কংগ্রেসের প্রচারে এইমস
রায়গঞ্জে জমি কিনতে ১৫ কোটি টাকা কেন্দ্রীয় সরকার
ইমস -এর ধাঁচে হাসপাতাল তৈরিকে সামনে রেখে এ বার উত্তর দিনাজপুর জেলায় পঞ্চায়েত ভোটের প্রচারে নেমেছে নামবে কংগ্রেস। সোমবার রায়গঞ্জের মহকুমাশাসকের দফতরে সাংসদ দীপা দাশমুন্সির নেতৃত্বে জেলা পরিষদের নানা আসনে মনোনয়নপত্র জমা দিতে যান দলীয় প্রার্থীরা। সেখানেই এ কথা ঘোষণা করেন দীপাদেবী। তিনি বলেন, “পঞ্চায়েতের পর কেন্দ্র হাসপাতাল তৈরির জন্য জেলা পরিষদকে ১৫ কোটি টাকা জমির দাম দেবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বিষয়টি জানিয়ে দিয়েছেন। এতে যাবতীয় সংশয় ও অনিশ্চয়তা দূর হয়েছে।” তিনি জানান, রাজ্য সরকার বিরোধিতা করলেও কেন্দ্র রায়গঞ্জেই ওই হাসপাতাল তৈরি করতে চায়। সিপিএম ও তৃণমূলের অপপ্রচারের বিরুদ্ধে আমাদের জয় হয়েছে। হাসপাতাল তৈরির প্রাথমিক সাফল্যকে তুলে ধরে কংগ্রেস জেলায় পঞ্চায়েত নির্বাচনে প্রচার চালাবে।
সোমবার রায়গঞ্জের মহকুমাশাসকের দফতরে সাংসদ দীপা দাশমুন্সির নেতৃত্বে জেলা
পরিষদের আসনে মনোনয়ন জমা দিতে যান দলীয় প্রার্থীরা। —নিজস্ব চিত্র।
দীপাদেবীর অভিযোগ, ২০১০-এ জেলা প্রশাসন রায়গঞ্জের পানিশালায় হাসপাতাল তৈরির জন্য জমি চিহ্নিত করে। তৎকালীন বামফ্রন্ট সরকার ও পরে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার রাজনৈতিক ষড়যন্ত্র করে জমি অধিগ্রহণ করেনি। চাষিরা উপযুক্ত দাম পেলে জমি দিতে প্রস্তুত। জেলা পরিষদ কর্তৃপক্ষ জমির দাম বাবদ ২২ কোটি টাকা চেয়েছে। তা বাজার দরে কেনা সম্ভব নয়। কেন্দ্রীয় সরকার পঞ্চায়েতের পর ১৫ কোটি টাকা দেবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তা জানিয়ে দিয়েছেন। দীপাদেবী যখন মহকুমাশাসকের দফতরের বাইরে দাঁড়িয়ে এই ঘোষণা করছিলেন, ঘটনাচক্রে তখনই জেলা পরিষদের বিভিন্ন আসনে মনোনয়নপত্র জমা দিতে যাওয়া দলীয় প্রার্থীদের সঙ্গে আসেন সিপিএম জেলা সম্পাদক মণ্ডলীর দুই সদস্য বাপি ভৌমিক ও অপূর্ব পাল। তাঁরা দীপাদেবীর সমস্ত কথা শোনেন। বাপিবাবু ও অপূর্ববাবু বলেন, “লোকসভা ও বিধানসভা নির্বাচনে এইমসের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কংগ্রেস প্রার্থীরা জয়ী হয়েছেন। মানুষ কংগ্রেসের এই ধাপ্পাবাজি বুঝে গিয়েছে। পঞ্চায়েত ভোটে আগে ফের দীপাদেবী মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন।” তাঁরা জানান, সেই সময় বামফ্রন্ট সরকার নির্বাচন বিধির জন্য জমি অধিগ্রহণ করতে পারেনি। দীপাদেবীর অভিযোগ ভিত্তিহীন।
তৃণমূলের জেলা সভাপতি অমল আচার্য বলেন, “রাজ্য রায়গঞ্জে এইমস -এর ধাঁচে হাসপাতাল তৈরির বিরোধী নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষিজমি নষ্ট করে হাসপাতাল তৈরির পক্ষে নন। দলের তরফে জেলায় সরকারি জমির খোঁজ করা হচ্ছে। কংগ্রেস বিষয়টি সামনে রেখে মানুষকে বিভ্রান্ত করে ভোটে জিততে চাইছে।”
কেন্দ্রীয় মন্ত্রী দীপাদেবী অভিযোগ করেন, ইটাহার, চোপড়া ও ইসলামপুর ব্লকে সিপিএম ও তৃণমূলের দুষ্কৃতীরা কয়েকটি আসনে কংগ্রেস প্রার্থীদের মনোনয়নপত্র জমা না দেওয়ার জন্য হুমকি দিচ্ছে। আমরা নির্বাচন কমিশনে জানাচ্ছি। তবে সিপিএম এবং তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করেছে।

পুরনো খবর:

বাড়ল বিষক্রিয়ায় অসুস্থের সংখ্যা
খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থের সংখ্যা বাড়ল কালনার স্বরাজপুরে। কালনা ১ ব্লকের ধাত্রীগ্রামের স্বরাজপুর এলাকায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০০-এরও বেশি। রবিবার রাত থেকে সোমবার রাত পর্যন্ত ৭০ জন কালনা মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার রাতেই পূর্বস্থলী ১ ব্লকের পারুলডাঙা ও কালনা ১ ব্লকের ধাত্রীগ্রামের ৫০ জন অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়েরা জানান, শনিবার রাতে পারুলডাঙা এলাকার বলরাম সাহা এবং স্বরাজপুরের শান্তি বসাকের বাড়িতে শনিপুজো হয়। দুই বাড়ির পুজোতেই সিন্নির প্রসাদ বিতরণ করা হয়। স্থানীয়দের দাবি, ওই প্রসাদ খেয়েই অসুস্থ হয়ে পড়েন বহু মানুষ। বমি, পেটে ব্যথা, জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। সোমবার কালনা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তি চাল বলেন, ‘‘পূর্বস্থলী ও কালনার যে দু’টি বাড়ির শনিপুজোর প্রসাদ খেয়ে বহু মানুষ অসুস্থ হয়েছেন, সেই দুই বাড়ির মালিকই একই ব্যক্তির কাছে দুধ কিনেছিলেন বলে আমরা খবর পেয়েছি। সম্ভবত দুধ থেকেই বিষক্রিয়া হয়েছে।” মহকুমা হাসপাতাল সূত্রে বলা হয়েছে, আক্রান্তদের চিকিত্‌সা চলছে।

পুরনো খবর:



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.