শুরুটা আহামরি হল না ‘বার্সেলোনার বোমা’ নেইমারের। স্প্যানিশ ক্লাবে যোগ দেওয়ার পর প্রথম ম্যাচে নেমে গোল পেলেন না ব্রাজিলের নতুন মহাতারকা। পরিবর্ত হিসেবে নেমে খেললেন মাত্র ১২ মিনিট। মেসির পাশেও খেলা হল না অভিষেক ম্যাচে। কারণ, ততক্ষণে মেসি বসে গিয়েছেন। তবে গোল করে। তা সত্ত্বেও পোল্যান্ডের লেচিয়া গাস্ক ক্লাবের বিরুদ্ধে প্র্যাক্টিস ম্যাচে বার্সা জয় পেল না। ২-২ ড্র হল।
অ্যালেক্সি স্যাঞ্চেজের পরিবর্তে ৭৮ মিনিটে মাঠে নামেন নেইমার। তার কয়েক মিনিট আগেই বার্সার দ্বিতীয় গোল করে দলকে সমতায় ফেরানো মেসিকে তুলে নেওয়া হয়েছে। কিন্তু প্রথম ম্যাচে বার্সার রাজপুত্রের পাশাপাশি খেলার সুযোগ মেলেনি ‘ওয়ান্ডার কিড’-এর তো কী? নেইমারের কাছে এ সব পাত্তা পাচ্ছে না। বলে দিয়েছেন, “বার্সেলোনার হয়ে অভিষেক ঠিক স্বপ্ন সত্যি হওয়ার মতো। আমি খুব খুশি।” |
ম্যাচের আগে টানেলে পাশাপাশি। |
আর মেসি? নেইমার বলছেন, “আমার আইডল মেসি। দারুণ লাগছে মেসির সঙ্গ, ওর সঙ্গে এক দলে খেলতে পারায়। মেসি দুর্দান্ত প্লেয়ার, অসাধারণ মানুষ।” বার্সার নতুন কোচ জেরার্দো মার্টিনোর বার্সায় অভিষেক হতে পারে শুক্রবার ন্যু কাম্পে নেইমারের প্রাক্তন ক্লাব সান্তোসের বিরুদ্ধে ম্যাচে। নেইমারের আবার সাও পাওলো ছেড়ে স্পেনে আসার পর এত দ্রুত প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে নামতে কিছুটা অস্বস্তি হওয়া স্বাভাবিক। যদিও তিনি বলেছেন, “একটু আশ্চর্য লাগবে সান্তোসের বিরুদ্ধে খেলতে। তবে এখন আমি বার্সেলোনার প্লেয়ার। এই জার্সিটার জন্য সব উজাড় করে দেব।” তবে নেইমারের ‘আসল’ অভিষেক হতে চলেছে ২১ অগস্ট স্প্যানিশ সুপার কাপে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে।
|