টুকরো খবর
খুনের চেষ্টায় অভিযুক্তের আত্মসমর্পণ
অষ্টম শ্রেণির ছাত্রীকে হত্যার চেষ্টায় অভিযুক্ত সুধীর রাম আসানসোল নিম্ন আদালতে আত্মসমর্পণ করলেন শনিবার। আদালত তাকে ১৪ দিনের জেল হাজতে পাঠিয়েছে। গত ২৫ জুন অষ্টম শ্রেণির এক ছাত্রী তার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করলে তাকে সে আট বার ছুরি দিয়ে মারে বলে অভিযোগ। পুলিশ জানায়, ওই দিন জামুড়িয়ার কুনস্তরিয়া রেলপাড় এলাকায় ঠাকুমার সঙ্গে সকাল বেলায় প্রাতকৃত্য সারতে যাচ্ছিল ওই অষ্টম শ্রেণির ছাত্রী। সে সময় তার উপর চড়াও হয় প্রতিবেশীসুধীর রাম। ওই ছাত্রীর মাথা থেকে পিঠ পর্যন্ত আট বার ছুরি মারে। এরপর তার ঠাকুমা তাকে জাপটে ধরে ফেললে, সে হাত ছাড়িয়ে পালায়। স্থানীয় বাসিন্দারা পুলিশের সাহায্যে গুরুতর জখম ওই ছাত্রীকে বাহাদুরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে তাকে আসানসোল মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ওই ঘটনার তদন্তকারী অফিসার অনন্ত রায় জানান, রবিবার সকালে আসানসোল জেলে গিয়ে ওই বন্দীকে তিনি জিজ্ঞাসাবাদ করেছেন। তাঁর দাবি, জেরার মুখে সে অপরাধ কবুল করেছে।

পুরনো খবর:

বিজেপি অফিস দখলের নালিশ
বিজেপির দলীয় কার্যালয় দখল করে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার বোগড়ায়। বিজেপির আসানসোল জেলা কমিটির সম্পাদক সভাপতি সিংহ জানান, শনিবার রাতে তাঁদের কার্যালয়ের তালা ভেঙে তৃণমূল কর্মীরা নিজেদের তালা ঝুলিয়ে দেয়। পতাকা খুলে নিয়ে তৃণমূলের পতাকা লাগিয়ে দেয় বলেও অভিযোগ। রবিবার সকালে তাঁরা জামুড়িয়ার শ্রীপুর ফাঁড়িতে লিখিত অভিযোগ করেন। তৃণমূলের জামুড়িয়া ১ ব্লক সভাপতি পূর্ণশশী রায় বলেন, “পঞ্চায়েতে হালে পানি পাবে না বুঝে এখন বিজেপিও আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে।” পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

তৃণমূলের বিরুদ্ধে মারধরের নালিশ
উত্তরাখণ্ডে বিপর্যয়ে আক্রান্তদের আর্থিক সাহায্যের জন্য চাঁদা তোলার সময় তৃণমূল কর্মী-সমর্থকদের হাতে প্রহৃত হওয়ার অভিযোগ করল সিপিএম। দলের দুর্গাপুর ২ জোনাল সম্পাদক সন্তোষ দেব রায়ের অভিযোগ, রবিবার সকালে ইস্পাত নগরীর বি-জোনের নাগার্জুন-ভারতী রোড এলাকায় চাঁদা তুলছিলেন কয়েকজন দলীয় কর্মী। সেই সময় তৃণমূলের একদল কর্মী-সমর্থক এসে তাঁদের উপরে চড়াও হয়। তাঁদের দ্রুত এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ তাঁর। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।

ছিঁড়ল পোস্টার
বিজেপির দুই প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রানিগঞ্জের বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের নুপুর এলাকায়। বিজেপির আসানসোল জেলা সভাপতি রামকুমার সিংহের অভিযোগ, শনিবার রাতে তাঁদের দুই দলীয় প্রার্থী বুলবুলি বাউড়ি এবং নরেশ বাউড়ির নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলেছে তৃণমূল কর্মীরা। রবিবার বিকেলে পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন তাঁরা। তৃণমূলের স্থানীয় নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে।

অস্ত্র-সহ ধৃত সাত
শুক্রবার গভীর রাতে বুদবুদ ও কাঁকসা থানার বিভিন্ন রাস্তায় অভিযান চালিয়ে সাত জন সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। কাঁকসার ধোবারু জঙ্গলের কাছে একটি গাড়ি-সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে দু’টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। অন্য দিকে, বুদবুদ থানার পুলিশ ৪ দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ৫টি আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে।

স্কুলভবনের উদ্বোধন
নন্দলাল জালান উচ্চবিদ্যালয়ের বর্ধিত ভবনের উদ্বোধন হল রবিবার। ৩২০০ বর্গফুটের ওই ভবনটির নির্মাণে খরচ হয়েছে ২৫ লক্ষ টাকা। ওই বিদ্যালয়ের পক্ষে রামদুলাল বসু জানান, বিদ্যালয়ের উন্নয়ন তহবিল থেকে ১৪ লক্ষ টাকা দেওয়া হয়েছে। বেশকিছু ব্যবসায়ী প্রায় ১১ লক্ষ টাকা অনুদান দিয়েছেন।

বৃষ্টিতে জল
প্রবল বৃষ্টিতে কাঁকসা থানার পানাগড় রেল পাড়ের বেশ কিছু জায়গায় জল জমে গেল রবিবার সকালে। নীচু এলাকার বাড়িগুলিতেও জল ঢুকে পড়ে। বিপাকে পড়েন বাসিন্দারা। ঘন্টা খানেক পরে অবশ্য জল সরে যায়।

পালিত হল হুল উৎসব
দুন্দুভি বেজে ওঠে। শৈলেন সরকার ও ওমপ্রকাশ সিংহ।
আসানসোল শিল্পাঞ্চল জুড়ে রবিবার পালিত হল হুল উৎসব। বার্নপুরের হারামডিহি, সালানপুরের সিধু কানহু বস্তি-সহ নানা জায়গায় আদিবাসী শিল্পীরা নাচে গানে দিনটি পালন করেন। ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী তথা আসানসোলের বিধায়ক মলয় ঘটক। বারাবনির পাঁচগাছিয়া এলাকার আদিবাসী গ্রামগুলিতে সকাল থেকে যুব তৃণমূল ব্লক কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান হয়েছে। রানিগঞ্জে ইবন গাঁওতার উদ্যোগে বেলিয়াবাথানে উৎসবে অলচিকি ভাষায় গান, আবৃত্তি করেন শিল্পীরা। জামুড়িয়া বাজারেওআদিবাসী জনকল্যাণ সমিতির উদ্যোগে ধামসা, মাদল, তীরধনুক নিয়ে একটি মিছিল হয়।

কোথায় কী

দুর্গাপুর


বিধানচন্দ্র রায়ের জন্মদিন পালন। তথ্যকেন্দ্র। সন্ধ্যা ৬টা। উদ্যোগ: দুর্গাপুর নগর নিগম।

বিধানচন্দ্র রায়ের জন্মদিন পালন। নেতাজী ভবনের সামনে।
সকাল সাড়ে ৮টা। উদ্যোগ: ড: বিসি রায় মেমোরিয়াল কমিটি।

ফুটবল প্রতিযোগিতা। অআকখ মাঠ। বিকাল ৪টা। উদ্যোগ: মহকুমা ক্রীড়া সংস্থা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.