টুকরো খবর
রাস্তা সংস্কারের দাবি, অবরোধ খড়্গপুরে
রাস্তা সংস্কারের দাবিতে দীর্ঘক্ষণ পথ অবরোধ হল খড়্গপুর শহরে। স্থানীয় সিপিএম নেতৃত্বের ডাকে শুক্রবার ৬ নম্বর জাতীয় সড়কের অদূরে নিমপুরা এলাকায় এই অবরোধ হয়। খড়্গপুর পুরসভার বিরোধী দলনেতা তথা সিপিএম কাউন্সিলর অনিতবরণ মণ্ডল বলেন, “রাস্তাটি চলাচলের অযোগ্য। বহু খানাখন্দ রয়েছে। ছোট-বড় দুর্ঘটনাও ঘটছে। তা-ও রাস্তা সংস্কারের উদ্যোগ নেই। সংস্কারের দায়িত্ব রেলের। রেল-কর্তৃপক্ষ গড়িমসি করছেন।” দীর্ঘক্ষণ অবরোধ চলার পর দুপুরে ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকেরা। ছিলেন খড়্গপুর টাউন থানার আইসি অরুণাভ দাস। রেলের আধিকারিকেরা যত দ্রুত সম্ভব রাস্তা সংস্কারের আশ্বাস দিলে অবরোধ ওঠে। রেলশহর খড়্গপুরে এখন ৩৫টি ওয়ার্ড রয়েছে। এরমধ্যে রেল এলাকায় রয়েছে ৮টি ওয়ার্ড এবং আইআইটি এলাকায় রয়েছে ১টি ওয়ার্ড। রেলশহরের বেশ কিছু রাস্তাই সংস্কারের অভাবে ধুঁকছে। চারপাশে পিচ উঠে ছোট- বড় গর্ত তৈরি হয়েছে। গর্তে চাকা ঢুকে গিয়ে মাঝেমধ্যে ছোট-বড় দুর্ঘটনা ঘটে। ৬ নম্বর জাতীয় সড়কের পাশ দিয়ে যে রাস্তাটি কনকদুর্গা মন্দিরের দিকে চলে গিয়েছে, সেই রাস্তাটিও এমনই বেহাল। অনিতবরণবাবু বলেন, “রেলের আধিকারিকেরা এসে সংস্কারের আশ্বাস দেওয়ার পরই আমরা অবরোধ তুলে নিই। এখন বর্ষাকাল। ফলে, রাস্তার কাজ করা সম্ভব নয়। খানাখন্দগুলো মেরামত হবে। বর্ষার পরই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে বলে ওঁরা আশ্বাস দিয়েছেন। আশা করব, প্রতিশ্রুতি মতোই কাজ হবে।”

ওয়ার্ড নিয়ে সর্বদল বৈঠক
মেদিনীপুর পুরসভার একটি ওয়ার্ড বাড়ানো নিয়ে সর্বদলীয় বৈঠক হল শুক্রবার। এ দিন দুপুরে অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) রজতকুমার সাইনির উপস্থিতিতে বৈঠকটি হয়। ছিলেন তৃণমূল নেতা বিশ্বনাথ পাণ্ডব, সিপিএম নেতা কীর্তি দে বক্সী, কংগ্রেস নেতা শম্ভুনাথ চট্টোপাধ্যায় প্রমুখ। মেদিনীপুরের ২০ এবং ২১ নম্বর ওয়ার্ডকে ভেঙে নতুন একটি ওয়ার্ড তৈরি হবে। এর ফলে, শহরের ওয়ার্ড সংখ্যা ২৪ থেকে বেড়ে ২৫ হবে। ইতিমধ্যে পুরবোর্ডের বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন হয়েছে। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত জানতেই শুক্রবারের এই সর্বদলীয় বৈঠক। বৈঠকে অবশ্য কেউ নতুন কোনও প্রস্তাব দেননি। ফলে, পুরসভার বোর্ড মিটিংয়ে যে প্রস্তাব অনুমোদন হয়েছিল, তাই-ই গৃহীত হয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.