টুকরো খবর
২৩ আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ
রাস্তা অবরোধ করার অভিযোগে আসানসোল আদালতের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বাণী মণ্ডল-সহ আরও ২৩ জন আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। এক ব্যবসায়ীর ছেলের বিরুদ্ধে দুর্ব্যহার ও মারধরের অভিযোগে তাকে গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার আইনজীবীরা আসানসোলের বিএনআর মোড়ের কাছে জিটি রোড অবরোধ করেছিলেন। আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের এডিসিপি (সেন্ট্রাল) সুরেশ কুমার বলেন, “রাস্তা অবরোধ করা অপরাধ। তাই পুলিশ এই অভিযোগ দায়ের করেছে।” তবে অভিযুক্তদের গ্রেফতার করা হবে না বলে জানিয়েছেন তিনি। বাণীবাবু জানান, এই ঘটনার পর তাঁরা আরও বড় আন্দোলনে নামার সিদ্ধান্ত নিচ্ছেন। আসানসোল আদালতের সমস্ত আইনজীবী একসঙ্গে রয়েছেন। যে কোনও অনৈতিক কাজের বিরুদ্ধে তাঁরা রুখে দাঁড়াবেন। দিন পাঁচেক আগে আদালতের এক আইনজীবীর সঙ্গে আসানসোলের এক ব্যবসায়ীর ছেলের মারামারি হয় বলে অভিযোগ। ওই ব্যবসায়ী পুত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হওয়ার পরেও পুলিশ তাঁর বিরুদ্ধে কোনও আইনানুগ ব্যবস্থা নেয়নি। এই অভিযোগে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত দু’ঘণ্টা জিটি রোড অবরোধ করা হয়। ওই ব্যবসায়ী পুত্রকে কেন গ্রেফতার করা হয়নি সে বিষয়ে জানতে চাওয়া হলে কমিশনারেটের এডিসিপি (সেন্ট্রাল) সুরেশ কুমার জানিয়েছেন, পুলিশ ওই অভিযোগের তদন্ত করে দেখছে। এ দিকে এই ঘটনার প্রেক্ষিতে আইনজীবীদের তরফে যে আন্দোলন করা হচ্ছে তা ‘বাড়াবাড়ি’ বলে মনে করছেন ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-র কার্যকরী সভাপতি রাজেন্দ্রপ্রসাদ খেতান।

পুরনো খবর:
শিক্ষকদের বিরুদ্ধে নালিশ বেনিয়মের
নিজেদের সংগঠনের দুই শিক্ষকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ দেখালেন তৃণমূল অনুমোদিত পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির আসানসোল-দুর্গাপুর শাখা। শুক্রবার তাঁরা অবর বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে (এডিআই) বিক্ষোভ দেখান। এ দিন এডিআইয়ের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত অধিকর্তার হাতে তাঁরা দাবিপত্র তুলে দেন। ওই সংগঠনের নেতা অসীম ঘটকের অভিযোগ, তাঁদের সংগঠনের নাম করে বেশ কিছু স্বঘোষিত শিক্ষক নেতা নিয়ম মানছেন না। গৌরান্ডি আরকেএস ইন্সটিটিউশনের শিক্ষক নিমাই মহান্তি এবং রানিগঞ্জ সিহারসোল উচ্চবিদ্যালয়ের শিক্ষক অদ্বৈত কোনার সংগঠনের কাজের অজুহাত দিয়ে দিনের পর দিন ক্লাস না নিয়ে ব্যক্তিগত কাজ করছেন। অসীমবাবুর অভিযোগ, এ ছাড়া কুলটি চক্রের এনডি রাস্ট্রীয় বিদ্যালয়ের ৩০টিরও বেশি শূন্যপদ রয়েছে। ওই পদগুলিতে নিয়োগ করতে হবে। মিঠানী উচ্চবিদ্যালয়ে এখনও পর্যন্ত মিড-ডে মিল চালু হয়নি। তার ব্যবস্থা করতে হবে। রানিগঞ্জ উচ্চবিদ্যালয়ে পিআইই নির্বাচনে গরমিল হয়েছে। নির্বাচিত প্রতিনিধিকে দায়িত্ব না দিয়ে অন্য জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওই সংগঠনের আর এক নেতা স্নেহাশিস ভট্টাচার্যের ক্ষোভ, এডিআই কার্যালয়ে সংগঠনের পক্ষে বারবার চিঠি দেওয়া হলেও তার প্রাপ্তিস্বীকার করা হচ্ছে না। এডিআই কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবিগুলি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

কিশোরের ঝুলন্ত দেহ
এক কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার সকালে দুর্গাপুরের এমএএমসি বি-২ এলাকা থেকে ওই দেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মৃতের নাম পল্টু বাউড়ি (১৬)। ওই কিশোরকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে স্থানীয় তিন জনকে মারধরও করা হয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি ঠিকাদার নির্মাণ সংস্থায় কাজ করত ওই কিশোর। তার পরিবারের দাবি, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই সংস্থার তিন কর্মী বাড়িতে এসে পল্টুর বিরুদ্ধে কোদাল ও গাঁইতি চুরির অভিযোগ আনে। প্রতিবেশী জয়দেব ধীবরের দাবি, জোর করে স্বীকারোক্তি আদায় করে মোবাইলে সেই ছবিও তুলে রাখা হয়। ভোরে পল্টু বাড়ি থেকে বেরিয়ে যায়। সকালে একটি গাছে তার ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপরেই ওই তিন কর্মীকে মারধর শুরু করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

স্বাভাবিক হল পঠনপাঠন
আসানসোলের ধাদকা পলিটেকনিক কলেজের পঠনপাঠন স্বাভাবিক হল শুক্রবার থেকে। কলেজে শিক্ষার পরিবেশ বজায় রাখতে এবং বহিরাগতদের প্রবেশ বন্ধ করার দাবিতে তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি) বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষকে তাঁর ঘর থেকে বের করে দেয়। তালা ঝুলিয়ে দেয় কলেজের গেটে। এ দিন কলেজের অধ্যক্ষ শৈবাল আইচ নিজের ঘরে বসেছেন। আপাতত কোনও সমস্যা নেই বলে জানিয়েছেন তিনি। টিএমসিপি-র বর্ধমান জেলা সভাপতি অশোক রুদ্র জানিয়েছেন, কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে সংশ্লিষ্ট দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের একটি বৈঠকের ব্যবস্থা করা হয়েছে। ওই বৈঠকেই কলেজের পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। এই আশ্বাস পাওয়ার পরেই আন্দোলন প্রত্যাহার করে নেয় টিএমসিপি।

পুরনো খবর:



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.