চিকিত্‌সায় ‘গাফিলতি’, মৃত্যু হল শিক্ষিকার
লালবাগ মহকুমা হাসপাতালে এক শিক্ষিকার মৃত্যুর ঘটনায় চিকিত্‌সায় গাফিলতির অভিযোগ উঠেছে। নাম শিল্পী ভৌমিক সাহা (২৬)। মুর্শিদাবাদ পুরসভার সাহানগরের বাসিন্দা ওই শিক্ষিকার পরিবার হাসপাতালের চিকিত্‌সক ও কর্তব্যরত নার্সদের বিরুদ্ধে চিকিত্‌সায় গাফিলতির অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ দায়ের হয়েছে লালবাগ মহকুমা হাসপাতালের সুপারের কাছেও। অস্বস্তিতে পড়ে অন্তত মুখ রাখতে হাসপাতাল কতৃর্পক্ষ তড়িঘড়ি দুই সদস্যের তদন্তকারী দল তৈরি করেছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অজয়কুমার চক্রবর্তী বলেন, “লিখিত অভিযোগ পেয়েই জঙ্গিপুরের সহকারী স্বাস্থ্য আধিকারিককে ওই হাসপাতালের ঘটনার তদন্ত করে তিন দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”
জিয়াগঞ্জের আমাইপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বশিক্ষিকা শিল্পীদেবী রবিবার বিকেলে পেটে ব্যথা নিয়ে লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে ভর্তির পরেই তাঁকে স্ত্রীরোগ বিশেষজ্ঞ সুধীর সরকার দেখেছিলেন। পরে বিশেষজ্ঞ চিকিত্‌সকের কাছে ‘রেফার’ করে দিয়েছিলেন তিনি। বিশেষজ্ঞ চিকিত্‌সক সৈকত বটব্যাল রাতে তাঁকে দেখেন। ওই শিক্ষিকার স্বামী সৌরভ ভৌমিক বলেন, “হাসপাতালে ভর্তির পরে স্যালাইন দেওয়া হয়। দু’জন চিকিত্‌সকের পরামর্শ মত ওষুধ-ইঞ্জেকশন দেওয়া হলেও ব্যথা কমেনি। পরে রাতের দিকে ব্যথায় কাতর হয়ে চিত্‌কার করে নার্সদের ডাকলেও তাদের সাড়া মেলেনি। পরে সকালের দিকে চিকিত্‌সক যখন আসেন, তত ক্ষণে ও গিয়েছে।” তাঁর অভিযোগ, “খবর পেয়ে হাসপাতালে এসে শিল্পীর পাশের বেডের রোগীদের কাছে জানতে পারি, ব্যথায় ছটফট করতে করতে স্যালাইনের নল নিয়ে ও আমার স্ত্রী বেড থেকে দু’বার পড়ে গিয়েছিলেন। কোনওরকমে বেডে তুলে দিয়েই দায় এড়িয়ে ছিল কতর্ব্যরত নার্সরা। রাতে এক বারের জন্যও চিকিত্‌সককে কল করেননি ওঁরা।”
হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য সৌরভবাবুর অভিযোগ মানতে চায়নি। তবে, সিএমওএইচ বলেন, “ওই মহিলার স্বামী অবশ্য যে অভিযোগ করেছেন তা আমরা উনিয়ে দিচ্ছি না। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।”
ওঝার ‘চিকিত্‌সায়’ মৃত্যু। সাপের ছোবলে মারা গেল দশম শ্রেণির এক ছাত্রী। ইসলামপুর থানার চক গার্লস হাইস্কুলের ওই ছাত্রী রবিবার রাত দশটা নাগাদ বহরমপুর সদর হাসপাতালে মারা যায়। মৃতের নাম রাখী দে (১৫)। রবিবার গৃহদেবতাকে সে পুজো দিতে যায়। তখন তাকে সাপে ে ছাবল মারে। দৌলতাবাদ থানা এলাকার বরদো গ্রামের এক ওঝার বাড়িতে তাকে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ ঝাড়ফুঁক করার পর ওঝার কথা মতো তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। বাড়িতে নিয়ে যাওয়ার পর অবস্থার আরও অবনতি হলে রাখীকে ওই রাতেই বহরমপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ১০টা নাগাদ সেখানে সে মারা যায়।

হাসপাতালে ক্ষোভ
আলিপুরদুয়ার ২ ব্লকের তুরতুরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্থায়ী চিকিৎসক নিয়োগ ও ২৪ ঘণ্টা স্বাস্থ্য পরিষেবার দাবিতে সোমবার দুপুরে বাসিন্দারা হাসপাতালে গিয়ে বিক্ষোভ দেখান। বাসিন্দাদের অভিযোগ, ৫০ হাজারের বেশি মানুষ এই স্বাস্থ্যকেন্দ্রের উপর নির্ভরশীল। অথচ পরিষেবা মেলে মাত্র ৪ ঘণ্টা। অনেক সময় চিকিৎসক থাকেন না। সমস্যায় ২০ কিলোমিটার দূরে যশোডাঙা স্বাস্থ্যকেন্দ্র যেতে হয়। বাসিন্দারা ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারকলিপিও দেন। মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগন্নাথ সরকার বলেন, “অভিযোগ খতিয়ে দেখে দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.