অনির্দিষ্টকালের বনধের সিদ্ধান্ত থেকে সরল মোর্চা |
আগামী শনিবার থেকে পাহাড়ে অনির্দিষ্টকালের বনধের যে ডাক দিয়েছিল তার থেকে সরে আসার সিদ্ধান্ত নিল মোর্চা। দলীয় সূত্রের খবর, আগামী ৮ অগস্ট ঈদ উপলক্ষে আপাতত শনিবার থেকে ৯৬ ঘণ্টার বনধ ডাকা হয়েছে। ঈদ পরবর্তীকালে তারা ফের অনির্দিষ্টকালের বনধ ডাকতে পারে। আগামী কাল মোর্চার ৫ সদস্যের একটি দল দিল্লি যাবেন। তাঁরা জানিয়েছেন, কেন্দ্রের কাছে দরবার করতেই দিল্লি সফর। মোর্চার বক্তব্য, তাঁরা জিটিএ চালাতে আর আগ্রহী নন। কারণ, ৩৯৮টি মৌজা নিয়ে যে জিটিএ গঠিত হয়েছে, গত এক বছর ধরে তা চালাতে গিয়ে পদে পদে রাজ্যের ‘অসহযোগিতা’র সম্মুখীন হতে হয়েছে। এ বার কেন্দ্র পৃথক তেলেঙ্গানার দাবি মেনে নেওয়ার পর তাঁরাও পৃথক গোর্খাল্যান্ডের দাবি থেকে কোনও ভাবেই সরে আসতে রাজি নয়।
|
তরুণীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার যুবক |
হাওড়ার বালিতে আজ সকালে এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, শ্লীলতাহানির শিকার ওই তরুণী এক জন জাতীয় স্তরের সাঁতারু। সকালে বাড়ি থেকে বেরিয়ে কলেজে যাচ্ছিলেন তিনি। সে সময়ে এক যুবক পিছন থেকে এসে তাঁর কাধের ব্যাগ ধরে টানাটানি করে। তার পর তাঁর গায়ে হাত দেওয়ারও চেষ্টা করে। ওই তরুণীর চিত্কারে তখন আশেপাশের লোকজন ছুটে আসেন এবং অভিযুক্ত যুবককে ধরে পুলিশের হাতে দুলে দেন। পুলিশ আরও জানিয়েছে, ওই যুবক স্থানীয় বালি জুট মিলের শ্রমিক। কারও প্ররোচনায় সে এই কাজ করেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
|