জুনে পরিকাঠামোয় বৃদ্ধি কমে ০.১%
সংবাদসংস্থা • নয়াদিল্লি ও মুম্বই |
পরিকাঠামো শিল্পে উৎপাদন বৃদ্ধির হার সেই তলানিতেই। আজ প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুসারে, জুন মাসে আটটি পরিকাঠামো শিল্পের জন্য তা দাঁড়িয়েছে মাত্র ০.১ শতাংশ। গত বছর একই সময়ে এই হার ছিল ৭.৯ শতাংশ। এ বার মূলত অশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা এবং বিদ্যুৎ শিল্পে উৎপাদন কমার জেরেই পিছিয়ে পড়েছে পরিকাঠামো শিল্প।সার্বিক শিল্প বৃদ্ধির হার হিসাবে পরিকাঠামোর গুরুত্ব ৩৮ শতাংশ। তাই শিল্পোৎপাদন বৃদ্ধির উপরও এর প্রভাব পড়বে বলে আশঙ্কা। এপ্রিল থেকে জুনের হিসাব ধরলেও বৃদ্ধির হার নামমাত্র, ১.৬ শতাংশ। গত বছরের হার ৬.৯ শতাংশ। জুনে কয়লা, অশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস ও বিদ্যুৎ উৎপাদন কমেছে যথাক্রমে ৩ শতাংশ, ০.৬ শতাংশ, ১৬.৭ শতাংশ ও ১.২ শতাংশ। ২০১২-’১৩ অর্থবর্ষে পরিকাঠামোয় উৎপাদন বৃদ্ধির হার ছিল ৩.২ শতাংশ। তার আগের বছর ৫ শতাংশ। |
আবার দাম বাড়ল পেট্রোল, ডিজেলের
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
ফের বাড়ল পেট্রোলের দাম। গত দু’মাসে এই নিয়ে টানা পাঁচ বার। কলকাতায় করের হিসাব ধরে প্রতি লিটারে দাম বেড়েছে ৮৮ পয়সা। ফলে আগের ৭৭.৭৬ টাকা থেকে বেড়ে এখন দর দাঁড়াল ৭৮.৬৪ টাকায়। কলকাতায় লিটারে ৫৮ পয়সা বেড়েছে ডিজেলও। ৫৫.১৬ টাকা থেকে বেড়ে তা দাঁড়িয়েছে ৫৫.৭৪ টাকায়।
ইন্ডিয়ান অয়েল জানিয়েছে, লিটারে পেট্রোলের দাম ৭০ পয়সা বাড়াতে হয়েছে। এর ফলে গত জুন থেকে এ পর্যন্ত জ্বালানিটির জন্য সাধারণ মানুষের খরচ বাড়ল লিটারে মোট ৬.৮২ টাকা (কর বাদ দিয়ে)। লোকসান থেকে বার করে আনতে জানুয়ারিতেই তেল সংস্থাগুলিকে ডিজেলের দাম বাড়ানোর স্বাধীনতা দিয়েছে কেন্দ্র। এ দিন ডিজেল বাড়ানো হয়েছে ৫০ পয়সা (কর বাদ দিয়ে)। কলকাতায় কর যোগ হয়ে জ্বালানি দু’টির দাম বেড়েছে যথাক্রমে ৮৮ পয়সা ও ৫৮ পয়সা। |
আয়কর রিটার্ন জমার সময় বাড়ল
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই থেকে বেড়ে হল ৫ অগস্ট। চাকরিজীবী-সহ সকলে, যাঁদের আয়কর অডিট করাতে হয় না, তাঁদের ক্ষেত্রেই ওই বর্ধিত সময়সীমা প্রযোজ্য হবে।
যাঁদের আয় বছরে ৫ লক্ষ টাকার বেশি, তাঁদের ২০১৩-’১৪ অ্যাসেসমেন্ট বছর থেকে অনলাইন ব্যবস্থায় রিটার্ন জমা বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ। অল ইন্ডিয়া ফেডারেশন অফ ট্যাক্স প্র্যাকটিশনার্সের সেক্রেটারি জেনারেল নারায়ণ জৈন বলেন, শেষ তারিখে অনলাইন ব্যবস্থায় একসঙ্গে অনেক আয়করদাতা রিটার্ন জমার চেষ্টা করায় আয়কর দফতরের সার্ভার অত্যন্ত মন্থর হয়ে পড়ে। ফলে অনেকেই রিটার্ন জমা দিতে পারেননি। |
বিলগ্নিকরণের সীমা অর্ধেক কোল ইন্ডিয়ায়
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
কর্মীদের আপত্তিতে কোল ইন্ডিয়া বিলগ্নিকরণের সীমা ১০% থেকে কমিয়ে ৫% করল কেন্দ্র। সংস্থার ১০% শেয়ার বিক্রি করলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের পথে হাঁটার হুমকি দিয়েছিল কর্মী ইউনিয়ন। এতে উৎপাদনে টান পড়ার আশঙ্কায় মত বদল করল কেন্দ্র। এ কথা জানিয়ে কয়লামন্ত্রী শ্রীপ্রকাশ জয়সোয়াল বলেন, ইউনিয়নগুলি এই প্রস্তাবে সায় দিয়েছে। |
রফতানি ঋণে ভর্তুকি
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
রফতানি ঋণে ভর্তুকি ২ শতাংশ থেকে বাড়িয়ে ৩ শতাংশ করল কেন্দ্র। রফতানি বাড়িয়ে বৈদেশিক বাণিজ্যে ঘাটতি কমানোর লক্ষ্যেই এই পদক্ষেপ। অর্থমন্ত্রী পি চিদম্বরম আজ এ কথা জানান। |
হস্ত-তাঁতে বোনা শাড়ি, কুর্তি, সালোয়ার ইত্যাদি নিয়ে কলকাতায় চালু হল পোশাকের নয়া ব্র্যান্ড অনুকৃতি। প্রদীপ্তা রায় ডিজাইন করেছেন পোশাকগুলির। অনুকৃতির বুটিক খুলেছে যোধপুর গার্ডেনে। |