এগোলেন জকোভিচ, সেরেনা, জয়ের দিন ভারতীয়দের
খেলোয়াড়দের জুতোর ডিজাইন
পাল্টাতে বলবেন উইম্বলডন-কর্তারা
দোষটা কার, কোর্ট, খেলোয়াড় না তাদের জুতোর, এই নিয়েই এখন জোর গবেষনা টেনিস দুনিয়ায়। এই যে উইম্বলডনের ঘাসের কোর্টে একের পর এক আছাড় খাচ্ছেন খেলোয়াড়রা এই নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়েছেন অল ইংল্যান্ড ক্লাব কর্তারা। এসডব্লু ১৯-এ ঢুকলেই এখন গুঞ্জন, আজ আবার কেউ পা পিছলে পড়ল না তো? শনিবারও অবশ্য এমন কয়েকটা ঘটনা ঘটল।
নাক উঁচু উইম্বলডন কর্তারা যে সহজে মেনে নেবেন, দোষটা তাঁদের কোর্টের, এমন ভাবনাই অবাস্তব। বরং যেটা হতে চলেছে, সেটাই স্বাভাবিক। এ বারের টুর্নামেন্ট শেষ হয়ে গেলে কর্তারা খেলোয়াড়দের জুতো প্রস্তুতকারী সংস্থাগুলির কর্তাদের সঙ্গে বসবেন বলে ঠিক করেছেন। নাইকি, অ্যাডিডাস ও অন্যান্য প্রধান জুতো প্রস্তুতকারী সংস্থার কর্তাদের তাঁরা বলবেন, “আপনারা বরং জুতোর ডিজাইন বদলান। মনে হচ্ছে আপনাদেরই কোথাও ভুল হচ্ছে।”
এই নিয়ে প্রাথমিক তদন্তে যেটুকু বুঝেছেন কর্তারা, তাতে কোর্টের ঘাসকে কাঠগড়ায় তুলতে রাজি নন তাঁরা। তাঁদের মতে, গত কয়েক বছরের মতোই রয়েছে অল ইংল্যান্ড ক্লাবের ঘাস। পাল্টেছে জুতোর ডিজাইন ও উপাদান। ফলে এই বিপত্তি।

মারিনা এরাকোভিচকে হারানোর পরে
ব্রিটিশ তারকা লরা রবসন। ছবি: এপি

গ্যালারিতে তখন দর্শক-সমর্থক
অ্যান্ডি মারে। শনিবার। ছবি: রয়টার্স
উইম্বলডনে অবশ্য অঘটনের ঘনঘটা চলছেই। যেমন এ দিন সেন্টার কোর্টের প্রথম ম্যাচেই পুরুষদের নবম বাছাই ফ্রান্সের রিচার্ড গাসকেট হেরে গেলেন অবাছাই অস্ট্রিয়ার বার্নার্ড টমিচের কাছে। যাদের খেতাব জয়ের রাস্তা এখন মসৃণ সেই নোভাক জকোভিচ ও সেরেনা উইলিয়ামস এ দিন চতুর্থ রাউন্ডে উঠে পড়লেন এ দিনই। জকোভিচ হারালেন ফ্রান্সের জেরেমি চার্ডিকে ও সেরেনা জিতলেন জাপানের কিমিকো ডাটের বিরুদ্ধে। পুরুষদের চতুর্থ বাছাই ডেভিড ফেরের, সপ্তম বাছাই টমাস বার্ডিচ, অষ্টম বাছাই দেল পোত্রো, মহিলাদের চতুর্থ বাছাই অ্যাগনিয়েস্কা রাদওয়ানস্কা, ষষ্ঠ বাছাই লি না ও অষ্টম বাছাই পেত্রা কিভিতোভাও চতুর্থ রাউন্ডে উঠলেন। তবে উইম্বলডনের দর্শকরা বেশি খুশি স্থানীয় মেয়ে তারকা লরা রবসন চতুর্থ রাউন্ডে পৌঁছে যাওয়ায়।
ভারতীয়দের কাছে দিনটা শুধুই সাফল্যের। পুরুষদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে লিয়েন্ডার পেজ ও রাডেক স্টেপানেক হারালেন জেমি ডেলগাডো ও ম্যাথু এবডেন জুটিকে। ফল ৬-৪, ৬-৪, ৬-৩। ভারতের আর এক তারকা মহেশ ভূপতিও তাঁর সঙ্গী জুলিয়ান নোলকে নিয়ে তৃতীয় রাউন্ডে উঠলেন। ৩-৬, ৬-৪, ৬-৪, ৬-২-এ দু’ঘন্টা ২২ মিনিটের ম্যাচে হারালেন আমেরিকার নিকোলাস মোনরো ও জার্মানির সাইমন স্টাডলার জুটিকে। রোহন বোপান্না ও এডুয়ার্ড রজার ভ্যাসেলিন জুটি ৬-৩, ৫-৭, ৭-৬ (৭-৪), ৬-৭ (৮-১০), ৬-৪-এ হারালেন ড্যানিয়েল ব্র্যান্ডস ও লুকাস রাসোল জুটিকে। লিজেল হুবারকে নিয়ে সানিয়া মির্জাও মহিলাদের ডাবলসের তৃতীয় রাউন্ডে উঠে পড়লেন।

পুরনো খবর:




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.