টুকরো খবর
ফের ২০ হাজারের নীচে সেনসেক্স
অস্থির বাজারে সেনসেক্স ফের পড়ল ২৮৬ পয়েন্ট। বৃহস্পতিবার দিনের শেষে তা ২০ হাজারের নীচে নেমে দাঁড়াল ১৯,৮০৪.৭৬ অঙ্কে। বুধবারও সেনসেক্স পড়ে ২১১ পয়েন্ট। এ দিন মুম্বই সূচকের পতনের জন্য কয়েকটি কারণকে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা, যার মধ্যে রয়েছে:
• চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে প্রত্যাশিত ফল না-হওয়ায় আইটিসি-র শেয়ার দরে ৪.৫৭% পতন। সংস্থার নিট মুনাফা বেড়েছে মাত্র ১৮.০৫%।
• ফল প্রকাশের আগেই মুনাফা ভাল না-হওয়ার আশঙ্কায় হিন্দুস্তান ইউনি -লিভারের শেয়ার দরে ৩.২১% পতন।
• মার্কিন বাজারে মন্দার জের।
• আগামী মঙ্গলবারের ঋণনীতিতে শীষর্র্ ব্যাঙ্ক সুদ কমাবে না বলে আশঙ্কা।
রির্জাভ ব্যাঙ্ক যে টাকার পতন ঠেকানোর উপরই বেশি জোর দেবে, সে নিয়ে বাজার বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদরা একরকম নিশ্চিত। সেই কারণেই সুদ কমানোর রাস্তায় শীর্ষ ব্যাঙ্ক হাঁটবে না বলে তাঁদের ধারণা। বরং টাকার জোগান কমাতে ব্যাঙ্কের হাতে নগদের জোগানে রাশ টানছে তারা।

বিড়লা কর্পে মিশল তালাবাদি সিমেন্টস
বিড়লা কর্পোরেশনে মিশে গেল তালাবাদি সিমেন্টস। এই মর্মে বিড়লা কর্পের পর্ষদে একটি প্রস্তাব গৃহীত হয়। তাদেরই শাখা মধ্য প্রদেশের তালাবাদি সিমেন্টস, যার ৯৮% শেয়ারই মূল সংস্থার হাতে ছিল। দু’টি সংস্থার মিলন প্রক্রিয়া সম্পন্ন হলে তালাবাদি সিমেন্টসে ৩০ লক্ষ টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি কারখানা গড়া হবে বলে সংস্থা জানিয়েছে। কাঁচা মালের জোগান বাড়াতে ২১৩০ হেক্টরের একটি চুনা পাথরের খনি সংস্থাকে লিজ দিতে কেন্দ্রীয় খনি মন্ত্রকের কাছে সুপারিশ করেছে মধ্য প্রদেশ সরকার। চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে বিড়লা কর্পের আয় আগের বারের থেকে ১১৩.৯৪ কোটি বেড়ে হয়েছে ৭৭১.৯৬ কোটি টাকা। কিন্তু বিদেশি মুদ্রা খাতে লোকসানের জন্য সংস্থার নিট মুনাফা কমে দাঁড়িয়েছে ৪৫.৯৯ কোটিতে।

বিমা ব্যবসা থেকে সরছে ডিএলএফ
ডিএলএফ প্রামেরিকা লাইফ ইনশিম নিজের পুরো অংশীদারি (৭৪%) দিওয়ান হাউসিং ফিনান্সকে বিক্রি করছে ডিএলএফ। সংশ্লিষ্ট সূত্রের ইঙ্গিত, লেনদেনের অর্থমূল্য প্রায় ৪০০ কোটি টাকা। সংস্থার নতুন নাম হবে ডিএইচএফএল প্রামেরিকা লাইফ ইনশিওরেন্স। দুটি অর্থবর্ষে প্রায় ২৫০ কোটি টাকা লোকসানের জেরেই এই হস্তান্তর বলে সংস্থা সূত্রের ইঙ্গিত। বাকি অংশীদারি (২৬%) রয়েছে মার্কিন বিমা সংস্থা প্রুডেন্সিয়াল ইন্টারন্যাশনাল ইনশিওরেন্স-এর হাতে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.