দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ
সব আসনে নতুন মুখ, চমক বামেদের
ক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সবকটি আসনে নতুন মুখ এনে প্রার্থী তালিকায় চমক দিল বামফ্রন্ট। সিপিএমের বিদায়ী সভাধিপতি বংশীহারীর মাগদালিনা মুর্মু, সহকারি সভাধিপতি বালুরঘাটের অমিত সরকার, পূর্ত কর্মাধ্যক্ষ হরিরামপুরের রফিকুল ইসলাম, কৃষি কর্মাধ্যক্ষ কুশমন্ডির গুরুপদ রায়দের মত পোড় খাওয়া নেতাদের সরিয়ে ছাত্র নেতা থেকে মহিলা ও কৃষক সংগঠনের নেতানেত্রীদের প্রার্থী করা হয়েছে। সোমবার বিকালে বালুরঘাটে সিপিএমের সদর দফতরে এক সাংবাদিক বৈঠক ডাকে বামফ্রন্ট। সেখানে আরএসপির জেলা সম্পাদক বিশ্বনাথ চৌধুরীকে পাশে বসিয়ে ওই প্রার্থী তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক তথা জেলা সিপিএম সম্পাদক মানবেশ চৌধুরী। তিনি বলেন, “পরিবর্তনের আমলে পরিবর্তিত মুখ আনা হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে নতুনভাবে কাজ করতে হবে। অসংরক্ষিত আসনে এবারে মহিলার বদলে নতুন যুবা-তরুণদের প্রার্থীদের দাঁড় করানো হয়েছে। বিদায়ীরা সংগঠনের কাজ করবেন।”
ফ্রন্ট সূত্রের খবর, জেলা পরিষদের ১৮টি আসনের মধ্যে মামলার কারণে ১টি আসনে ভোট হচ্ছে না। বাকি ১৭টি আসনের মধ্যে সিপিএম ১২টি এবং আরএসপি ৫ টি আসনে লড়াই করছে। এরমধ্যে সিপিএমের ৭ জনই মহিলা প্রার্থী এবং আরএসপির মহিলা প্রার্থী ৩ জন। দলের মহিলা সংগঠনের সঙ্গে যুক্ত ওই প্রার্থীরা ছাড়াও হরিরামপুরে এসএফআইয়ের জেলা সভাপতিকে প্রার্থী করা হয়েছে। গত দুই মাস ধরে একাধিক বৈঠক পরে অবশেষে এদিন প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, ২০০৩ এবং ২০০৮ সালের দুটি পঞ্চায়েত ভোটে দাঁড়ানো দলের জয়ী ও অভিজ্ঞ প্রার্থীদের ফের প্রার্থী করার সপক্ষে একাংশ সরব হয়। তবে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া আটকাতেই নতুন মুখ আনার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ফ্রন্টের দখলে থাকা পরিষদের সব আসনে নতুন মুখ এনে বিরোধীদের প্রচার আটকানোর চেষ্টা হল বলে রাজনৈতিক মহল মনে করছে।
ফ্রন্টেপর অন্দরের খবর, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ সভাধিপতির আসনটি এবারে আদিবাসী মহিলা প্রার্থীর জন্য সংরক্ষিত হয়েছে। স্বাভাবিকভাবে এবারেও সিপিএম তাদের আদিবাসী সংগঠনের নেত্রী তথা বিদায়ী সভাধিপতি মাগদালিনা মুর্মুকে প্রার্থী করবে বলে মনে করা হচ্ছিল। দলীয় কোন্দলের জেরে বেশ কিছুদিন আগে মাগদালিনা মুর্মুর আচমকা সভাধিপতি পদ থেকে ইস্তফাও দেন। ঘটনার জেরে নানা অস্তস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হয় সিপিএম নেতৃত্বকে। সিপিএম নিয়ন্ত্রিত পরিষদের উন্নয়ন কাজকর্ম নিয়ে সদস্যদের মধ্যে দুটি গোষ্ঠীর বিবাদও শুরু হয় বলে অভিযোগ। তৃণমূলও বিষয়টি নিয়ে আসরে নামার প্রস্তুতি নেয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.