টুকরো খবর
বর্ষায় রাস্তা সংস্কার, বিপাকে বাসিন্দারা
বর্ষার মধ্যে রাস্তা খোঁড়াখুঁড়ি করে পুরকর্তৃপক্ষ সংস্কারে নামায় বিপাকে পড়েছেন রামপুরহাট পুরবাসী। ধুলাডাঙা রোড ও সংলগ্ন এলাকার রাস্তা খারাপ থাকায় বাসিন্দাদের সমস্যা আগে থেকেই ছিল। সংস্কারের দাবিও ছিল। নির্বাচনী সভা করতে রামপুরহাট হাইস্কুলের মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার কথা ছিল আগামী মঙ্গলবার। ওই রাস্তা দিয়েই তাঁর আসার কথা। তাই আগেভাগেই তৃণমূল পরিচালিত পুরকর্তৃপক্ষ ওই রাস্তা সংস্কারে নেমে পড়ে। বাসিন্দারা জানিয়েছেন, যন্ত্র দিয়ে রাস্তা খোঁড়াখুঁড়ি শুরু হয়েছে। রাস্তার পাশে পড়ে রয়েছে মাটি। সংস্কারের জন্য নিয়ে আসা পাথরের কুচিও রাস্তার বিভিন্ন জায়গায় স্তূপীকৃত অবস্থায় ফেলে রাখা হয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে বৃষ্টি। সব মিলিয়ে ওই রাস্তার অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠেছে। কিন্তু নির্বাচন পিছিয়ে যাওয়ায় আপাতত মুখ্যমন্ত্রীর সভা স্থগিত করা হয়েছে। ফলে কবে ওই রাস্তা সংস্কারের কাজ শেষ হবে, সে প্রশ্নই এখন পুরবাসীর মনে। এ দিকে শনিবার ও রবিবারের বৃষ্টিতে রাস্তার খানাখন্দ জলে ভরে যাওয়ায় পথচারীদের সমস্যা আর বেড়ে গিয়েছে। ওই রাস্তা দিয়েই বাসিন্দারা ব্যাঙ্ক, পুরভবন, শরদিন্দু মেমোরিয়াল হাইস্কুল, রক্তকরবী পুরমঞ্চ, অমিয় স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াত করেন। পুরপ্রধান অশ্বিনী তিওয়ারির আশ্বাস, “রাস্তাটি এমনিতেই সংস্কারের দরকার ছিল। তার উপরে মুখ্যমন্ত্রীর সফর থাকায় সংস্কারের গুরুত্ব আরও বেড়ে যায়। তাঁর সফর পিছিয়ে গেলেও দ্রুততার সঙ্গেই রাস্তাটির সংস্কার শেষ করা হবে।”

জল নিয়ে দুই গ্রামের সংঘর্ষে পুড়ল দোকান
পরিস্রুত পানীয় জল পাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষে একটি মোটরবাইক ও চায়ের দোকানে অগ্নি সংযোগের ঘটনা ঘটল মুরারই থানার ভবানীপুর এলাকায়। রবিবার সন্ধ্যার ঘটনা। দুই বাসিন্দা জখম হয়েছেন। পথ অবরোধের চেষ্টা করা হলেও পুলিশ পৌঁছে যাওয়ায় তা ভেস্তে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজগ্রাম পানীয় জল প্রকল্পে জগন্নাথপুর থেকে বাঁশলৈ নদীর জল তুলে ভবানীপুর ও রাজগ্রামে যেত। দুই এলাকায় জল সরবরাহ করার কাজ দেখাশোনার দায়িত্বে রয়েছেন জনস্বাস্থ্য কারিগরী দফতরের এক অস্থায়ী কর্মী। তিনি দু’দিন ধরে নেই। ফলে ভবানীপুর এলাকায় থাকা ভাল্ব খুলে জল নেওয়ায় রাজগ্রামের লোকেরা জল পাচ্ছিলেন না। তার জেরে এ দিন ঝামেলা বাধে।

কাদামাখা ফুটবল। রবিবার দুপুরে রামপুরহাটে সব্যসাচী ইসলামের তোলা ছবি।

সিপিএম ও তৃণমূল সংঘর্ষ
তৃণমূলের দলীয় পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষ হয়েছে সাঁইথিয়া থানার হরিসড়া পঞ্চায়েতের মুনাই গ্রামে। শনিবার রাতের ঘটনা। তৃণমূলের দাবি, গ্রামের একটি ঘরের চালায় দলীয় পতাকা ছিল। সিপিএম সমর্থক অজয় মাল ওই পতাকা ছিঁড়ে দেয়। প্রতিবাদ করলে তৃণমূল সমর্থক আকাল মালকে হুমকি দেয়, রাতে তাঁর বাড়িতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে সিপিএমের বিরুদ্ধে। সিপিএমের দাবি, ওটা কোনও ক্লাবঘর নয়। গ্রামের অন্নপূর্ণা মন্দির। ওখান থেকে তৃণমূলের পতাকা সরিয়ে নিতে বলা হয়েছিল। কিন্তু ওরা সরায়নি। প্রতিবাদ করায় তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ অজয় মালের। দুই পক্ষই থানায় অভিযোগ করেছে।

দুর্গতদের পাশে বিশ্বভারতী
উত্তরাখণ্ডের বন্যা দুর্গতদের পাশে দাঁড়াল বিশ্বভারতী। বিশ্বভারতীর সমস্ত শিক্ষক ও কর্মীরা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন দান করার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার বিশ্বভারতীর মিডিয়া ইন্টারফেস কমিটির চেয়ারপার্সন সুবজকলি সেন বলেন, “উপাচার্য সুশান্ত দত্তগুপ্তের নির্দেশে বিশ্বভারতীর সকল স্তরের কর্মীদের একদিনের বেতন (প্রায় ২৩ লক্ষ টাকা) প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানো হবে।”

পাড়ুইয়ে বিদ্যাধরপুরে ১৫৮তম হুল দিবসে দড়ি টানাটানি খেলা।—নিজস্ব চিত্র।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.