পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে মিলল গমের বস্তা
মের বস্তা বাজেয়াপ্ত হল মেদিনীপুর শহরের নগারচকে। বৃহস্পতিবার দুপুরে ১৮ নম্বর ওয়ার্ডের এই এলাকায় পুরসভার স্বাস্থ্য কেন্দ্র থেকে মোট ২৭ বস্তা দম বাজেয়াপ্ত করা হয়। পুরসভার কাছে অভিযোগ এসেছিল, গরিব মানুষের জন্য বরাদ্দ এই গম পাচার করা হতে পারে। তারপরই তল্লাশি চালানো হয়।
মেদিনীপুর পুরসভার প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা দফতরের ভারপ্রাপ্ত আধিকারিক সদানন্দ দে বলেন, “নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তল্লাশি অভিযান চালিয়ে বেশ কয়েকটি গমের বস্তা বাজেয়াপ্ত করা হয়েছে। কাউন্সিলরের কাছে মাস্টার রোল চাওয়া হয়েছে। জানতে চাওয়া হয়েছে, কেন বিলি না করে গম ফেলে রাখা হয়েছিল।” কাউন্সিলরের জবাব পাওয়ার পর পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
পুরসভা সূত্রে খবর, ২০১০-’১১ সালে জি আর প্রকল্পে প্রতিটি ওয়ার্ডের জন্য গম বরাদ্দ হয়। ১৮ নম্বর ওয়ার্ডের জন্য বরাদ্দ হয় ৫৭ বস্তা গম অর্থাৎ ৩৪ কুইন্টাল (৩২ কেজি)। এই ওয়ার্ডে উপভোক্তা ২৮৬ জন। ঠিক ছিল, প্রত্যেকে ১২ কেজি করে গম পাবেন। বৃহস্পতিবার সকালে ১৮ নম্বর ওয়ার্ডের কয়েকজন বাসিন্দা মহকুমাশাসক (সদর) তথা পুরসভার প্রশাসক অমিতাভ দত্তের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগকারীরা তৃণমূলের কর্মী-সমর্থক। তাঁরা জানান, নগারচকে পুরসভার স্বাস্থ্যকেন্দ্রের ঘরে প্রচুর গম মজুত রয়েছে। কাউন্সিলর তা অসৎ উদ্দেশে মজুত করে রেখেছেন। এরপর দুপুরে পুরসভার একটি দল ওই স্বাস্থ্যকেন্দ্রে হানা দেয়। বাজেয়াপ্ত করা হয় ২৭ বস্তা গম। স্থানীয় নির্দল কাউন্সিলর কৃষ্ণা ঘোষ পুরসভার আধিকারিকদের জানান, বাকি গম গরিব মানুষের মধ্যে বিলি করা হয়েছে। যে গম বাজেয়াপ্ত করা হল, সেই গমও বিলি করার প্রক্রিয়া শুরু হয়েছিল।
কৃষ্ণাদেবীর দাবি, “জিআরের গম দিতে ডিলার দেরি করেছে। তা-ও একসঙ্গে সবটা পাইনি। আমি বেশ কিছু দিন বাইরে ছিলাম। ইতিমধ্যে ১৪৯ জনকে গম বিলি করা হয়েছে। বাকিদেরও বিলি করার প্রক্রিয়া শুরু হয়েছিল।” তাঁর কথায়, “এ ক্ষেত্রে অন্যায়ের কিছু হয়নি। সমস্ত অভিযোগ মিথ্যে। কুৎসা- অপপ্রচার করতেই এমন অভিযোগ করা হয়েছে।” পুরসভা সূত্রে খবর, ইতিমধ্যে যে গম বিলি হয়েছে, এদিন কাউন্সিলরের কাছে তার মাস্টার রোল চাওয়া হয়েছে। কৃষ্ণাদেবী জানান, মাস্টার রোলের তালিকা তিনি পুরসভায় জমা দেবেন। পুরসভা যা যা জানতে চাইবে, সবই জানাবেন। তাঁর কথায়, “যে কোনও তদন্ত হোক। আপত্তি নেই।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.