|
|
|
|
যৎকিঞ্চিৎ... |
সমীক্ষায় প্রকাশ: আবহাওয়া হুটহাট বদলে গেলে মানুষ হিংস্র হয়ে ওঠে। তাই এমনকী জাতিদাঙ্গারও নির্ণায়ক হতে পারে হঠাৎ অত্যধিক বৃষ্টি। মাথা গরম করে কাটারি বসিয়ে দেওয়ার নেপথ্যে থাকতে পারে আচমকা চিড়বিড়ে গরম। কে বলতে পারে, ঝলমলে আকাশে দড়াম মেঘ করে বলেই হয়তো লোকে পলিটিকালি ইনকারেক্ট হয়ে যায়, প্রতিবন্ধীদের সিট ছাড়ে না। এই যে নেতা-নেত্রীরা বক্তৃতায় সক্কলের অশ্লীল মুণ্ডপাত করছেন, খামকা তাঁদের দোষ না দেখে আকাশ মাপুন! |
|
|
|
|
|