টুকরো খবর
কুমিরের কামড়ে জখম
কুমিরের কামড়ে জখম হলেন এক মৎস্যজীবী। ঝড়েশ্বর পাল নামে ওই মৎস্যজীবীকে পাথরপ্রতিমা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। বুধবার সকালে পাথরপ্রতিমার জি প্লট পঞ্চায়েতের জগদ্দল নদীতে মাছ ধরার সময় তাঁকে আক্রমণ করে কুমির। বন দফতর ও স্থানীয় সূত্রে জানানো হয়েছে, সত্যদাসপুরের বাসিন্দা ঝড়েশ্বরবাবু সকাল সাড়ে ৭টা নাগাদ ভাটার সময়ে মাছ ধরতে নেমেছিলেন। হাঁটু জল ছিল নদীতে। হঠাৎ একটি কুমির এসে তাঁর বাঁ পায়ে কামড়ায়। তিনি কোনওরকমে পাড়ে উঠে চিৎকার করতে শুরু করেন। গ্রামবাসীরা এসে তাঁকে উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। বন দফতরকেও খবর দেওয়া হয়। বন দফতরের রামগঙ্গা রেঞ্জের আধিকারিক যশদুলাল বন্দ্যোপাধ্যায় বলেন, “কুমিরের কামড়ে ওই মৎস্যজীবীর দেহের তিন চার জায়গা জখম হয়েছে। তাঁর চিকিৎসার সব খরচ বহন করা হবে।”

গুলিতে মৃত দুই চোরাশিকারি
কাজিরাঙায় বনরক্ষীদের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল দুই চোরাশিকারির। গত রাতে ঘটনাটি ঘটেছে জাতীয় উদ্যানের বাগোরি রেঞ্জে। ডিএফও এস কে শীলশর্মা জানান, মালানি বন শিবিরের কাছে চোরাশিকারিদের দেখতে পান টহলদার বনরক্ষীরা। শিকারিদের দিকে এগিয়ে যান তাঁরা। তখনই রক্ষীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা। পাল্টা জবাব দেওয়া হয়। পরে ওই জঙ্গল থেকে দুই চোরাশিকারির দেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে একটি রাইফেল, ৫ রাউন্ড কার্তুজ মিলেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, চোরাশিকারিরা মণিপুরের চূড়াচাঁদপুর এলাকা থেকে কাজিরাঙায় ঢুকেছিল। এ বছর কাজিরাঙায় ৪ জন চোরাশিকারির মৃত্যু হয়েছে। গ্রেফতার হয়েছে ৭০ জন শিকারি। চলতি বছর সেখানে ১৬টি গন্ডার শিকারের ঘটনা ঘটেছে।

জখম হনুমান
জখম হনুমান। ছবি: প্রদীপ মাহাতো
রাস্তা পার হতে গিয়ে লরির ধাক্কায় জখম হল একটি হনুমান। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটে হুড়া থানার লক্ষ্মণপুর মোড়ে। পরে বনকর্মীরা হনুমানটিকে উদ্ধার করে সুরুলিয়া মিনি জু-তে চিকিৎসার ব্যবস্থা করেন। হুড়ার রেঞ্জ অফিসার দেবাশিস ভঞ্জ জানান, লরির আঘাতে হনুমানটির পিছনের একটি পা ও পিঠে আঘাত লেগেছে।

ভোট কর্মীদের নদী পার
ছবি: সব্যসাচী ঘোষ।
ওরাও ভোটকর্মী, শীলাবতী ও মোতিরানি। নাগরাকাটার খয়েরকাটা গ্রামের এক দিকে ডায়নার জঙ্গল অন্য দিকে গরুমারার জঙ্গল। যাতায়াতের একমাত্র পথ, চলতি মাসে কুচি ডায়না নদীর জলে অস্থায়ী সেতু উড়ে গিয়েছে। ভোট কর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখে গরুমারার ধূপঝোরা, পিলখানা থেকে দুটি কুনকি হাতিকে পাঠানো হয়েছে। ভোট শেষ হলে ব্যালট বাক্স সমেত ভোট কর্মীদের নিয়ে দুই কুনকি নদী পার করিয়ে দিয়ে আসবে।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাঁতালের মৃত্যু
পাকা কাঁঠালের গন্ধে সেনা ছাউনিতে ঢুকে পড়েছিল একটি দাঁতাল। শুঁড় দিয়ে গাছ থেকে কাঁঠাল পাড়তে গিয়ে ঘটল দুর্ঘটনা। বিদ্যুপৃষ্ট হয়ে মৃত্যু হল হাতিটির। বৃহস্পতিবার ভোরে ডুয়ার্সের বিন্নাগুড়ি সেনা ছাউনিতে ঘটনাটি ঘটে। দলছুট দাঁতালটি দলগাঁ জঙ্গল থেকে লাগোয়া সেনা ছাউনিতে ঢোকে। গাছ থেকে থেকে পেড়ে দুটি পাকা কাঁঠাল খাওয়ার পরই সে পাশে বিদ্যুতের খুঁটি থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.