকানি সঞ্জীববাবু স্ত্রী ও ৪ বছরের ছেলেকে বাইকে নিয়ে বুনিয়াদপুরের আত্মীয় বাড়ি থেকে ফিরছিলেন।

প্রতিবাদ, স্মারকলিপি
বিজয়ীদের উপর হামলার প্রতিবাদে থানায় গিয়ে বিক্ষোভ ও স্মারকলিপি দিল বামফ্রন্ট। সোমবার ইসলামপুর থানায় এসে বিক্ষোভ দেখান বাম নেতা-কর্মীরা। আইসিকে স্মারকলিপি দেন। ফ্রন্টের অভিযোগ, এলাকাতে পঞ্চায়েত ভোটের পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাঁদের উপর হামলা চালাচ্ছে। দুষ্কৃতীদের গ্রেফতার করছে না পুলিশ। ইসলামপুরের সিপিএমের জোনাল সম্পাদক স্বপন গুহনিয়োগী এ দিন এ প্রসঙ্গে বলেন, “সুজালি, গোবিন্দপুর, মাটিকুন্ডা-সহ বিভিন্ন এলাকাতে ফ্রন্টের বিজয়ী প্রার্থীদের উপর হামলা করছে কংগ্রেস ও তৃণমূল। ইতিমধ্যে প্রচুর সমর্থক আহত হয়েছেন। পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেছি।”

সারদা-কাণ্ডে ধৃত দুই পুলিশ হাজতে
সারদা গোষ্ঠীর অন্যতম কর্তা মনোজ নাগেল ও অরবিন্দ সিংহ চৌহানের ১৪ দিন পুলিশ হাজতের নির্দেশ দিল আদালত। সোমবার দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটের মুখ্য বিচার বিভাগীয় বিচারক সঞ্জয় চৌধুরীর এজলাসে তাঁদের হাজির করানো হয়। এর আগে সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায়কে একই মামলার সূত্রে ২৬ জুন পুলিশ কলকাতা থেকে ট্রানজিট রিমান্ডে বালুরঘাট আদালতে হাজির করে।

দল বদলের ইচ্ছা
কংগ্রেসের জেলার প্রাক্তন সভাপতি পুরসভার চেয়ারম্যান বীরেন কুন্ডু অনুগামী-সহ তৃণমূলে কংগ্রেসে যোগ দিতে আগ্রহ প্রকাশ করলেন। সোমবার রাতে কোচবিহার শহরের পান্থনিবাসে এই নিয়ে বৈঠক করেন বীরেনবাবু।

দল বদলে তৃণমূলে
হলদিবাড়ির হেমকুমারি পঞ্চায়েতের আমিতুল্লা গ্রামে সোমবার কয়েকশ কংগ্রেস সমর্থক তৃণমূলে যোগ দিয়েছেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন এলাকার তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি সুভাষ রায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.