মণিপুরে জোট বাঁধল দুই নাগা জঙ্গিগোষ্ঠী
ণিপুরে জোটবদ্ধ হয়ে একটি সংগঠন তৈরি করল দু’টি নাগা জঙ্গিগোষ্ঠী। রাজনৈতিক এবং সামরিক শাখাও গঠন করল তারা। প্রশাসনিক সূত্রের খবর, ‘মণিপুর নাগা রেভেলিউশনারি ফ্রন্ট’ এবং ‘ইউনাইটেড পিপল্স কাউন্সিল’ নামে জঙ্গিদের ওই দুটি গোষ্ঠী মিলেমিশে সম্প্রতি ‘মণিপুর নাগা পিপল্স ফ্রন্ট’ (এমএনপিএফ) নামে একটি সংগঠন গড়েছে। সেটির সামরিক শাখার নাম দেওয়া হয়েছে ‘মণিপুর নাগা পিপল্স আর্মি’। নবগঠিত সংগঠনটি জানিয়েছে, চলতি বছরের মার্চ মাসে যৌথ বৈঠকে একজোট হওয়ার প্রক্রিয়া শুরু হয়। ওই নতুন সংগঠনের সভাপতি হবেন ফ্রান্সিস কাসুং। সাধারণ সম্পাদক উইলসন তাও। সংগঠনটি স্পষ্ট জানিয়েছে, সরকারি তরফে কোনও প্রলোভন দিয়ে তাদের দমানো যাবে না। স্বাধীন নাগাভূমি গঠনের লক্ষ্যেই তারা লড়াই চালাবে। সংগঠনটির বক্তব্য, অসম, অরুণাচল, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং ত্রিপুরায় স্বাধীনতাকামী সংগঠনগুলির সঙ্গেও তারা যোগাযোগ বজায় রেখে চলবে।
এ দিকে, নিরাপত্তাবাহিনীর সঙ্গে প্রকাশ্য রাস্তায় যুদ্ধে নামার হুমকি দিয়েছে মেঘালয়ের গারো জঙ্গি সংগঠন জিএনএলএ। তাদের বক্তব্য, গারো বিদ্রোহ দমনে রাজ্য যে ভাবে গারো পাহাড়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে তা একেবারেই অনৈতিক। বিদ্রোহ দমনের নামে তারা সাধারণ মানুষকে নাকাল করছে। লুটপাট চালাচ্ছে। সম্প্রতি তুরায় আরও ছয় কোম্পানি সিআরপি এবং চার কোম্পানি বিএসএফ বাহিনী পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। হুমকির সুরে জঙ্গিরা জানিয়েছে, গারো পাহাড়ের রাস্তাঘাট নিরাপত্তা জওয়ানের ভিড়ে ঠাসা। ‘জওয়ান-রাজ’ হঠাতে প্রকাশ্য রাস্তায় লড়াই শুরু হবে। যে দুষ্কৃতীরা জিএনএলএ-র নাম ব্যবহার করে তোলাবাজি করছে তাদেরও সাবধান করে দিয়েছে গারো জঙ্গিরা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.