টুকরো খবর |
দুষ্কৃতীদের মদত দেওয়ায় অভিযুক্ত ওসি
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
শ্লীলতাহানিতে অভিযুক্ত দুষ্কৃতীকে মদত দেওয়ার অভিযোগ উঠল আসানসোল মহিলা থানার ওসি শম্পা ঘোষের বিরুদ্ধে। আসানসোলের ইসমাইল কোড়াপাড়ার বাসিন্দা সুনীতা দাঁ এই অভিযোগ তুলে পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের যুগ্ম সচিবের কাছে প্রতিকার চেয়ে একটি আবেদন পত্র পাঠিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী, বর্ধমানের জেলাশাসক, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার, আসানসোলের অতিরিক্ত জেলাশাসক এবং মহকুমাশাসকের কাছেও অভিযোগের প্রতিলিপি পাঠিয়েছেন তিনি। সুনীতাদেবীর অভিযোগ, ১৮ জুলাই তাঁকে শ্লীলতাহানি, মারধর এবং লুঠপাট করেছিল বাবু গড়াই এবং অন্নপূর্ণা দা। ঘটনার পর তিনি আসানসোল মহিলা থানায় জামিন অযোগ্য ধারায় অভিযোগও দায়ের করেছিলেন। তিনি জানান, বহু অনুনয় বিনয়ের পরেও ওই থানার ওসি শম্পাদেবী অভিযোগ নিয়েছিলেন। কিন্তু তারপরেও দুষ্কৃতীরা ধরা পড়েনি। উল্টে এক অভিযুক্তের গাড়িতে চেপে শম্পাদেবী ঘুরে বেড়াচ্ছেন বলে তাঁর অভিযোগ। তিনি বলেন, “শম্পাদেবী একদিন আমায় থানায় ডেকে অভিযোগ তুলে না নিলে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হবে বলে হুমকি দেন।” আসামীদের কেন গ্রেফতার করা হয়নি জানতে চাইলে ওসি বলেন, “আসামীদের ৪১-সিআরপিসি ধারায় নোটিশ পাঠানো হয়েছে। আমি তাদের গ্রেফতার করতে বাধ্য নই। তারা যথাসময়ে আদালতে আত্মসমর্পণ করবে।” |
ইন্টারনেটে অশ্লীল ছবি কিশোরীর, নালিশ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
মোবাইলে এক কিশোরীর অশ্লীল ছবি তুলে ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তিন যুবককে খুঁজছে পুলিশ। বুধবার বিকেলে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়িতে চিনাকুড়ি এলাকার বাসিন্দা ওই কিশোরী অভিযোগ দায়ের করেন। ওই কিশোরীর অভিযোগ, গত ২০ মে তার এক পুরুষ বন্ধু চিনাকুড়ি ৯-১০ নম্বর এলাকার নুনিয়া বস্তি সংলগ্ন ইসিএলের একটি পরিত্যাক্ত বাংলোয় তাকে ডেকে পাঠায়। সেখানে গিয়ে সে দেখে, ওই বন্ধুর আরও দুই বন্ধু সেখানে হাজির। কিশোরীর অভিযোগ, কিছুক্ষণ গল্প করার পর ওই তিনজনই জোর করে তাকে নগ্ন করে সেই ছবি মোবাইলে তোলে। মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। তারপর থেকেই মানসিক অবসাদে ভুগতে তাকে সে। বুধবার বিকালে পুলিশের কাছে ওই কিশোরী জানায়, দুপুরে সে জানতে পারে, তার ওই ছবি নেটে ছড়িয়ে দেওয়া হয়েছে। এরপরেই সে অভিযোগ দায়ের করে। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। চিনাকুড়ি ৯-১০ নম্বর এলাকার বাসিন্দা অভিযুক্ত ওই তিন যুবককে খোঁজা হচ্ছে। |
জল বন্ধ, বিক্ষোভ কুলটিতে
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
তিন দিন ধরে পানীয় জলের সরবরাহ না থাকায় দিনভর বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। কুলটি পুরসভার ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডের ঘটনা। বুধবার প্রথমে কুলটির লালবাজার জলাধারের সামনে কয়েকশো মানুষ জড়ো হয়ে কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান। শিয়ালডাঙা রোডও অবরোধ করা হয়। বাসিন্দাদের অভিযোগ, গত তিন দিন ধরে পানীয় জল পাচ্ছেন না তাঁরা। পুর কর্তৃপক্ষকে জানিয়েও কোনও লাভ হয়নি। এ দিন বিক্ষোভ থামাতে এসে হিমশিম খায় পুলিশও। বাসিন্দারা জানান, ওই দুটি ওয়ার্ডে বেশ কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বাস করেন। রমজান মাসে জল না পেয়ে সমস্যায় পড়েছেন তাঁরাও। বিক্ষোভ কিছুক্ষণ চলার পরেই পুর কর্তৃপক্ষ উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে বিক্ষোভ মেটায়। যতদিন না জলাধার থেকে পানীয় জল সরবরাহ স্বাভাবিক হয় ততদিন ট্যাঙ্কে করে জল সরবরাহের আশ্বাস দেওয়া হয়। |
ন্যূনতম বেতন চেয়ে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
সরকার নির্ধারিত বেতন, পিএফ, ইএসআই এবং ইদ ও দুর্গাপুজোয় বোনাসের দাবিতে দিনভর পরিবহণ বন্ধ রেখে বিক্ষোভ দেখালেন শ্রমিকেরা। বুধবার সারাদিন জামুড়িয়ার চুরুলিয়ায় এমটা পরিচালিত তারা কোলিয়ারিতে আইএনটিটিইউসি অনুমোদিত আসানসোল মহকুমা মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কাস ইউনিয়নের নেতৃত্বে এই বিক্ষোভ হয়। সংগঠনের সম্পাদক রাজু অহলুওয়ালিয়া জানান, শ্রমিকদের বারো ঘণ্টার বেশি কাজ করতে হয়। অথচ আট ঘণ্টা কাজের ন্যুনতম সরকারি মজুরিও মেলে না। ২২ জুলাই ঈদের বোনাস চেয়ে কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়েছিলেন তাঁরা। ৩০ জুলাইয়ের মধ্যে মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও কর্তৃপক্ষ তা পূরণ করেনি বলে অভিযোগ। দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও জানিয়েছেন তাঁরা। কর্তৃপক্ষ জানান, আলোতনার মাধ্যমে বিষয়টি মেটানোর চেষ্টা হচ্ছে। |
শংসাপত্র না মেলায় বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
শংসাপত্র না পাওয়ার অভিযোগ তুলে আসানসোলের ধাদকা পলিটেকনিক কলেজে বিক্ষোভ দেখাল তৃণমূল ছাত্র পরিষদ। বুধবার সংগঠনের নেতা অরিন্দম চত্রবর্তী অভিযোগ করেন, ২০০৫ সাল থেকে এই পলিটেকনিক কলেজ থেকে পাস করে যাওয়া ছাত্রেরা কৃতকার্য হওয়ার শংসাপত্র পাচ্ছেন না। ফলে চাকরির আবেদন করতে গিয়ে মুশকিলে পড়ছেন তাঁরা। সমস্যার কথা বারবার জানানো হলেও কলেজ কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই বলে তাঁদের অভিযোগ। যোগাযোগ করা হলেও ছাত্র সংগঠনের অভিযোগের প্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষের কোনও জবাব মেলেনি। এ দিন অধ্যক্ষ বা টিচার ইন চার্জ কেউই কলেজে হাজির ছিলেন না। |
সাহায্য ইসিএলের
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
ইসিএলের তরফ থেকে সাড়ে সাত কোটি টাকা তুলে দেওয়া হল উত্তরাখণ্ডে দুর্গতদের ত্রাণ তহবিলে। কোল ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক দামোদর বন্দ্যোপাধ্যায় জানান, বুধবার নয়াদিল্লিতে কয়লা মন্ত্রক ভবনে কয়লা মন্ত্রী শ্রীপ্রকাশ জয়সওয়ালের হাতে তাঁরা টাকা তুলে দেন। ইসিএলে কর্মরত অধিকর্তা এবং কর্মীরা একদিনের বেতন দান করেছেন এই তহবিলে। এ দিন তাঁদের প্রতিনিধি দলে ছিলেন আইএনটিইউসি, সিটু, এইচএমএস, বিএমএস এবং এআইটিইউসির নেতৃবৃন্দ। |
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক সংবাদ চ্যানেলের চিত্র সাংবাদিকের। তাঁর নাম দীপক গুরুঙ্গ (৪৩)। বাড়ি দুর্গাপুরে। বুধবার সন্ধ্যায় দুর্গাপুরে ডিভিসি মোড়ে জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, সিগন্যাল না পেয়ে মোটরবাইক নিয়ে ডিভিসি মোড়ে তিনি দাঁড়িয়ে ছিলেন। তখনই একটি দশ চাকার লরি সিগন্যাল ভেঙে পিছন থেকে তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান দীপকবাবু। পুলিশ লরিটিকে আটক করেছে। তবে চালক পলাতক। |
|