পয়লা অগস্ট সভা ডাকল ফেডারেশন
নবিদের নিয়ে লড়াই নতুন মোড় নিচ্ছে
ক্লাব জোট বনাম ফুটবল আই পি এল স্পনসরদের লড়াই বুধবার নতুন মোড় নিল।
জোটের সঙ্গে আলোচনায় নারাজ নতুন টুর্নামেন্টের স্পনসররা জানিয়ে দিলেন, তারা যা বলার ফেডারেশনের সভায় বলবেন। আর তা জানার পরই ১ অগস্ট কর্মসমিতির সভা ডেকে দিয়েছে ফেডারেশন।
“ক্লাব জোট কোনও স্বীকৃত সংস্থা নয়। তাই তাদের সঙ্গে নবি-নির্মলদের নিয়ে কোনও আলোচনাই হতে পারে না,” বুধবার মুম্বই থেকে ফোনে স্পষ্ট জানিয়ে দিলেন নতুন লিগের এক প্রভাবশালী কর্তা। তাঁর কড়া মন্তব্য, “ক্লাবের সঙ্গে আলাদা আলাদা বসতে পারি। জোটের সঙ্গে বসতে যাব কেন? ওরা কি সোসাইটি রেজিস্টার্ড কোনও সংস্থা?” যা শুনে জোটের প্রেসিডেন্ট রাজ গোমস গোয়া থেকে ফোনে বললেন, “আরে ওরাই তো চিঠি দিয়ে জোটের সঙ্গে বসতে চেয়েছে। তা হলে জোটকে তো স্বীকৃতি দিয়েই দিয়েছে। আমরা সে জন্যই আলোচনার কথা বলেছিলাম। এখন উল্টো কথা বলছে কেন?”
মহমেডানে নতুন ব্রাজিলীয় অতিথি। লুসিয়ানোকে অভ্যর্থনা পেনের। বুধবার। ছবি: উৎপল সরকার।
নতুন লিগের কর্তাদের বক্তব্য, ফেডারেশনের সভাতেই তো ক্লাবের প্রতিনিধিরা থাকবেন। এই ঝামেলায় সূত্রধরের ভূমিকায় থাকা ফেডারেশন সচিব কুশল দাশ বললেন, “স্পনসররা ১ অগস্ট কী ভাবে নতুন টুর্নামেন্ট করবেন জানাবেন। সেটা কর্মসমিতি দেখে যা বলার বলবে। দু’পক্ষই যখন আলোচনা চাইছে তখন মনে হচ্ছে সমস্যা মিটে যাবে।”
শুধু বৈঠকের প্রস্তাব উড়িয়ে দেওয়াই নয়, ফুটবলার না ছাড়ার ব্যাপারে ক্লাবগুলি যেভাবে গোঁ ধরে বসে আছে, তাকেও পাত্তা দিতে নারাজ রিলায়্যান্স কর্তারা। ওই কর্তা বললেন, “ওরা ফুটবলার না ছাড়লে আমাদের টুর্নামেন্ট হবে না ওটা ভাবা ভুল। আমরা প্রস্তুতি নিচ্ছি।”
জানা গিয়েছে কিছু ক্লাবের সঙ্গে কথা বলে ফুটবল আই পি এল কর্তাদের ধারণা হয়েছে, কয়েক কোটি টাকা খরচ করলেই ক্লাবগুলোর সব হইচই শেষ হয়ে যাবে। জোট ভেঙে যাবে। যা শুনে জোটের প্রেসিডেন্ট রাজ গোমস বললেন, “আমরা এক আছি। এটাই আমাদের শক্তি। যা করব সব একসঙ্গে করব। ফুটবল বাঁচানোর স্বার্থেই আমরা একজোট হয়েছি। সব ক্লাব চায় ফুটবল বাঁচুক।”
কিন্তু জোট বনাম আই এম জি-র লড়াইতে সবথেকে খারাপ অবস্থায় নতুন লিগের সঙ্গে চুক্তিবদ্ধ ফুটবলার নবি-নির্মল-সঞ্জু-গৌরমাঙ্গিরা। দেশের প্রায় সব ক্লাবের প্রাক মরসুম প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কিন্তু নবিদের মতো ৩৭ জন ফুটবলারের কোনও ক্লাবই নেই। শোনা যাচ্ছে, তাঁদের জন্য না কি ট্রেনিং-এর ব্যবস্থা করতে চলেছেন নতুন লিগের স্পনসররা। অন্তত সেরকম কথাই তারা জানিয়েছেন ফেডারেশন সচিবকে।

পুরনো খবর:




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.